জিমেইল একাউন্ট / জিমেইল আইডি কিভাবে খুলবো?

বর্তমানে সর্বত্রই জিমেইল একাউন্ট বা আইডির প্রয়োজন হয় । ওয়েবসাইট খুলা থেকে শুরু করে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম যেমন- ফেসবুক (Facebook), ইউটিউব (Youtube), টুইটার (Twitter), ইন্সট্রাগ্রাম (Instagram) , পিনটারেস্ট (Pinterest) ইত্যাদি খুলতে জিমেইল একাউন্ট বা জিমেইল আইডির প্রয়োজন। মূলত অনলাইনে কাজ করতে হলে আপনার অবশ্যই একটি ই-মেইল আইডি থাকতেই হবে। আসুন তাহলে প্রথমে নেই জিমেইল আসলে কি?

জিমেইল কী?

জিমেইল একাউন্ট বা জিমেইল আইডি খুলবেন কীভাবে?

মোবাইল দিয়ে জিমেইল একাউন্ট খুলবেন কীভাবে?

  • জিমেইল আইডি খুলতে হলে জিমেইল অ্যাপ প্রয়োজন।আপনার যদি জিমেইল অ্যাপটি না থাকে বা এখনও জিমেইল অ্যাপটি ডাউনলোড না করে থাকেন তবে আপনার ফোনের অ্যাপ স্টোর (আইফোন) বা গুগল প্লে স্টোর (অ্যান্ড্রয়েড) থেকে ডাউনলোড করে নিন।
  • জিমেইল অ্যাপটি Open করুন। আপনার ফোনের অ্যাপ স্টোরে গেলেই দেখতে পাবেন লাল রঙের M এর মতো।
  • জিমেইল অ্যাপ Open করার পর উপরের বামপাশের থ্রি ডট মেনুতে ট্যাপ করে Settings এ যান।
  •  “Add Account” লেখায় প্রবেশ করুন।
  • অনেকগুলো ই-মেইল প্রোভাইডারের নাম দেখতে পাবেন। জিমেইল চালু করতে “Google” এ ট্যাপ করুন।
  • “create account” এ আলতো চাপুন এবং Next এ যান।
  • আপনি যদি পার্সোনাল একাউন্ট খুলতে চান তবে “For Myself” অপশনটি সিলেক্ট করে Next এ চাপুন।

  • পরের পেইজের “First name” অপশনে আপনার নামের ১ম অংশ এবং “Last name” অপশনে নামের ২য় অংশ দিয়ে ‘Next’ করে দিন।

  • এরপর আপনার জন্মতারিখ লিখুন এবং Gender পুরুষ হলে Male এবং মহিলা হলে Female সিলেক্ট করে ‘Next’ এ চাপুন।
  • এবার একটি ইউনিক জিমেইল ইউজার নেম সিলেক্ট করে Next এ যান। যেটি আপনার মেইল ঠিকানার ১ম অংশে থাকবে। যেমন – আপনার ইউজার নেম যদি হয় isratreya07 , তাহলে জিমেইল এড্রেস হবে [email protected]
  • এবার জিমেইল আইডির পাসওয়ার্ড দিয়ে Next এ চাপুন। পাসওয়ার্ডটি অবশ্যই শক্তিশালী এবং সর্বনিম্ন ৮ সংখ্যার হতে হবে।
  • এবার ফোন নাম্বার এড করার অপশন আসবে। আপনি চাইলে ফোন নাম্বার এড করতেও পারেন আবার নাও করতে পারেন। তবে আমার পরামর্শ হলো নাম্বার এড করে নিবেন। যা জিমেইল পাসওয়ার্ড রিকভারি করতে কাজে দিবে।
  • আপনার ফোন নম্বর ভেরিফাই করুন. প্রমোট করা হলে, ভেরিফাই এ ট্যাপ করুন।তারপরে গুগল থেকে টেক্সট মেসেজ ওপেন করুন। ৬ ডিজিটের কোডটি রিভিউ করে “Enter code” এ কোডটি টাইপ করুন এবং Next টি আলতো চাপুন।পূর্ববর্তী ধাপে আপনি যদি স্কিপটি ট্যাপ করেন তবে এই পদক্ষেপটি এড়িয়ে যান।
  • নীচে স্ক্রোল করুন এবং “I AGREE” এ আলতো চাপুন।
  • “Next” ট্যাপ করুন। এটি আপনার নতুন জিমেইল ইনবক্স খুলবে।

ডেস্কটপ/কম্পিউটারে জিমেইল আইডি খুলবেন কীভাবে?

ধাপ ১ঃ জিমেইল ওপেন করুন

ধাপ ২ঃ একাউন্ট তৈরি

  • এবার নতুন পেইজের “First Name” অপশনে আপনার নামের প্রথম অংশ এবং “Last Name” অপশনে আপনার নামের শেষ অংশ লিখুন।
  • তারপর একটি Gmail ইউজার নেইম তৈরি করুন। “Username” টেক্সট বক্সে, আপনি নিজের ই-মেইল ঠিকানাটির জন্য যে ব্যবহারকারীর নামটি ব্যবহার করতে চান তা টাইপ করুন। যেমন- isratreya07 এই (নামটি অবশ্যই ইউনিক হতে হবে) নামটি যা “@ gmail.com” এর আগে থাকবে।
  • এরপর পেইজের নিচের অংশে “Password” বক্সে আপনার ইচ্ছেমতো শক্তিশালী পাসওয়ার্ড টাইপ করুন। “Confirm password” বক্সে পুনরায় পাসওয়ার্ডটি টাইপ করুন। পাসওয়ার্ডটি অবশ্যই ৮ ডিজিটের হতে হবে। এরপর Next বাটনে ক্লিক করুন।

ধাপ ৩ঃ ফোন নম্বর ভেরিফিকেশন

ধাপ ৪ঃ রিকোভারি ইনফোরমেশন


1 thought on “জিমেইল একাউন্ট / জিমেইল আইডি কিভাবে খুলবো?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *