কালো চুল কে না পছন্দ করে? তবে বয়সের আগেই যদি চুল সাদা হওয়া শুরু করে তাহলে কেমন লাগে বলুন? ছেলেদের তুলনায় মেয়েদের ক্ষেত্রে এটা খুব বিড়ম্বনার। বর্তমান জীবনের অন্যতম একটি সমস্যা হচ্ছে এই চুল পাকা।
আর এই পাকা চুলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অনেকেই চুলে অনেক কিছু দিয়ে থাকে। একটা সময় চুল আসবে যখন চুল সাদা হবেই। তবে ২০ – ৪০ বয়সের মধ্যে যদি হয় তখন একটি চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তাই আপনাদের সুবিধার্থে আজকের এই আর্টিকেলে ঘরোয়া উপায়ে পাকা চুল কালো করার ৭ টি টিপস সম্পর্কে আলোচনা করব।
চুল পাকার কারণ
চুল কালো করার আগে জেনে নেওয়া উচিত কি কারণে চুল পাকে। তবে চুলের রং নির্ভর করে মেলানিনের উপর। বয়স বৃদ্ধির সাথে সাথে চুলের ফেলিকেলসে মেলানিন তৈরীর ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে। তাই ধীরে ধীরে চুল সাদা ধূসর হতে থাকে। তবে কম বয়সে চুল পাকার বিভিন্ন কারণ রয়েছে। সেগুলো হলো –
- জেনেটিক্স বা প্রজনন
- হরমোন
- শারীরিক সমস্যা
- মেলানিনের অভাব
- মানসিক চাপ
- ভিটামিন বি১২ অভাব
- থাইরয়েড সমস্যা
- অতিরিক্ত স্মোকিং ইত্যাদি।
তবে চুল যে কারণেই সাদা হোক সকলেই চেষ্টা করে কিভাবে কালো করা যায়। ঘরোয়া কিছু টিপস অনুসরন করলে চুল কালো করা সম্ভব। তাই আজ আমি এমন পাঁচটি টিপস সম্পর্কে আলোচনা করবো যা আপনার পাকা চুল কালো করতে সাহায্য করবে।
চুল কালো করার 5 টি টিপস
চুল কালো করার ৭ টি টিপস হলো –
- আমলকি ও মেথি প্যাক
- পেঁয়াজের রস
- আলুর খোসা
- নারকেল তেল ও লেবুর রস
- মেহেদী ও কফির পেস্ট
- কারিপাতা
- মেথি
আমলকি ও মেথি প্যাক
আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে । আর মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ও পুষ্টি।ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট একসাথে মিলে চুল পাকা রোধ করতে সাহায্য করে। এছাড়াও চুলের গোড়া মজবুত করতে ও চুলকে হেলদি করতে সাহায্য করে।
প্রয়োজনীয় উপকরণ
- ৬/৭ টুকরো আমলকি
- 1 টেবিল চামচ মেথি
- 3 টেবিল চামচ তেল (অলিভ অয়েল বা নারকেল তেল)
কিভাবে তৈরি ও ব্যবহার করবেন?
- প্রথমে একটি পাত্রে চুলায় তেল গরম করুন
- তেল ভালোভাবে গরম হয়ে গেলে এতে আমলকি দিয়ে নাড়ুন
- কিছুক্ষণ পর মেথি গুঁড়া দিয়ে দিন
- সবগুলো উপাদান একসাথে মিশে গেলে নামিয়ে ফেলুন
- এরপর তেল ঠান্ডা হলে একটি বোতল বা জারে তেল সংরক্ষণ করুন।
- সপ্তাহে 3 / 4 দিন রাতে তেল ভালভাবে মাথায় মালিশ করুন। সারারাত মাথায় রাখতে চেষ্টা করবেন।
- পরের দিন সকালে ভালো করে শ্যাম্পু করে ফেলুন।
পেঁয়াজের রস
চুল পড়া সমস্যা ও পাকা চুল কালো করতে পেঁয়াজের অবদান অনেক। চলুন তাহলে জেনে নেই –
প্রয়োজনীয় উপকরণ
- ১ টি মাঝারি সাইজের পিঁয়াজ
- ১ চা চামচ অলিভ অয়েল তেল
- পাতলা কাপড় বা ন্যাপকিন
কিভাবে তৈরি ও ব্যবহার করবেন?
- প্রথমে পেঁয়াজ ভালো করে টুকরো করে কেটে নিন
- এরপর ১ চামচ অলিভ অয়েল তেলের সাথে পেঁয়াজের টুকরো ভালো করে মাখিয়ে রেখে দিন
- পরে পাতলা কাপড়ের মধ্যে মিশ্রণটি রেখে ভালো করে চিপে রস করে নিন।
- এরপর মিশ্রণটি চুলে লাগিয়ে আধ ঘন্টা রেখে দিন।
- পরে শ্যাম্পু ও কন্ডিশার দিয়ে চুল ভালো করে ধুয়ে নিন
- এভাবে সপ্তাহে ২ / ৩ দিন ব্যবহার করুন।
আলুর খোসা
চুল কালো করতে আলু একটি কার্যকরী উপাদান। আলুর খোসাতে স্টার্চ থাকে যা চুলের রঙিন রঞ্জক ধরে রাখে এবং চুলকে সাদা হওয়া থেকে রোধ করে।
প্রয়োজনীয় উপকরণ
- আলুর খোসা ৫/৬ টি
- ২ কাপ পানি
কিভাবে তৈরি ও ব্যবহার করবেন ?
- প্রথমে একটি পাত্রে ২ কাপ পানির সাথে আলুর খোসাগুলো দিয়ে দিন
- পানি না ফুটা পর্যন্ত অপেক্ষা করুন
- জ্বাল হয়ে গেলে মিশ্রণটি নামিয়ে ফেলুন
- চুল শ্যাম্পু করার পর আলুর খোসার পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন
নারকেল তেল ও লেবুর রস
চুলের যত্নে নারকেল তেলের তুলনা হয়না। এটি চুলের গ্রোথ বৃদ্ধি করে এবং চুলের গোড়ায় পুষ্টি যোগায়। লেবুতে আছে ভিটামিন সি। নিয়মিত এই প্যাক ব্যবহার করার ফলে চুল পাকা অনেকটা কমে যাবে।
Read More: চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল দূর করার ঘরোয়া উপায়
প্রয়োজনীয় উপকরণ
- লেবুর রস – ৩ চা চামচ
- পরিমাণমতো নারকেল তেল
কিভাবে তৈরি ও ব্যবহার করবেন ?
- প্রথমে নারকেল তেলের (চুল অনুযায়ী পরিমাণমতো) সাথে 3 চা চামচ লেবুর রস মিশিয়ে নিন
- এরপর এটি মাথার তালু সহ সম্পূর্ণ চুলে ব্যবহার করুন
- চুলে লাগিয়ে 1 / 2 ঘন্টা রেখে দিন
- এরপর শ্যাম্পূ করে ফেলুন
- এ প্যাকটি সপ্তাহে ১ / ২ বার ব্যবহার করতে পারেন
মেহেদী ও কফির পেস্ট
চুলের জন্য অনেক ভালো এটি উপকরণ মেহেদী। প্রাকৃতিকভাবে মেহেদী চুলকে লাল করে। কফিতে রয়েছে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট যা চুলকে মজবুত ও শাইনি করে।
প্রয়োজনীয় উপকরণ
- মেহেদীর পেস্ট
- কফি ১ টেবিল চামচ
কিভাবে তৈরি ও ব্যবহার করবেন ?
- প্রথমে ফুটন্ত পানিতে 1 টেবিল-চামচ কফির গুঁড়া মিশিয়ে নিন।
- জ্বাল হয়ে গেলে নামিয়ে ফেলুন
- প্যাকটি ঘন্টাখানেক রেখে চুলে ব্যবহার করে ১ ঘন্টা রাখুন
- এরপর শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন
কারিপাতা
কারি পাতা তে আছে ফলিক অ্যাসিড, বেটা-ক্যারোটিন, প্রোটিন, আয়রন সহ আরো অনেক ভিটামিন। যা চুল কালো করতে সহায়তা করে।
প্রয়োজনীয় উপকরণ
- ১ মুঠো কারিপাতা
- নারকেল তেল – ১ টেবিল চামচ
কিভাবে তৈরি ও ব্যবহার করবেন ?
- প্রথমে1 টেবিল চামচ নারকেল তেলের মধ্যে এক মুঠো কারিপাতা দিয়ে জ্বাল দিন
- জ্বাল হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন
- এরপর এই তেলটি চুলে ম্যাসাজ করে ৩০/৪৫ মিনিট অপেক্ষা করুন
- এরপর শ্যাম্পু করে ফেলুন
মেথি
মেথিতে রয়েছে প্রোটিন, ভিটামিন বি, স্যাপোনিনস যা চুল পড়া রোধ করে।
প্রয়োজনীয় উপকরণ
- মেথি – ২ টেবিল চামচ
- পানি – ৩/৪ কাপ
কিভাবে তৈরি ও ব্যবহার করবেন ?
- প্রথমে 2 টেবিল চামচ মেথি একটি কাপে সারারাত ভিজিয়ে রাখুন
- সকালে মেথি ব্লেন্ডার দিয়ে পেস্ট করে নিন
- তারপর এই পেস্টটি সম্পূর্ণ চুলে ব্যবহার করুন
- ৪০/৫০ মিনিট রেখে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন
- সপ্তাহে 1 / 2 বার ব্যবহার করতে পারেন।
সারকথা
তাহলে আজ এখানেই থাকলো। এগুলো নিয়মিত ব্যবহার করলে চুল পাকা রোধ হবে এবং চুলের গোড়া শক্ত হবে ও চুল কালো হবে।
আরও পড়ুন – ব্রণ ও ব্রণের দাগ দূর করার উপায় [১৩ টি কার্যকরী উপায়]
Nice ?
Valo laglo pore