Homeএকাডেমিকআইসিটি (ICT)টেলিকনফারেন্সিং কি?টেলিকনফারেন্সিং এর সুবিধা

টেলিকনফারেন্সিং কি?টেলিকনফারেন্সিং এর সুবিধা

টেলি যোগাযোগের মাধ্যমে সভা করার প্রক্রিয়ায় হচ্ছে টেলিকনফারেন্সিং । টেলিফোন সংযোগ ব্যবহার করে কম্পিউটার অডিও মডেম ও ভিডিও যন্ত্রের সাহায্যে পৃথিবীর যেকোন জায়গা থেকে কোন সভায় অংশগ্রহণ করার পদ্ধতিই হলো টেলিকনফারেন্সিং।

পড়ুন –

অর্থাৎ, এর মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে সভা অনুষ্ঠান করে কার্যবিবরণী জানা, মতামত, রিপোর্ট পেস করা, যেকোনো সিদ্ধান্ত নেওয়া ইত্যাদি কাজ করা যায়। এ পদ্ধতিকেই টেলিকনফারেন্সিং বলে।

আরও পড়ুন –

মরি টারফ ১৯৭৫ সালে এ পদ্ধতির উদ্ভাবন করেন।মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য প্রেসিডেন্ট নিক্সনের আমলে প্রশাসকদের মধ্যে টেলিকনফারেন্স ব্যবস্থা প্রবর্তিত হয়।

টেলিকনফারেন্সিং এর সুবিধা

টেলিকনফারেন্সিং এর কয়েকটি সুবিধা হলো –

  • পৃথিবীর যেকোন জায়গা থেকে মিটিং এ অংশগ্রহণ করা যায়।
  • বাসায় বসেও মিটিং করা যায়।
  • পাবলিক কনফারেন্স সকলের জন্য উন্মুক্ত।
  • ব্যবসা বাণিজ্যে বেশি ব্যবহৃত হয়।
  • কোন জায়গায় যেয়ে মিটিং বা সভা করার ঝামেলা থাকে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments