বর্তমানে প্রায় সব ফোনেই গুগল প্লে স্টোর রয়েছে। কিন্তু তারপরও আমাদের অনেক সময় Google Play Store ডাউনলোড করার প্রয়োজন হয়। আপনারা যদি কেউ চাইনিজ ফোন কিনে থাকেন তাহলে সেখানে দেখবেন যে ডিফল্ট গুগল প্লে স্টোর থাকে না।
তখন আপনাকে আলাদাভাবে প্লে স্টোর ডাউনলোড করে নিতে হবে। এতেও মাঝে মধ্যে আবার Error দেখা যায়। তাহলে আর দেরি না করে চলুন জেনে নেই Google Play Store ডাউনলোড, ইনস্টল এবং Error Fix করবেন কীভাবে?
পড়ুন – ভিডমেট অ্যাপ (VidMate App) ডাউনলোড করব কিভাবে?
গুগল প্লে স্টোর ডাউনলোড করব কীভাবে?
গুগল প্লে স্টোর ডাউনলোড করা এখন একদম সহজ। আপনি নিচের ধাপগুলো অনুসরণ করে খুব সহজেই Google Play Store ডাউনলোড করতে পারবেন।
ধাপ – ০১
প্রথমে আপনি নিচের লিঙ্কে ক্লিক করুন।
ধাপ – ০২
এবার একটি নতুন পেইজ দেখতে পাবেন। পেইজটি একটু নিচে স্ক্রল করে DOWNLOD APK 22.58 MB এ ক্লিক করুন।
ধাপ – ০৩
এবার আপনি নিচের ছবির মত মেসেজ দেখতে পাবেন। সেটি Ok করে দিন।
ধাপ – ০৪
এ ধাপে ডাউনলোড অপশন আসবে। আপনি Download লিখাতে প্রেস করলেই অ্যাপটি ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি ইনস্টল করুন।
নোটঃ যাদের ফোনে অ্যাপটি ইনস্টল করতে সমস্যা হবে তারা নিম্নের ধাপগুলি অনুসরণ করুন।
ধাপ – ০৫
প্রথমে আপনার ফোনের Setting এ প্রবেশ করুন। এরপর App / App Manager এ যান। অর্থাৎ , Setting > App/ App Manager.
ধাপ – ০৬
আপনি যে ব্রাউজার দিয়ে অ্যাপটি ডাউনলোড করবেন তা সিলেক্ট করুন। ধরুন আপনি Google Chrome / Uc Browser দিয়ে প্লে স্টোরটি ডাউনলোড দিবেন তাহলে আপনি Setting > App >Google Chrome / Uc Browser টি বের করে Open করুন।
ধাপ – ০৭
এবার স্ক্রল করে নিচে নামুন এবং আপনি Install Unknown Apps নামে একটি অপশন খুঁজে পাবেন। এটিকে Open করে Allow করে দিন।
ধাপ – ০৮
এবার Google Play Storeটি খুব সহজেই ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। ব্যাস হয়ে গেল।
পড়ুন – ইউটিউব (YouTube) ডাউনলোড করব কীভাবে?
গুগল প্লে স্টোর Error Fix:
গুগল প্লে স্টোর অ্যাপটি Error Fix দেখালে নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ – ০১.
Setting এ গিয়ে উপরের মত করে Google Play Store অ্যাপটি খুঁজে বের করুন। অর্থাৎ, Setting > App > Google Play Store
ধাপ – ০২.
এবার অ্যাপটিতে প্রবেশ করে Clear Data / Clear Cache করে দিন। ব্যাস হয়ে গেল। এরপরও যদি কাজ না করে তাহলে নিম্নের লিঙ্কে ক্লিক করে গুগল প্লে স্টোরের অন্য ভার্সন ডাউনলোড করে ইনস্টল করুন।
আরও পড়ুন – ফেসবুক এপস / ফেসবুক লাইট ডাউনলোড করব কীভাবে?
আজ এখানেই থাকলো। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।