No Problem
  • Home
  • একাডেমিক
    • বিজ্ঞান
    • বাংলা
    • আইসিটি (ICT)
    • ইঞ্জিনিয়ারিং
    • গণিত
    • জীববিজ্ঞান
    • পদার্থবিজ্ঞান
    • রসায়ন
  • লাইফ স্টাইল
  • প্রযুক্তি
  • Other Sites
    • English Site
    • QNA Site
  • Login
No Result
View All Result
No Problem
No Result
View All Result
  • একাডেমিক
  • ➡
  • বিজ্ঞান
  • আইসিটি (ICT)
  • বাংলা ব্যাকরণ
  • ইসলাম
  • ইঞ্জিনিয়ারিং
  • প্রযুক্তি
  • ➡
  • অনলাইনে আয়
  • প্রযুক্তি বিষয়ক তথ্য
  • লাইফ স্টাইল
Home প্রযুক্তি প্রযুক্তি বিষয়ক তথ্য

দ্রুত মোবাইল চার্জ করার কার্যকরী উপায় জেনে নিন

Israt Jahan by Israt Jahan
in প্রযুক্তি বিষয়ক তথ্য
0
14
SHARES
718
VIEWS
Share on FacebookShare on Twitter

আমাদের দৈনন্দিন সকল কাজে স্মার্টফোন প্রয়োজন হয়। স্মার্টফোনের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যায়। তাই দ্রুত মোবাইল চার্জ করা আমাদের সবারই প্রয়োজন। আপনি বাড়ি ছাড়ার জন্য প্রস্তুত হচ্ছেন ঠিক তখন বুঝতে পারলেন যে আপনি নিজের ফোন চার্জ করতে ভুলে গেছেন বা চার্জে বসিয়ে সুইচ অন করতে ভুলে গেছেন। ব্যাটারির চার্জও বিপজ্জনকভাবে কম, তবে আপনার হাতে 10-15 মিনিট সময় রয়েছে।

তাই ব্যাটারিটির চার্জ বাড়ানোর জন্য আপনি এটিকে তার চার্জারে প্লাগ করুন। ভবিষ্যতে আপনি কীভাবে এ সমস্যা এড়াতে পারবেন? অ্যান্ড্রয়েড ব্যাটারি কীভাবে দ্রুত চার্জ করা যায় সে সম্পর্কে সকলেরই জেনে রাখা প্রয়োজন। আজ আমরা এ সম্পর্কে আলোচনা করব।

জেনে নিনঃ এন্ড্রয়েড ফোনের স্পিড বাড়াবেন কীভাবে?

যেভাবে দ্রুত মোবাইল চার্জ চার্জ করবেন

বর্তমানে বিভিন্ন অ্যাপস্ পাওয়া যায় ফাস্ট চার্জিং এর জন্য। এই সব অ্যাপস্ ব্যাকগ্রাউন্ডের সক্রিয় অ্যাপগুলোকে নিস্ক্রিয় রাখে, যাতে হয়তো কিছুটা উপকার হয়। কিন্তু উল্টো এই ফাস্ট চার্জিং অ্যাপস্ চালানোর জন্য প্রয়োজন হয় ব্যাটারির অধিক চার্জের। ফলে এর দ্বারা তেমন কোন উপকার হয় না। এই পদ্ধতিতে ব্যাটারি চার্জ  করা কোন বুদ্ধিমানের কাজ না। তাই আজকে আমরা খুব কম সময়ে আপনার স্মার্টফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার কিছু উপায় সম্পর্কে আলোচনা করবো। উপায়গুলো হল:

  1. নিজস্ব বা ভালোমানের  চার্জার ব্যবহার করুন। 
  2. থার্ড পার্টি ব্যাটারি অ্যাপস ব্যবহার বন্ধ করুন।
  3. এয়ারপ্লেন মোড এক্টিভ রাখুন।
  4. ফোনের সুইচ অফ করে চার্জ দিন।
  5.  ল্যাপটপ বা মাল্টিপ্লাগ ব্যবহার বন্ধ করুন।
  6. ব্যাটারি খুলেও চার্জ দিতে পারেন।
  7.  চার্জের সময় ফোন ব্যবহার করবেন না।
  8. অপ্রয়োজনীয় অ্যাপস ও ফিচারগুলো বন্ধ রাখুন।
  9. ইউএসবি অ্যাডাপ্টার ব্যবহার করুন।
  10. ফোনের কেস সরিয়ে চার্জ দিন।  
  11. পরিবেশের দিকে খেয়াল রাখুন।

ফোনের এডের জন্য আপনি বিরক্ত? দেখে নিন সমাধানঃ স্মার্টফোনে অটো অ্যাড বন্ধ করবেন কিভাবে?

1.নিজস্ব বা ভালোমানের চার্জার ব্যবহার করুন।

আপনার  নতুন ফোন কেনার সময় ফোনের  সাথে প্যাকেজযুক্ত অফিশিয়াল যে চার্জার দেয়া হয়েছে,সবসময় সেই চার্জার ব্যবহার করবেন।

অফিশিয়াল ওয়াল চার্জারগুলি আপনার ল্যাপটপ বা কম্পিউটারের USB পোর্টগুলির চেয়ে আরও শক্তিশালী amp আউটপুট রয়েছে।আপনার ফোনের প্রস্তুতকারকের দ্বারা উৎপাদিত চার্জার, একটি সস্তা, তৃতীয় পক্ষের অনুকরণের চেয়ে আরও অনেক ভাল কাজ করবে।

মোবাইল চার্জ

ফোনের সাথে দেওয়া আসল চার্জার ব্যবহার না করলে আস্তে আস্তে ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতা কমতে থাকে।

তাই বাজারের কম দামে কেনা চার্জার ব্যবহার করবেন না। অফিশিয়াল ওয়াল চার্জারগুলো সাধারণত স্মার্ট হয়।ব্যাটারি ফুল হয়ে গেলে অটোমেটিকভাবে চার্জ উঠা বন্ধ হয়ে যায় কিন্ত কম দামি চার্জারগুলোতে এ-সব সুবিধা থাকে না।

তাছাড়া সস্তা চার্জার দিয়ে চার্জ দিলে ফোন দ্রুত গরম হয়ে যায়, চার্জ হতে প্রচুর সময় লাগে, অনেক সময় ব্যাটারি ফুলে যায় । এছাড়াও আরও নানা রকম সমস্যা দেখা দেয়। অনেক সময় অ্যাডাপ্টারে সমস্যা দেখা দিলে ফোন ও ব্যাটারি দুটোই নষ্ট হয়ে যেতে পারে। তাই ফাস্ট চার্জিং এবং নিরাপত্তার জন্য নিজস্ব বা  ভালোমানের  চার্জার ব্যবহার করুন।

2. থার্ড পার্টি ব্যাটারি অ্যাপস ব্যবহার বন্ধ করুন।

থার্ড পার্টি ব্যাটারি অ্যাপস সবসময় এড়িয়ে চলুন। ফাস্ট ব্যাটারি চার্জের জন্য অনেকে বিভিন্ন ধরণের অ্যাপস ব্যবহার করেন।

অনেকে আবার দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখার জন্য থার্ড পার্টি ব্যাটারি সেভিং অ্যাপস ব্যবহার করেন।দ্রুত চার্জ করতে এবং চার্জ ধরে রাখতে আপনাকে এসব অ্যাপস ব্যবহার বন্ধ করতে হবে।

এগুলির মধ্যে বেশিরভাগ ব্যাটারি লাইফকে নেতিবাচকভাবে প্রভাবিত করে কারণ তারা ক্রমাগত ব্যাকগ্রাউন্ডে চালু থাকে, আক্রমণাত্মকভাবে অন্যান্য অ্যাপস বন্ধ করে দেয়।

বর্তমানে ফোনের সাথেই Built In ব্যাটারি সেভিং সুবিধা দেয়া থাকে, তাই প্রয়োজনে ফোনের ব্যাটারি সেভিং অপশনটি অন করতে পারেন। ব্যাটারি সেভিং অপশন অন করে চার্জ দিলে ফোন দ্রুত চার্জ হয়। তাই এই অপশনটি ব্যবহার করতে পারেন।

3.এয়ারপ্লেন মোড এক্টিভ রাখুন।

চার্জিংয়ের প্রক্রিয়াটি দ্রুত করার সবচেয়ে সহজ উপায় হ'ল আপনার চার্জারটি সংযুক্ত করার আগে আপনার ফোনটি এয়ারপ্লেন মোডে স্যুইচ করা।

এটি এক্টিভ করার ফলে আপনার সেল ফোনটির সেলুলার, ব্লুটুথ, রেডিও এবং ওয়াইফাই সার্ভিসগুলি বন্ধ হয়ে যায়।এমনকি আপনি নিজের ডিভাইসটি ব্যবহার করছেন না তখনও।

আপনি অ্যান্ড্রয়েড, IOS বা উইন্ডোজ  যে ফোন ব্যবহারকারীই হন না কেন, আপনি আপনার হোম স্ক্রিনে সেটিংস অ্যাপসে আলতো চাপ দিয়ে,”Airplane mode”সিলেক্ট করুন। তারপর টগল (toggle)অন-এ স্লাইড করে এয়ারপ্লেন মোড চালু করতে পারেন। আপনি দেখলেই বুঝবেন যে এই মোডটি ছোট বিমানের আইকন দ্বারা চিহ্নিত করা হয়েছে যা আপনার ফোনের স্ক্রিনের শীর্ষে উপস্থিত হবে।

মোবাইল চার্জ

এয়ারপ্লেন মোডে স্যুইচ করার অর্থ আপনি আপনার ফোনের সাধারণ সেটিংসে ফিরে না যাওয়া পর্যন্ত আপনি কল বা মেসেজ করতে বা গ্রহণ করতে পারবেন না বা ডেটা বা জিপিএস ব্যবহার করতে পারবেন না।

এতে চার্জের সময় আপনার ফোনটি গরম হয় না এবং আপনার ফোনটিকে দ্রুত চার্জ করতে সহায়তা করবে।

4. ফোনের সুইচ অফ করে চার্জ দিন

মোবাইল চার্জ

ফোনের দ্রুত চার্জ উঠার অন্যতম একটি উপায় হচ্ছে ফোন অফ করে চার্জ দেওয়া।

সকল প্রযুক্তিবিদের মতে দ্রুত মোবাইল চার্জ করার শক্তিশালী পদ্ধতি হচ্ছে ফোনের সুইচ অফ করে চার্জ দেওয়া। ফোন অফ থাকলে আপনার ফোনের সব কাজ কর্ম বন্ধ থাকে, ফলে চার্জ অনেক দ্রুত হয়। ফ্লাইট মোড ব্যবহারের থেকেও এটা বেশী কার্যকর।

তবে আপনাদের যদি ফোনের সুইচ অফ করতে কোন অসুবিধা থাকে বা গুরুত্বপূর্ণ   কল  বা এস এম এস করার প্রয়োজন হয় তাহলে এটা ব্যবহার না করাই ভাল।

5. ল্যাপটপ বা মাল্টিপ্লাগ ব্যবহার বন্ধ করুন

আপনি যদি আপনার মোবাইল চার্জ করতে আপনার ল্যাপটপটি ব্যবহার করেন, আপনি এটি ভুল করছেন।

আপনার ল্যাপটপে কোনও ফোন প্লাগ করা সম্ভবত চার্জ করার সবচেয়ে ধীরতম উপায়। কারণ চার্জের গতি ওয়াটেজ দ্বারা পরিমাপ করা হয়। ওয়াটেজ করার জন্য দুটি উপাদান রয়েছে। সূত্রটি বর্তমান (এমপিএস) ভোল্টেজ (ভোল্ট) দ্বারা গুণিত হয়।

উদাহরণস্বরূপ, আইফোন 6 এবং 7 একটি ইন-বক্স চার্জার সহ আসে যা 1 এমপি, এবং 5 ভোল্ট সরবরাহ করে। তার মানে চার্জারটি 5 ওয়াট। এই দুটি ফোনই অবশ্য ২.৪ এমপি, ৫ ভোল্টের চার্জার দিয়ে দ্রুত চার্জ করতে সক্ষম। সেই চার্জারটি 12 ওয়াটকে রেট করা হয়েছে।

তবে একটি ল্যাপটপের ইউএসবি পোর্টগুলি অবশ্যই সর্বনিম্ন 0.5 এমপিএস সরবরাহ করতে হবে, যা 5 ভোল্টের পরিমাণটি কেবল 2.5 ওয়াট হবে, শক্তিটির একটি ভগ্নাংশ।তাই আপনি যখন নিজের ফোনটিকে কম্পিউটারে প্লাগ করেন, ফোনের শক্তি পরিচালনা ব্যবস্থা ডেটা টার্মিনালের উপস্থিতি অনুভব করে।ফলে মোবাইল চার্জ হতে অনেক সময় লাগে। তাই দ্রুত মোবাইল চার্জ করতে চাইলে ল্যাপটপ ব্যবহার করে চার্জ করা বন্ধ  করুন।

