টেলিমেডিসিন কি? টেলিমেডিসিনের সুবিধা

আজ আমরা টেলিমিডিসিন নিয়ে জানার চেষ্টা করব। টেলিমেডিসিন কি? টেলিমেডিসিনের সুবিধা সমূহ জানব।

টেলিমেডিসিন কি

বর্তমানে মোবাইল ফোন এবং ইন্টারনেটের ব্যাপক প্রচলন এর ফলে চিকিৎসা ক্ষেত্রেও এ প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পৃথিবীর যে কোনো স্থানে অবস্থান করেও টেলিফোন এবং ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চিকিৎসা সেবা নেওয়া সম্ভব হচ্ছে।অর্থাৎ তথ্য প্রযুক্তির সাহায্যে রোগীকে চাক্ষুষ না দেখেও ঔষধ দেওয়ার ব্যবস্থায় হলো টেলিমেডিসিন। এ সেবার মাধ্যমে বিভিন্ন অঞ্চলে অবস্থানরত ডাক্তারদের মধ্যে মতবিনিময়, চিকিৎসা শিক্ষা আদান- প্রদান, রোগীর চিকিৎসা সেবার তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ করা যায়।

আরও পড়ুন – ভিডিও কনফারেন্সিং কি? ভিডিও কনফারেন্সিং এর সুবিধা

টেলিমেডিসিন এর সুবিধা

টেলিমেডিসিনের কয়েকটি সুবিধা হল –

  • ডাক্তারের চেম্বার বা হাসপাতালে না গিয়ে ঘরে বসেই সেবা পাওয়া যায়।
  • দ্রুত চিকিৎসা সেবা পাওয়া যায়।
  • খরচ কম।
  • ডাক্তাররা অন্য অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারে।
  • বিদেশে না গিয়েও বিদেশী ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করা যায়
  • সহজে রোগ বিশ্লেষণ করা যায়
  • রোগীদের তথ্য সংরক্ষণ করা যায় ইত্যাদি।

2 thoughts on “টেলিমেডিসিন কি? টেলিমেডিসিনের সুবিধা”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *