তায়াম্মুম কি ?
তায়াম্মুম শব্দের অর্থ ইচ্ছা করা ,সংকল্প করা। পরিভাষায়-পানি পাওয়া না গেলে বা কোন কারণে পানি ব্যবহারে অক্ষম হলে পবিত্র মাটি দ্বারা শরীয়তসম্মত পন্থায় পবিত্রতা অর্জন করাকে তায়াম্মুম বলে। পবিত্র মাটি অথবা মাটি জাতীয় বস্তু যেমন-বালু ,পাথর ,সুরকি ,মাটির পাত্র ইত্যাদি দ্বারা তায়াম্মুম করা জায়েয।
তায়াম্মুমের ফরজ
তায়াম্মুমের ফরজ ৩ টি ।যথা-
- নিয়ত করা।
- উভয় হাত পবিত্র মাটিতে মেরে তা দিয়ে মুখমণ্ডল মাসেহ করা ।
- উভয় হাত পবিত্র মাটিতে মেরে তা দিয়ে উভয় হাত কনুইসহ মাসেহ করা।
তায়াম্মুম ভঙ্গের কারণ
তায়াম্মুম ভঙ্গের কারণগুলো হলো-
- যে সকল কারণে ওযু নষ্ট হয়, সে সকল কারণে তায়াম্মুমও নষ্ট হয়।
- যে সকল কারণে গোসল ওয়াযিব হয় ,সে সকল কারণে তায়াম্মুমও নষ্ট হয়।
- পানি না পাওয়ার কারণে যদি তায়াম্মুম করা হয়ে থাকে তবে পানি পাওয়া মাত্রই তায়াম্মুম নষ্ট হয়ে যাবে।
- কোন ওমর বা রোগের কারণে তায়াম্মুম করলে ,পানি ব্যবহারের ক্ষমতা ফিরে আসা মাত্রই তায়াম্মুম নষ্ট হয়ে যাবে।
- সালাতরত অবস্থায় যদি পানি পাওয়ার সংবাদ আসে এবং নতুন করে অজু করে সালাত আদায় করার সময় বাকি থাকে ,তবে তায়াম্মুম ভঙ্গ হবে ।কিন্তু ঈদ ও জানাযার সালাত শুরু করলে পানি পাওয়া গেলেও তায়াম্মুম নষ্ট হবে না।
আল্লাহ্ রাব্বুল আলামিন তোমার সদিচ্ছা পূর্ন করুন এবং জ্ঞাণের ভাান্ডার বরকতময় করুন ।