Homeএকাডেমিকআইসিটি (ICT)ডিজিটাল টেলিফোন কি? ডিজিটাল টেলিফোনের সুবিধা

ডিজিটাল টেলিফোন কি? ডিজিটাল টেলিফোনের সুবিধা

আধুনিক সব সুবিধা নিয়ে যে টেলিফোন তৈরি করা হয় তাকে ডিজিটাল টেলিফোন বলে।আর ডিজিটাল টেলিফোন থেকে সব সুবিধা পেতে হলে টেলিফোনের নেটওয়ার্কও ডিজিটাল হতে হয়। বর্তমানে অধিকাংশ ল্যান্ড ফোনের নেটওয়ার্ক ডিজিটাল সিস্টেমের এ কারণে এ সেবা গ্রহণের জন্য ব্যবহৃত ফোনগুলোও ডিজিটাল হয়ে থাকে।

ডিজিটাল টেলিফোন নেটওয়ার্কের একটি সাফল্যের ধারা হলো PSTN. এর পূর্ণ রূপ হলো – Public Switched Telephone Network. আর ডিজিটাল টেলিফোন নেটওয়ার্কের মাধ্যমে বর্তমানে একই ফোন লাইনে ভয়েস কলের পাশাপাশি ডাটাও পাঠানো যায়। এছাড়াও ব্রডব্যান্ড ইন্টারনেট, ভিওআইপি, এসএমএস ইত্যাদি সেবা পাওয়া যায।

আরও পড়ুন – ইন্টারনেট কি? ইন্টারনেট কীভাবে কাজ করে?

ডিজিটাল টেলিফোনের সুবিধা

ডিজিটাল টেলিফোন এর কয়েকটি সুবিধা হল –

  • কর্মদক্ষতার দিক থেকে ডিজিটাল টেলিফোন এনালগ ফোনের চেয়েও অনেক এগিয়ে।
  • বাটনে চেপেই ফোন নম্বরে এন্ট্রি করা যায়।
  • নিরাপত্তা ও প্রাইভেসির সুবিধা রয়েছে।
  • খরচ কম।
  • আন্তর্জাতিক ও ওয়াই এরিয়ার রোমিং সুবিধা বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments