Homeবিজ্ঞানপদার্থবিজ্ঞানকুলম্ব কি? কুলম্বের সূত্রের বিস্তারিত ব্যাখ্যা

কুলম্ব কি? কুলম্বের সূত্রের বিস্তারিত ব্যাখ্যা

আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কুলম্ব নিয়ে। আর্টিকেল টিতে থাকছে কুলম্বের সংজ্ঞা, কুলম্বের সূত্র এবং কুলম্বের সূত্রের ব্যাখ্যা।

কুলম্ব হচ্ছে বৈদ্যুতিক আধান বা চার্জের একক। কুলম্ব কে ইংরেজি C অক্ষর দ্বারা প্রকাশ করা। বিজ্ঞানী চার্লস অগাস্টিন কুলম্ব এর নাম অনুসারে আধান বা চার্জের এককের নাম কুলম্ব দেওয়া হয়েছে।

কুলম্ব কাকে বলে?

কোন পরিবাহীর মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড ধরে চালানো হয় তবে এর যেকোন প্রস্থচ্ছেদ দিয়ে যে পরিমাণ আধান বা চার্জ প্রবাহিত হবে তাকে 1 কুলম্ব বলে।

উপরের সংজ্ঞা থেকে বলা যায়, 1C = 1A × 1s

সুতরাং 5 কুলম্ব আধান বা চার্জ বলতে আমরা বুঝি, কোন পরিবাহীর মধ্য দিয়ে এক অ্যাম্পিয়ার প্রবাহ 5 সেকেন্ড ধরে চললে এর যেকোনো প্রস্থচ্ছেদ দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তা 5 কুলম্ব

আধান বা চার্জ বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই পড়ুনঃ আধান বা চার্জ কাকে বলে? আধানের একক এবং প্রকারভেদ

কুলম্বের সূত্র

প্রথম সূত্র: সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে

দ্বিতীয় সূত্র: কোন নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের এর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক, চার্জদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল চার্জদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে।

কুলম্বের সূত্রের ব্যাখ্যা

কুলম্বের সূত্র হতে পাই, কোন নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের এর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক, চার্জদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল চার্জদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে।

ব্যাখ্যা:

কুলম্বের সূত্র

ধরি, গোলকের A ও B বিন্দুতে অবস্থানরত দুটি চার্জের পরিমাণ যথাক্রমে q1 ও q2 এবং এদের মধ্যবর্তী দূরত্ব r.

এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বিকর্ষণ বলকে কুলম্ব বল বলে। এই বলের মান কে যদি F ধরা হয় তবে,

কুলম্বের সূত্র অনুসারে:
f \propto \frac{q_{1}q_{2}}{d^{2}}
বা, f = K\frac{q_{1}q_{2}}{d^{2}}

এখানে K একটি সমানুপাতিক ধ্রুবক। ধ্রুবকটির মান রাশিগুলোর একক এবং আধানদ্বয়ের মুধ্যবর্তী মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। এ ধ্রুবককে কুলম্ব ধ্রুবক বলা হয়।

3 COMMENTS

  1. দুটি চার্জ বা আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক কেনো? এটা তো দূরত্বের ঘন কিংবা অন্য যেকোনো মুলের ব্যস্তানুপাতিক হতে পারত? কিন্তু সেটা না হয়ে বর্গের ব্যস্তানুপাতিক হুলো কেন? প্লিজ আনসার মি?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments