চোখ মনের কথা বলে এটা কী আসলেই? শুধু মনের কথা না এটি বলার পাশাপাশি আপনার শারীরিক অবস্থা সম্পর্কেও কিন্তু চোখ বলে দেয়। সুন্দর চোখ চেহারার সৌন্দর্য অনেকগুণ বাড়িয়ে দেয়।কিন্তু নানা কারণেই চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল পড়ে চোখের সৌন্দর্য নষ্ট করে দেয়। তাই খুব সহজেই যাতে চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল দূর করতে পারেন তার জন্যই এ লিখা। চলুন তাহলে এ সম্পর্কে জেনে নেই।
চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল পড়ে কেন?
চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল পড়ার কারণ –
- ভিটামিন বি-৬ সমৃদ্ধ খাবারের অভাব
- নিয়মিত দুশ্চিন্তা
- একটানা অনেক সময় ধরে মোবাইল বা কম্পিউটারে তাকিয়ে থাকা
- জীবনযাত্রার অনিয়ম
- ঘুমের অভাব
- মানসিক চাপ
- চোখ শুকিয়ে যাওয়া ইত্যাদি কারণে চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল হয়।
প্রাকৃতিক উপায়ে চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল দূর করা যায়। তাহলে আর দেরি না করে চলুন জেনে নেই ঘরোয়া উপায়ে কিভাবে চোখের নিচের দাগ দূর করবেন –
ঘরোয়া মিশ্রণের প্রস্তুত প্রণালী ও ব্যবহার
ঠান্ডা টি ব্যাগ
ঠান্ডা টি ব্যাগ দিয়ে চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল দূর করা যায়। এজন্য সবুজ বা কালো টি ব্যাগ ঠান্ডা করে নিন। এরপর আপনার চোখের উপর ঠান্ডা টি ব্যাগটি রাখুন। ১০/১৫ মিনিট পরে সরিয়ে ফেলুন। এভাবে দিনে ২/৩ বার নিয়মিত করুন। রাতে শোবার আগে করলে ভালো ফল পাবেন।
পড়ুন – ব্রণ ও ব্রণের দাগ দূর করার উপায় [১৩ টি কার্যকরী উপায়]
শসা
দুইটি কটন বল শশার রসের ভিতর ডুবিয়ে রেখে এরপর চোখের উপর মিনিমাম 10 /15 মিনিট রাখুন। এভাবে নিয়মিত চোখের উপর লাগাতে পারলে কিছু উপকার পাবেন।
অথবা, তাজা শশা স্লাইস করে কেটে ফ্রিজে আধ ঘন্টা রেখে ঠান্ডা করুন। মিনিমাম ১০ মিনিট চোখের উপর রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে দিনে ২/৩ বার করতে পারেন।
কাঁচা আলু
কাঁচা আলু ফ্রিজে রেখে ঠাণ্ডা করে ব্লেন্ডার দিয়ে পেস্ট তৈরি করে নিন। এরপর চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেলের ওপর পেস্ট মেখে 15 /20 রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। আলু পেস্ট করতে অসুবিধা হলে শসার মতো স্লাইস করে কেটে চোখের উপর দিতে পারেন ।
গোলাপ জল
ছোট পরিষ্কার কাপড়ের টুকরা কয়েক মিনিট গোলাপ জলে ভিজিয়ে রাখুন। পুরোটা ভিজে গেলে চোখ বন্ধ করে চোখের কালো দাগ বা ডার্ক সার্কেল এর নিচে 10/15 মিনিট রেখে দিন। এভাবে প্রতিদিন দিনে একবার করে দিলে 10 /15 দিনের মধ্যেই চোখের স্বাভাবিক রং ফিরে পাবেন।
কাজু বাদাম
কাজুবাদাম বেটে দুধের সাথে মিশিয়ে পেস্টের মতো তৈরি করে চোখের কালো দাগের চারপাশে লাগালে কিছুটা উপকার পাবেন। তাছাড়া চোখের চারপাশে বাদাম তেল দিয়ে মালিশ করলেও উপকার পাবেন।
টমেটো
চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল দূর করতে টমেটো অনেক কার্যকরী ভূমিকা পালন করে।1 চা-চামচ টমেটোর রসের সাথে 1 চা চামচ লেবুর রস মিশিয়ে চোখের নিচে লাগিয়ে 10 মিনিট পর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। দিনে অন্তত দুইবার এই প্যাক লাগাতে হবে।
দুধ
প্রতিদিন ঠান্ডা দুধ ব্যবহার করলে চোখের নিচের কালো দাগ দূর করা সম্ভব। কটন বল ঠান্ডা দুধে ভিজিয়ে ১০/১৫ মিনিট চোখের উপর রাখুন এরপর সরিয়ে ফেলুন। পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে প্রতিদিন করলে চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল দূর হবে।
কমলা
কমলার রসের সাথে দুই ফোঁটা গ্লিসারিন মিশিয়ে পেস্ট করে চোখের নিচে লাগান। এ টিপস কালো দাগ বা ডার্ক সার্কেল দূর করার পাশাপাশি ত্বককে আরও উজ্জ্বল করে তোলে।
বাদাম তেল
প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখের চারপাশে বাদাম তেল ম্যাসাজ করলে চোখের কালো দাগ বা ডার্ক সার্কেল দূর হওয়ার পাশাপাশি চোখের চামড়া টানটান হবে।
তাহলে আজ এখানেই থাকলো। আপনি যদি উপরের টিপসগুলো অনুসরণ করুন তাহলে খুব সহজেই চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল দূর করতে পারবেন।