ধ | ধ দিয়ে শব্দ গঠন

ব্যঞ্জনবর্ণের ১৯ তম বর্ণ হচ্ছে ধ। আর বাংলা বর্ণমালার ৩০ তম বর্ণ হলো এই ধ। এর উচ্চারণ স্থান হচ্ছে অগ্রদন্তমূল। আর উচ্চারণ স্থান অনুযায়ী নাম হচ্ছে দন্ত্য বর্ণ। ধ উচ্চারণের সময় জিহ্বা সম্মুখে প্রসারিত হয় এবং অগ্রভাগ ওপরের দাঁতের পাটির গোড়ার দিকে স্পর্শ করে। চলুন তাহলে ধ দিয়ে শব্দ গঠন সম্পর্কে জেনে নেই।

আরও পড়ুন – শব্দ দিয়ে বাক্য গঠন কর

ধ এর ব্যবহার

স্বরবর্ণ ধ এর সাথে যুক্ত হলে নিচের মত হয় –

স্বরবর্ণধ এর সাথে উচ্চারিত হলে
ধা
ধি
ধী
ধু
ধূ
ধৃ
ধে
ধৈ
ধো
ধৌ

পড়ুন – “ঙ” দিয়ে শব্দ গঠন কর

ধ দিয়ে যুক্তবর্ণ

ধ দিয়ে যুক্তবর্ণ
ধ দিয়ে যুক্তবর্ণ
শব্দযুক্তবর্ণউদাহরণ
ধ + বধ্বধ্বংস
ধ + যধ্যবাধ্য
ধ + র ধ্রধ্রুবক
ধ + র + উধ্রুধ্রুব

পড়ুন – অনুসর্গ কি বা কাকে বলে? অনুসর্গের বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা

ধ দিয়ে শব্দ গঠন

ধ দিয়ে শব্দ গঠন
ধ দিয়ে শব্দ গঠন

বাংলা অভিধানে ধ দিয়ে অনেক শব্দ রয়েছে। এখানে ধ দিয়ে কয়েকটি শব্দ গঠণ করা হলো এবং সেগুলো দিয়ে বাক্য গঠণ করে দেখানো হলঃ

শব্দ গঠনবাক্য রচনা
ধানবাংলাদেশের অর্থনীতিতে ধানের অবদান অনেক।
বাধ্যসে কাজটি বাধ্য করল।
ধন-সম্পত্তিইফাদের অনেক ধন-সম্পত্তি আছে।
ধ্বংসপৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে।
ধন্যবাদধন্যবাদ, আবার আসবেন।
ধ্বনিধ্বনিই ভাষার মূল উপাদান।
বিধবারজি অল্প বয়সে বিধবা হয়েছে।
বিবিধসে বিবিধ বিষয় নিয়ে গবেষণা করছে।
আধুনিকআধুনিক বিশ্বে সবাই মোবাইলের প্রতি বেশি আকৃষ্ট।
ধন্যধন ধান্যে পুষ্প ভরা, আমাদের এ বসুন্ধরা।

আরও পড়ুন – ধাতু কি বা কাকে বলে? ধাতুর প্রকারভেদ / শ্রেণীবিভাগ

তাহলে আজ এখানেই থাকলো। আর্টিকেল ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *