আজকে আমাদের এই আর্টিকেলের ভিতরে আপনাদের সাথে আমি গুগল ট্রান্সলেটর কি? এবং গুগল ট্রান্সলেটর দিয়ে বাংলা থেকে ইংরেজীতে অনুবাদ করার উপায় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। গুগল ট্রান্সলেটর এমন একটি সার্ভিস যা ব্যবহার করে আমরা যেকোনো ভাষাকে অন্য যেকোনো ভাষাতে ট্রান্সলেট করতে পারি।
বর্তমান সময়ে আপনারা ইচ্ছা করলেই কিন্তু যে কোন ভাষা অনুবাদ করার জন্য বিভিন্ন সফটওয়্যার বা ওয়েবসাইট পেয়ে যাবেন খুব সহজেই। কিন্তু Google এর যে সার্ভিস আছে সেটা বলতে গেলে একটু আলাদা। অন্য সার্ভিস ব্যাবহার করলে মানে আপনারা যদি কোন সফটওয়্যার বা ওয়েবসাইট থেকে এক ভাষা থেকে অন্য ভাষাতে নিয়ে থাকেন , তাহলে কোন কোন সময়ে দেখা যাবে যে সেই সফটওয়্যার ভুল তথ্য দিচ্ছে। কিন্তু আপনারা যদি গুগলের সার্ভিস ব্যাবহার করেন তাহলে কিন্তু আপনারা একদম সঠিক উত্তর পাবেন।
আর আপনারা যদি ইংলিশে কাঁচা হয়ে থাকেন মানে আপনাদের যদি ইংলিশ বুজতে সমস্যা হয়ে থাকে ,কিন্তু বাংলা ভাল পারেন, তাহলে আপনাদের যখন ইংলিশ দরকার হবে তখন কিন্তু বাংলা দিয়ে কাজ হবে না। আপনারা কিন্তু Google Translator ব্যাবহার করে খুব সহজেই বাংলা লিখে সেটাকে ইংলিশে Translate করে নিতে পারবেন।
তাই আমাদের আজকের এই আর্টিকেলে আমরা Google Translator নিয়েই A TO Z আলোচনা করব। আশা করি যে , আমাদের আজকের এই আর্টিকেলটি পড়লে Google translator নিয়ে আপনাদের কোন সমস্যা থাকবে না। সকল বিষয়গুলো নিয়ে আজকে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব।
আজকে আমি আপনাদের সাথে গুগলের এমন একটি সার্ভিস সম্পর্কে আলোচনা করব যে, সার্ভিসটিকে ব্যাবহার করে আপনারা পৃথিবীর যে কোন ভাষা অন্য ভাষাতে Translate করে নিতে পারবেন। আপনি যদি বাংলা থেকে হিন্দি করতে চান তাহলে সেটা ও করতে পারবেন। আবার যদি আপনারা ইংলিশ থেকে বাংলা করতে চান কিংবা বাংলা থেকে ইংলিশ করতে চান তাহলে সেটাও করতে পারবেন। এক কথায় যদি বলি, তাহলে আপনারা যে কোন ভাষাকেই এক Language থেকে অন্য Language করে নিতে পারবেন কয়েক মিনিটের ভিতরেই।
১. গুগল ট্রান্সলেটর কি?
আপনারা যদি উপরের লেখাগুলোকে ভাল করে পড়ে থাকেন তাহলে আশা করি, আপনারা গুগল ট্রান্সলেট কি এই বিষয়টা আরও আগেই বুঝে গেছেন। গুগল অনুবাদ গুগল এর এমন ১টি ফ্রি সার্ভিস যেটাকে ব্যবহার করে আপনারা খুব সহজে যে কোনো দেশের ভাষার শব্দ অথবা বাক্য যে কোনো ভাষাতে অনুবাদ করে নিতে পারবেন।
আরও পড়ুনঃ গুগল ম্যাপ কি ? গুগল ম্যাপ এর ব্যবহার
আপনাদেরকে ১টা উদাহরণ দিয়ে বুঝালে আশা করি, বিষয়টা আরও ভালভাবে বুঝতে পারবেন।
বাংলা বাক্য হল – তুমি কি করছো? আপনারা যদি গুগল গুগল ট্রান্সলেটর এর ভিতরে গিয়ে এই লেখাটি লিখে সার্চ করেন তাহলে কিন্তু গুগল ট্রান্সলেটর আপনাদের অন্য পাশে এর ইংলিশ দেখিয়ে দিবে যে, what are you doing? মূলত গুগল ট্রান্সলেটর কিন্তু এইভাবেই কাজ করে থাকে।
২. গুগল ট্রান্সলেটর কীভাবে ব্যবহার করবেন?
আপনাদের কাছে যে কোন ডিভাইস থাকুন না কেন সেটা হতে পারে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন কিংবা ট্যাবলেট যাই হোক আপনাদের কাছে কোন ডিভাইস আছে সেটা বড় কথা না। এসব ডিভাইস দিয়ে আপনারা ৩ ভাবে ট্রান্সলেট করতে পারবেন। যথা-
- গুগলের ওয়েবসাইট ব্যবহার করে
- গুগল সার্চের মাধ্যমে
- মোবাইলে গুগল ট্রান্সলেট অ্যাপ ব্যবহার করে
গুগল ট্রান্সলেটর দিয়ে বাংলা থেকে ইংরেজীতে অনুবাদ করার উপায়
গুগল অনুবাদ ওয়েবসাইট ব্যবহার করে ট্রান্সলেট
Step: 01
আপনাদেরকে প্রথমে Google Translate এর ওয়েবসাইট এর ভিতরে ভিজিট করতে হবে।
এরপর আপনারা উপরের ছবির মতো ২ টা বক্স দেখতে পারবেন।
Step: 02
এখন আপনাদেরকে যে কাজটি করা লাগবে তা হলো আপনারা বাম দিকে একটি বাক্সের উপরে আইকন (>) দেখতে পারবেন, সেখানে ক্লিক করে আপনাদেরকে নিজের মূল Language select করে নেওয়া লাগবে। অর্থাৎ, আপনারা যদি বাংলা Language দিয়ে লিখতে চান তাহলে আপনাদেরকে বাংলা সিলেক্ট করে নিতে হবে।
তারপর একইভাবে আপনাদের ডান দিকের আইকনে (>) ক্লিক করে যে ভাষাতে Translate করে নিতে চান সেই ভাষা সিলেক্ট করে নিতে হবে। আপনারা যদি English Language এ Translate করে নিতে চান তাহলে ইংলিশ সিলেক্ট করে নেওয়া লাগবে।
এখন আপনাদের এখানের কাজ শেষ তারপরে আপনাদেরকে যে কাজটি করা লাগবে সেটা হল –
এখন আপনারা বাম পাশে যে ভাষাতে লিখতে চান মানে বাংলা ভাষাতে লিখবেন আর তারপর দেখতে পাবেন যে ডান পাশে Automatick ভাবে আপনাদের লেখা ইংলিশে Translate হয়ে যাচ্ছে। এক কথায় যদি বলি তাহলে আপনারা বাম পাশে যেটা বাংলাতে লিখবেন সেটাই দেখতে পারবেন যে, ডান পাশে নিজে থেকেই ইংলিশ ভাষাতে হয়ে যাচ্ছে।
আপনাদেরকে শুধু একটা কাজ ভাল ভাবে করা লাগবে আর সেটা হল আপনাদেরকে ভাল ভাবে বাংলাটা লিখতে হবে তাহলেই ইংলিশ লেখা হয়ে যাবে নিজে থেকেই।
গুগল সার্চের মাধ্যমে ট্রান্সলেট
আপনারা যদি google translator ওয়েবসাইটের ভিতরে না গিয়ে শুধু google.com এ গিয়ে google translator লিখে সার্চ করেন তাহলেও কিন্তু হবে। উপরে আমি যেভাবে আপনাদের সাথে বলেছি ঠিক সেভাবেই আপনাদেরকে করা লাগবে। আগের মত করে বাম পাশে বাংলা লিখতে হবে আর ডান পাশে ইংলিশ সিলেক্ট করে নেওয়া লাগবে।
এক কথায় যদি বলি তাহলে আপনারা যদি হিন্দি ভাষা থেকে আরবি করতে চান বা আরবি ভাষা থেকে ইংলিশ করতে চান বা ইংলিশ ভাষাকে আরবি করতে চান তাহলে আপনাদের বাম পাশে ইংলিশ লেখা লাগবে তাহলে ডান পাশে নিজে থেকেই আরবি লেখা হয়ে যাবে।
কিন্তু আপনাদেরকে ২ পাশে আগে থেকেই ভাষা সিলেক্ট করে নিতে হবে। মানে আপনারা কোন ভাষা থেকে কোন ভাষাতে নিতে চান সেটা আপনাদেরকে সবার আগে সিলেক্ট করে দেওয়া লাগবে। বাম পাশে যে ভাষা লিখবেন সেটা দিবেন আর ডান পাশে দিবেন আপনারা কোন ভাষাতে Translate করতে চান।
মোবাইল বা স্মার্টফোন থেকে Google Translate কিভাবে ব্যবহার করবেন?
আপনারা যদি স্মার্ট ফোন বা Android Phone Use করে থাকেন তাহলে আপনারা Google Translate অ্যাপটি Play store এ পেয়ে যাবেন।
আর এই কাজটি করার জন্য সবার আগে আপনাদেরকে প্লে ষ্টোর এর ভিতরে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করে নিতে হবে। ,যদি লগইন করা থাকে তাহলে আর করা লাগবে না। প্লে ষ্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন Google Translate. তাহলেই এই অ্যাপটি আপনারা পেয়ে যাবেন।
এই অ্যাপটিকে ব্যাবহার করে কিন্তু আপনারা যে কোন দেশের ভাষা Translate করে নিতে পারবেন । মনে করুন যে , আপনি বাহিরের দেশে ঘুরতে গিয়েছেন বা বিজনেস এর কাজের জন্য বা আপনার আপনজনের ভিতরে কেউ অসুস্থ হয়ে গিয়েছে আর তাকে আপনি বিদেশে ডাক্তার দেখাতে নিয়ে যাবেন। এ অবস্থায় আপনারা যদি এখন সেই দেশের ভাষা না জানেন তাহলে কিন্তু আপনাদেরকে সমস্যার ভিতরে পড়া লাগবে। তবে চিন্তার কিছু নেই। আপনারা কিন্তু আপনাদের মোবাইল ফোন বা স্মার্টফোনের ভিতরে থাকা Google translator অ্যাপটিকে দিয়ে যে কোন দেশের ভাষা translate করে নিতে পারবেন। তাহলে বুঝতে পারছেন তো এই অ্যাপটি কতটা উপকারি আপনাদের জন্য।
আমাদের শেষ কথা
আমি আশা করি , আজকের এই আর্টিকেলের ভিতরে আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম মানে গুগল ট্রান্সলেটর কি?গুগল ট্রান্সলেটর দিয়ে বাংলা থেকে ইংরেজীতে অনুবাদ করার উপায় এ নিয়ে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি।
এরপর থেকে Google translate ইউজ করে কীভাবে এক ভাষা থেকে অন্য ভাষাতে নেয় সেই বিষয় নিয়ে আর চিন্তা করা লাগবে না। আমাদের আজকের এই আর্টিকেলটি কেমন লেগেছে আপনাদের কাছে সেটা আমাদেরকে জানাবেন।
আর আমাদের এই লেখাটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর্টিকেলের ভিতরে কোন কিছু বুঝতে সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব।
আরও পড়ুনঃ গুগল কি? গুগলের জনক ও প্রতিষ্ঠাতা কে ও কত সালে আবিষ্কার হয়?