গ্রিটিং কার্ড বানানোর সহজ উপায়?

আজ আপনার কোন বন্ধু বা পরিবারের কোন সদস্যের জন্মদিন !!! কিন্তু আপনি ভুলে গেছেন!!! কোন গিফট কেনেননি? তাই বলে কি আপনি খালি হাতে প্রিয় মানুষটিকে জন্মদিনের উইশ করবেন? না। কারণ আপনি চাইলেই খুব সহজেই অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলতে পারেন গ্রিটিং কার্ড / বার্থডে কার্ড।

গ্রিটিং কার্ড বানাতে কি কি লাগে?

গ্রিটিং কার্ড বানাতে যা যা লাগবে তা হলঃ

  • আর্ট পেপার
  • কালার পেপার
  • রঙিন কলম / পেন্সিল
  • চাকু বা কেঁচি
  • গ্লু বা আঠা ইত্যাদি

এবার গ্রিটিং কার্ড বানাতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন –

ধাপ ১

  • প্রথমে আপনার পছন্দ অনুযায়ী একটি রঙিন আর্ট বা অফসেট পেপার নিন।
  • পেপারটি মাঝখান দিয়ে ভাজ করে কার্ডের আকার দিন।
  • লক্ষ রাখবেন পেপারটির সাইডে যাতে সমানভাবে কাটা থাকে।

ধাপ ২

  • কিছু রঙিন সাইন পেন নিন।
  • আপনার ইচ্ছে অনুযায়ী যেকোন ফন্ট স্টাইলে কার্ডের সামনে লিখে ফেলুন শুভ জন্মদিন বা HAPPY BIRTHDAY.
  • খেয়াল রাখবেন যাতে ভুল না হয়।

ধাপ ৩

  • এবার কার্ডটি খুলুন
  • এরপর প্রথম অংশে বার্থডে কেক /কিছু বলুন ও ছোট ছোট কিছু গিফটের ছবি আপনার ইচ্ছামত বিভিন্ন রং এর সাইন পেন ব্যবহার করে আঁকুন।

ধাপ ৪

  • এবার অপর পেইজে আপনার প্রিয়জনের জন্য স্পেশাল /মজার মজার মেসেজ লিখুন।

ধাপ ৫

  • কার্ডের পিছনে কয়েকটি বড় বড় লাভ এঁকে দিন।

ধাপ ৬

  • এরপরও হাতে সময় থাকলে গ্রিডিং কার্ডের সামনে রঙিন রিবন, বিভিন্ন শেপের বোতাম ও স্ট্যাম্প লাগিয়ে গ্রিডিং কার্ডটিকে আরও আকর্ষণীয় করে তুলুন।
  • তাছাড়াও কার্ডে লেখার ক্ষেত্রে বা কারুকাজে গ্লিটার পেন/ গ্লিটার গ্লু ব্যবহার করতে পারেন।ব্যাস হয়ে গেল।

এভাবে আপনি যেকোন উপলক্ষে খুব কম সময়ে সহজে তৈরি করে ফেলতে পারেন গ্রিটিং কার্ড। আজ এখানেই থাকলো। আর্টিকেলটি পড়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আরও পড়ুন –

বিটকয়েন (Bitcoin) কি? বিটকয়েন (Bitcoin) কীভাবে কাজ করে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *