মোবাইলে ফেসবুক সেটিংস ব্যবহার করা যত সহজ জিমেইলের সেটিংস ব্যবহার তত সহজ নয়। জিমেইল পাসওয়ার্ডটি আপনার কাছে দুর্বল মনে হলে বা অন্য কেউ জেনে গেলে তখন তা চেঞ্জ করার প্রয়োজন হয়। কিন্তু দুঃখের বিষয় হলো অনেকেই জানে না কিভাবে জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়! তাই জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় কীভাবে তা নিয়ে আজ আমি আলোচনা করব।
জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করব কীভাবে?
gmail পাসওয়ার্ড চেঞ্জ করতে নিম্নের ধাপগুলি অনুসরণ করুন –
ধাপ – ০১
প্রথমে আপনার জিমেইল আইডি লগইন করুন। এবার হোম পেইজ থেকে আপনার ছবি বা নামের উপর ক্লিক করুন।
ধাপ – ০২
ছবি বা নামের উপর ক্লিক করার পর নতুন একটি পেইজ ওপেন হবে। সেখান থেকে Manage your Google Account এ ক্লিক করুন।
ধাপ – ০৩
এ ধাপে নতুন একটি পেইজ ওপেন হবে। সেখান থেকে Security তে ক্লিক করুন।
ধাপ – ০৪
এবার নিচের ছবির মতো Password লিখাতে ক্লিক করুন।
ধাপ – ০৫
এবার আপনার ফোনের জিমেইল পাসওয়ার্ডটি দিয়ে Next এ ক্লিক করুন।
ধাপ – ০৬
এ ধাপে প্রথম আপনার New Password টি দিন তারপর পুনরায় সে পাসওয়ার্ডটি Confirm new passward এ দিয়ে Change password এ ক্লিক করুন। ক্লিক করার পর আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে।
ধাপ – ০৭
এবার আপনার নতুন পাসওয়ার্ড দিয়ে পুনরায় আপনার জিমেইল আইডি লগইন করুন। ব্যাস হয়ে গেল।
আরও পড়ুন – জিমেইল একাউন্ট / জিমেইল আইডি খুলবো কিভাবে?
ত আজ এখানেই শেষ করছি। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।