এছাড়া আপনি যদি দ্রুত ব্যাটারি চার্জ করতে চান, আপনাকে অবশ্যই চার্জের জন্য মাল্টিপ্লাগ ব্যবহার করা বন্ধ করতে হবে। দেয়ালের সকেট থেকে সব সময় চার্জ দিতে হবে। এতে ব্যাটারি সরাসরি বিদ্যুৎ সংযোগ পায় এবং দ্রুত চার্জ নিতে থাকে।

6. চার্জের সময় ফোন ব্যবহার করবেন না

সাধারণত স্মার্টফোন ৩২ডিগ্রি থেকে ১১৩ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপে চার্জ হয়। তাই চার্জের সময় কখনই ফোন ব্যবহার করবেন না।

চার্জের সময় ফোন ব্যবহার করলে চার্জ  ধীরগতিতে হয় এবং তাপ বৃদ্ধি পেয়ে যে কোন সময় ফোন বিষ্ফোরণ হতে পারে। চার্জের সময় ফোন ব্যবহারের কারণে বর্তমানে অধিকাংশ ফোন বিষ্ফোরণ হচ্ছে।

আমরা অনেক সময় ফোন চার্জে লাগিয়ে কথা বলি, এতে করে আপনার কানের কাছে হয়তো বিষ্ফোরণ হতে পারে, তাই সাবধান থাকুন। চার্জে বসিয়ে কথা বলা, ইন্টারনেট ব্রাউজিং, গেম খেলা মোট কথা সহ সব ধরনের ব্যবহার বন্ধ করুন ।

7. অপ্রয়োজনীয় অ্যাপস বা ফিচারগুলো বন্ধ রাখুন

চার্জ দেওয়ার সময় আপনার ফোনের  অপ্রয়োজনীয় ফিচারগুলো  যেমন- ব্লুটুথ, GPS, ওয়াই-ফাই বা এনএফসি  ইত্যাদি বন্ধ রাখুন।

এগুলো অন থাকলে ব্যাটারি শক্তি ব্যবহার করতে পারে। অনেকে আবার চার্জে দিয়ে বিভিন্ন ফাইল ডাউনলোড দিয়ে রাখেন, এই কাজগুলো ভুলেও করবেন না। আপনার সমস্ত অ্যাপস বন্ধ করুন। এছাড়া মাঝে মধ্যে চার্জিং করার সময় Play store থেকে অটো অ্যাপস আপডেট হতে থাকে, তাই অটো আপডেট বন্ধ রাখুন। এতে আপনার ফোন দ্রুত চার্জ হবে।

8. ইউএসবি অ্যাডাপ্টর ব্যবহার করতে পারেন

ইউএসবি অ্যাডাপ্টর ব্যবহার করেও স্মার্টফোনের চার্জিং গতি বাড়িয়ে নিতে পারবেন। এজন্য  আপনাকে একটা ব্যাপারে নিশ্চিত হয়ে নিতে হবে, সেটা হলো আপনার স্মার্টফোনের ব্যাটারি সর্বোচ্চ কত অ্যাম্পিয়ার ধারণ করতে পারে। ০.৫ – ২.৫ পর্যন্ত ধারণ ক্ষমতা থাকতে পারে আপনার স্মার্টফোনের ব্যাটারির।

তবে ধারণ ক্ষমতা যাই হোক, তার চেয়ে বেশি অ্যাম্পিয়ারে চার্জ দেয়া বন্ধ করতে  হবে।

9. ফোনের কেস সরিয়ে চার্জ দিন।

যদি আপনি লক্ষ্য করেন যে আপনার মোবাইল চার্জ দেওয়ার সময় ফোনটি গরম হয়ে যায়।

Apple আপনাকে চার্জ দেওয়ার আগে ফোনটি কেস থেকে বের করে দেওয়ার পরামর্শ দেয়।ফোনের কেসিং থাকলে অনেক সময় তাপ আটকে ফোন গরম হয়ে যায়।

আপনার ডিভাইসটি যখন কিছু স্টাইলের ক্ষেত্রে থাকে তখন এটি অতিরিক্ত তাপ উৎপন্ন করতে পারে যা ব্যাটারির ক্ষমতাকে প্রভাবিত করতে পারে” “

তাছাড়া সমস্ত স্মার্টফোন বর্তমানে লিথিয়াম-আয়ন ব্যাটারির উপর নির্ভর করে। তারা যেভাবে কাজ করে তার পিছনের রসায়নটি নির্দেশ করে যে, ব্যাটারিটি শীতল হলে চার্জিং প্রক্রিয়াটি আরও বেশি দক্ষতার সাথে কাজ করে।

চার্জ করার জন্য, ব্যাটারির তাপমাত্রা (বায়ুর তাপমাত্রা নয়) 41 এবং 113 F (5 এবং 45 C) এর মধ্যে হওয়া উচিত।

স্পষ্টতই, ব্যাটারির তাপমাত্রা আশেপাশের আশেপাশের তাপমাত্রা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই ফোনের কেস সরিয়ে চার্জ দিন, এতে ফোন গরম হবে না দ্রুত চার্জ হবে।

10. পরিবেশের দিকে খেয়াল রাখুন

প্রযুক্তির ক্ষেত্রে তাপমাত্রার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কোন ব্যাটারিই খুব বেশি গরম হতে দেওয়া উচিত নয়। এর অর্থ এই নয় যে মোবাইল চার্জ করার সময় ফ্রিজে আটকে রাখা উচিত! প্রচণ্ড ঠান্ডা লাগানোর চেয়ে তাপ এড়ানো ভালো।

আপনার ফোনটি সর্বদা একটি শীতল স্থানে চার্জ করুন। সরাসরি সূর্যের আলো বা গরম গাড়িতে চার্জ দেওয়ার জন্য এটিকে ছেড়ে যাবেন না। কোনও পোর্টেবল ব্যাটারি চার্জার ব্যবহার করে ফোন চার্জ দিলে কখনোই, আপনার পকেটে রাখবেন না। কারণ মোবাইল চার্জ দিলে এমনিতেই ফোন গরম হয়ে যায়। আপনি যদি আরও গরম জায়গায় রেখে ফোন চার্জ দেন তাহলে ফোন আরও গরম হবে। ফলে চার্জ আরও স্লোলি হবে।

তাই আপনি যদি, নিজের ব্যাটারিটি খুব গরম হওয়া থেকে এড়াতে পারেন তবে আপনার ফোনের চার্জ ফাস্ট হবে।

স্মার্টফোনের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে ব্যাটারি কারণ ব্যাটারির উপর ভিত্তি  করেই স্মার্টফোন সচল থাকে। তাই ব্যাটারির উপর আমাদের  গুরুত্ব দেয়া উচিত।


আজ এ পর্যন্তই। উপরের উল্লেখিত পদ্ধতিগুলো ব্যবহারের  করলে আপনার স্মার্টফোনের কোন ক্ষতি হবে না। বরং আপনার  স্মার্টফোনে ব্যাটারি দ্রুত চার্জ হবে। আপনার স্মার্টফোনের ব্যাটারি দ্রুত চার্জ করতে উপরের পদ্ধতিগুলো ব্যবহার করে দেখতে পারেন।আর কোনকিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।

পড়েদেখুনঃ

কৃত্রিম উপগ্রহ কাকে বলে? কৃত্রিম উপগ্রহের ব্যবহার কি কি?

10 months ago
1k

স্ক্যানার কি? Scanner কত প্রকার ও কি কি? স্ক্যানারের কাজ কী?

10 months ago
542

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Trending Now

দুরুদ শরীফ বাংলা উচ্চারণ আরবি সহ অর্থ এবং ফযিলত

1 year ago
109.4k

তাহাজ্জুদ নামাজের নিয়ম – বাংলা উচ্চারণ সহ নিয়ত, দোয়া এবং পড়ার ফজিলত

2 years ago
100.8k

৭ / সাত দিনের নাম (বাংলা + ইংরেজি + আরবি)

1 year ago
66.6k

পদ কাকে বলে? পদ কত প্রকার ও কি কি?

2 years ago
46.6k

বল কাকে বলে? বল কত প্রকার ও কি কি?

2 years ago
38.1k

ধ্বনি কাকে বলে? ধ্বনি, স্বরধ্বনি,ও ব্যঞ্জনধ্বনির প্রকারভেদ

2 years ago
32.9k
  • Disclaimer
  • Contact Us
  • Privacy Policy

© 2022 No Problem

  • Login
No Result
View All Result
  • Home
  • একাডেমিক
    • বিজ্ঞান
    • বাংলা
    • আইসিটি (ICT)
    • ইঞ্জিনিয়ারিং
    • গণিত
    • জীববিজ্ঞান
    • পদার্থবিজ্ঞান
    • রসায়ন
  • লাইফ স্টাইল
  • প্রযুক্তি
  • Other Sites
    • English Site
    • QNA Site

© 2022 No Problem

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In