টুইটার থেকে টাকা ইনকামের A টু Z.

 

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে টুইটার অন্যতম। সারা বিশ্বের কোটি-কোটি মানুষ টুইটার ব্যবহার করে। এমন কোন দেশ পাওয়া কষ্টকর, যে দেশের একজন মানুষও টুইটার ব্যবহার করে না। তাহলে বুঝায় যাচ্ছে বিনোদন, ব্যবসা বা টাকা ইনকামের জন্য টুইটার একটি বেস্ট প্লাটফর্ম। টুইটারে যেহেতু কোটি-কোটি মানুষের আনাগোনা, তাই এখানে কাজেরও শেষ নাই। আপনি যে কাজটা ভাল পারেন, তার মাধ্যমেই টুইটার থেকে ইনকাম করতে পারবেন লাক্ষ লাক্ষ টাকা। টুইটারের ব্যবহার ব্যক্তি বিশেষে আলাদা। কেউ বিনোদনের জন্য, কেউ আপডেট নিউজের জন্য, কেউ ব্যবসায়িক উদ্দেশ্যে আবার কেউ বা ইনকামের উদ্দেশ্যে টুইটার ব্যবহার করে।

তো, আমরা আজকে আলোচনা করবো কিভাবে টুইটার ব্যবহার করে টাকা ইনকাম করা যায়। তাহলে, চলুন ধাপে ধাপে আগানো যাক,,,,,!!!! প্রথমেই দেখে নেওয়া যাক, ইনকামের জন্য আপনি টুইটারে কি কি কাজ করতে পারবেন। তারপর আমরা দেখবো কিভাবে শুরু করলে একজন নতুন ইনকামারের জন্য ভাল হয় এবং কিভাবে টাকা ইনকাম হয়।

১. ফলোয়ার সংগ্রহ করা

টুইটারে অনেক ছোট-বড় ব্যবসায়ী রয়েছে। তাদের পণ্যগুলো বিক্রির জন্য অনেক সময় তাদের ফলোয়ার বাড়াতে হয়। তাছাড়া আরো অনেক কারণে অনেকে টুইটারে ফলোয়ার বাড়ান। তো, আপনি তাদের চাহিদা অনুযায়ী (বয়স, দেশ, জাত বা এলাকা) ফলোয়ার সংগ্রহ করে দিবেন। ফলে আপনি একটা ভাল এমাউন্টের টাকা ইনকাম করতে পারবেন। এ ধরনের কাজ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে প্রচুর রয়েছে।

২. একাউন্ট তৈরি করা ও ম্যানেজ করা

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে টুইটার একাউন্ট তৈরি এবং ম্যানেজ করার প্রচুর কাজ পাওয়া যায়। কাজটা আপনার কাছে তেমন কিছু মনে না হলেও, একবার ফ্রিল্যান্সিং সাইটগুলোতে ঘুরে দেখুন এমন ছোট-ছোট কত কাজ পাওয়া যায়।

৩. রিটুইট (retweet) করা

টুইটারে retweet করে টাকা ইনকামের বড় একটা সুযোগ রয়েছে। আপনার মনে প্রশ্ন আসতে পারে শুধু retweet করে কিভাবে টাকা ইনকাম করা যায়? ধরুন, একজন বিক্রেতা তার কোন একটি পণ্য বিক্রির জন্য টুইটারে twit করলো। এখন আপনার যদি কোন পপুলার টুইটার একাউন্ট থাকে, তাহলে আপনি ঐ twit টি retweet করে আরো কত বেশি মানুষের কাছে তা পৌছে দিতে পারছেন। ফলে বিক্রেতার বিক্রি অনেক গুণ বেড়ে যাবে। আর আপনি পেয়ে যাবেন একটা বড় এমাউন্টের টাকা। তবে retweet এর কাজ করতে হলে আপনার অবশ্যই অনেক ফলোয়ার আছে এমন একটি টুইটার একাউন্ট লাগবে।

৪. Background Image তৈরি করা

টুইটারে জনপ্রিয় কাজগুলোর মধ্যে এটি অন্যতম একটি কাজ। সাধারণত বিভিন্ন ছোট-বড় কোম্পানি বা সেলিব্রিটিরা তাদের ছবির জন্য background ইমেজ তৈরি করতে চান। আপনি যদি ভাল background ইমেজ তৈরি করতে পারেন, তাহলে এটা আপনার জন্য বেস্ট সুযোগ।

কীভাবে শুরু করবেন?

টুইটারে ইনকাম করা সহজ কিন্তু আপনাকে অবশ্যই একটু সময় এবং ধৈর্য্য নিয়ে আগাতে হবে। তাই, টুইটারে ইনকাম করতে চাইলে শুরুটা করতে হবে আপনাকে পরিকল্পনা অনুযায়ী। আপনি যদি একাউন্ট তৈরি করা বা ইমেইজ তৈরি করার দুইটার যেকোন একটা কাজ করতে চান তাহলে একটা একাউন্ট খুলে তাতে আপনি প্রতিনিয়ত আপনার কাজের দক্ষতার প্রমাণ হিসেবে আপনি কোন কাজটা কেমন পারেন তার টুইট করুন। আপনার টুইটার একাউন্টে কেউ ঢুকলেই যেন বুঝতে পারে আপনি তাকে এই কাজটি ভাল ভাবে করে দিতে পারবেন। তাহলে আপনার উপর তার বিশ্বাস আসবে এবং আপনি সহজেই অনেক কাজ পেয়ে যাবেন। আবার আপনি যদি ফলোয়ার সংগ্রহ করা বা retweet করার মতো কোনটি করতে চান, তাহলে শুরুতেই আপনি ১০ টার মতো টুইটার একাউন্ট তৈরি করে নিবেন। এই ১০ টা একাউন্টের প্রত্যেকটিতে যদি ১০০০ করে ফলোয়ারও হয়, তাও আপনার ১০,০০০ ফলোয়ার হয়ে যাবে। এবার আপনি যেকোন retweet করে অনেক লোকের কাছে পৌছাতে পারবনে। অন্যদিকে আপনার যেহেতু ১০,০০০ ফলোয়ার আছে, তাই আপনার ফলোয়ার সংগ্রহও হয়ে গেল। এবার আপনি এই ১০,০০০ ফলোয়ার কাজে লাগিয়ে ইনকাম করে নিতে পারবেন হাজার হাজার টাকা। তবে retweet বা ফলোয়ার সংগ্রহের ক্ষেত্রে আপনার ফলোয়ার যত বেশি হবে আপনার ইনকাম ও তত বেশি হবে।

কি পরিমাণ টাকা ইনকাম করা যায়?

টুইটারে এমন সব সহজ কাজের মাধ্যমেই আপনি একটা ভাল পরিমাণ ইনকাম করতে পারবেন। সাধারণত প্রতিটি retweet এর জন্য ৩-৪ টাকা থেকে শুরু করে ৮-১০ টাকা পর্যন্ত পাওয়া যায়। তবে আপনার ফলোয়ার বেশি হলে এই ইনকাম হাজার পেরিয়ে লাক্ষ পর্যন্ত যেতে পারে। তাছাড়া একাউন্ট খুলে দেওয়া বা একাউন্ট ম্যানেজ করেও বেশ টাকা ইনকাম করা যায়। তারপর background image তৈরি করার ইনকাম রেটও বেশ ভালো। এগুলোর ইনকাম মূলত নির্ভর করে আপনি কোন ব্যক্তি বা কোম্পানির ইমেইজ তৈরি করছেন এবং আপনি কত ভাল ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করতে পারেন।

কোথায় কাজগুলো পাওয়া যায়?

প্রধানত আপনি টুইটারে এমন অসংখ্য কাজ পাবেন বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোতে। টুইটারের কাজ পাওয়ার মতো জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট গুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো-

তাছাড়া, আপনি টুইটারের মাধ্যমেই এমন অনেক কাজ পেতে পারেন। তার জন্য আপনাকে অবশ্যই টুইটারে অনেক একটিভ থাকতে হবে। কারণ, প্রথম-প্রথম কেউ আপনার কাছে এসে আপনাকে কাজ দিবে না কিন্তু যখন আপনি এসব কাজে দক্ষ হয়ে যাবেন তখন কাজ পাওয়ার জন্য আপনাকে আর এতো প্যারা নিতে হবে না। তাই, সঠিক সময়ে, সঠিক সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে যান, সফলতা আসবেই। ব্লগটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *