কম্পিউটার বা ল্যাপটপ সামান্য পুরনো হলেই গতি কমে যায়।গতি কমে গেলে কাজ স্লো হয়ে যায়। আর কাজের সময় স্লো কাজ করলে সেটা অনেক বিরক্তিকর লাগে। মোটকথা কম্পিউটার বা ল্যাপটপের গতি কমে গেলে সেটা সবার জন্যই বিরক্তিকর হয়ে দাঁড়ায়।
সমস্যা হলো ফোনের মতো বার বার কম্পিউটার বা ল্যাপটপ পাল্টানো যায় না। তবে নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল কয়েক মাস খুব ভালো চলে তারপর আবার আগের মতো হয়ে যায়। তাই বারবার অপারেটিং সিস্টেম ইনস্টল করা ভালো কোন সমাধান নয়।
তাই সবসময় অপারেটিং সিস্টেম হালনাগাদ করার পাশাপাশি আপনি যদি কিছু কৌশল মেনে চলেন তাহলে কম্পিউটার বা ল্যাপটপের গতি বৃদ্ধিতে কাজে দেয়। তাই জেনে নিন কম্পিউটার বা ল্যাপটপের গতি বাড়ানোর কয়েকটি টিপস।
কম্পিউটার বা ল্যাপটপের গতি কমার কারণ
কম্পিউটার বা ল্যাপটপের গতি কমার কয়েকটি কারণ হলো –
- কম RAM
- এন্টি ভাইরাস প্রোগ্রামের কারণে
- টেম্পোরারি ফাইলের জন্য
- স্টার্ট আপে বেশি প্রোগ্রাম থাকলে
- বেশি ফন্টের কারণে
- কম ক্যাশমেমোরির কারণে
- ভার্চুয়াল মেমোরি কম থাকলে
কম্পিউটার বা ল্যাপটপের গতি বাড়ানোর ৭ টি টিপস
কম্পিউটার বা ল্যাপটপের গতি বাড়ানোর ৭ টি টিপস হলো –
- পারর্ফমেন্স বুস্টার সফটওয়্যার
- Uninstall
- Start Up প্রসেস
- ডিস্ক খালি করা
- SSD ইনস্টল করা
- ভাইরাস চেক করা
- টিপস এবং নোটিফিকেশন অফ করা
পারর্ফমেন্স বুস্টার সফটওয়্যার
বর্তমানে অনলাইনে অনেক থার্ড পার্টি সফটওয়্যার আছে। যেগুলো কম্পিউটার বা ল্যাপটপের গতি বৃদ্ধিতে সাহায্য করে এবং বিভিন্ন জঞ্জাল সাফ করে। এসব অনেক সফটওয়্যারের আড়ালে থাকতে পারে ম্যালওয়্যার।
আপনি চাইলে আপনার কম্পিউটার বা ল্যাপটপের জন্য আইলো সিস্টেম মেকানিক সফটওয়্যারটি নামাতে পারেন। এটি ভালো পারর্ফমেন্স দেয়। এটি কিনতে ৪০ ডলার খরচ হবে।
Uninstall
কম্পিউটার বা ল্যাপটপে অতিরিক্ত অ্যাপ ইনস্টল করা থাকলে সেগুলো অনেক জায়গা দখল করে রাখে। এতে পিসি ওপেন হতে অনেক সময় লাগে। RAM এর উপরেও অতিরিক্ত চাপ পড়ে।তাই অপ্রয়োজনীয় অ্যাপগুলো আনইনস্টল করতে হবে। একারণে –
- প্রথমে Windows logo Start Button এ রাইট ক্লিক করুন।
- এরপর Apps and Features এ ক্লিক করুন
- সেখানে ক্লিক করার পর আনইনস্টল অ্যাপের লিস্ট পাওয়া যাবে।
- তারপর অ্যাপের নামের উপর ক্লিক করুন। সেখানে ক্লিক করার ফলে Uninstall অপশন দেখতে পাবেন। ওখানে ক্লিক করে Uninstall করুন।
Start Up প্রসেস
পিসি স্টার্ট করা মাত্রই অনেক প্রোগ্রাম অন হয়ে যায়। এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ করতে টাস্ক ম্যানেজার অন করতে হবে। টাস্ক ম্যানেজার অন করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন –
- Ctrl + Shift + Esc চাপলে প্রোগ্রামটি অন হবে
- এরপর Startup Column এ ক্লিক করুন
- এখানে থাকা প্রোগ্রাম লিস্টের উপর Right ক্লিক করুন। রাইট ক্লিক করার পর Disabled অপশন আসবে।
- এরপর Disabled এ ক্লিক করুন। ব্যাস হয়ে গেল। আপনার পিসি অন করলে আর প্রোগ্রামটি দেখাবে না।
ডিস্ক খালি করা
আমাদের কম্পিউটার বা ল্যাপটপ ডিস্ক এ অনেক অপ্রয়োজনীয় ফাইল, অফলাইন ওয়েবপেইজ ও ইনস্টলার ফাইল থাকে। এগুলো ডিলিট করলে গতি বাড়বে।
এগুলো ডিলিট করতে প্রথমে Start Menu তে যান। সেখান থেকে Disk Cleanup এ ক্লিক করুন। ব্যাস হয়ে গেল। আর এই প্রোগ্রামের মাধ্যমে আপনার কম্পিউটার বা ল্যাপটপে থাকা ৪ টি ড্রাইভ থেকেই অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করা যাবে।
SSD ইনস্টল করা
Solid State Drive কম্পিউটার বা ল্যাপটপে কানেক্ট করলে পিসির গতি অনেক বেড়ে যায়। তাই পুরোনো পিসির গতি বাড়াতে অনেকেই আলাদাভাবে SSD কার্ড কিনে থাকে।
আপনার কম্পিউটার বা ল্যাপটপে যদি SSD কার্ড যুক্ত করা থাকে তাহলে Adobe Photoshop এর মতো সফটওয়্যারও দ্রুত গতিতে লোড হয়। SSD কার্ডের দাম ধারণক্ষমতা অনুযায়ী আলাদা আলাদা হয়ে থাকে।
ভাইরাস চেক করা
উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত কম্পিউটার বা ল্যাপটপে ম্যালওয়্যার ঠেকাতে built-in ডিফেন্ডার থাকে। তাছাড়া third-party অ্যাপ ব্যবহার করেও জানা যায় ভাইরাস আছে কিনা।
তেমনি একটি third-party অ্যাপ হল ম্যালওয়্যারবিটস অ্যান্টি-ম্যালওয়্যার। এটি সম্পুর্ন ফ্রি। অর্থাৎ এটি ফ্রিতেই এন্টি-ম্যালওয়্যার প্রটেকশন দেয়।
টিপস এবং নোটিফিকেশন অফ করা
কম্পিউটার বা ল্যাপটপে অসংখ্য অ্যাপ ইন্সটল করে মানেই অসংখ্য নোটিফিকেশন পাওয়া। এগুলো অফ করতে হবে। এগুলো অফ করতে –
- প্রথমে Settings এ ক্লিক করুন
- এরপর সার্চ বারে গিয়ে Choose which apps show notification লিখে টাইপ করুন।
- এবার আপনি স্ক্রল করে দেখতে পাবেন কোন অ্যাপগুলো থেকে নোটিফিকেশন পাঠায়।
- নোটিফিকেশন অফ করতে অ্যাপের পাশে থাকা Toggle বাটনটি অফ করুন। ব্যাস হয়ে গেল। এতে যখন তখন আর নোটিফিকেশন আসবে না।
তাহলে আজ এখানেই থাকলো। আপনি যদি উপরের পদ্ধতিগুলো অনুসরণ করেন তাহলে আপনার ল্যাপটপ বা কম্পিউটারের গতি বৃদ্ধি পাবে। আর আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন।