No Problem
  • Home
  • একাডেমিক
    • বিজ্ঞান
    • বাংলা
    • আইসিটি (ICT)
    • ইঞ্জিনিয়ারিং
    • গণিত
    • জীববিজ্ঞান
    • পদার্থবিজ্ঞান
    • রসায়ন
  • লাইফ স্টাইল
  • প্রযুক্তি
  • Other Sites
    • English Site
    • QNA Site
  • Login
No Result
View All Result
No Problem
No Result
View All Result
  • একাডেমিক
  • ➡
  • বিজ্ঞান
  • আইসিটি (ICT)
  • বাংলা ব্যাকরণ
  • ইসলাম
  • ইঞ্জিনিয়ারিং
  • প্রযুক্তি
  • ➡
  • অনলাইনে আয়
  • প্রযুক্তি বিষয়ক তথ্য
  • লাইফ স্টাইল
Home Uncategorized

কম্পিউটারে টাইপিং স্পিড দ্রুত করার ৯ টি টিপস?

Israt Jahan by Israt Jahan
in Uncategorized
0
37
SHARES
1.8k
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রযুক্তির এ যুগে ছোট-বড় প্রায় সবাই ল্যাপটপ / কম্পিউটার নিয়ে ব্যস্থ। সবাইকেই কম্পিউটার বা ল্যাপটপে কাজ করতে হয়। বর্তমানে যেকোনো অফিসেরই প্রায় সব কাজ অনলাইন এবং কম্পিউটারের মাধ্যমে করতে হয়।এমতাবস্থায় , যদি আপনার কম্পিউটারে টাইপিং স্পিড ভালো না হয়, তবে হয়ত আপনি অনেক ভালো জব নাও পেতে পারেন। তাহলে বুঝতেই পারছেন দ্রুত টাইপিং স্পিডের গুরুত্ব কতটুকু।

টাইপিং স্পিড

তাই আপনি যত দ্রুত টাইপিং করতে পারবেন, তত সহজেই টাইপিং এর সাথে রিলেটেড যেকোনো জব পেতে সময় কম লাগবে।

বর্তমানে প্রায় ৭০% লোকেরা কম্পিউটারে সঠিকনিয়মে টাইপিং করতে পারে না । এতে, কিবোর্ডে আপনার আঙ্গুল সঠিক ভাবে কাজ করেনা, যেকারণে দ্রুত টাইপিং করার ক্ষমতা কমে যায়।সাধারণ লোকদের কম্পিউটারে টাইপিং করার ক্ষমতা প্রতি মিনিটে মাত্র ২০/৩০ ওয়ার্ড।

তাই,কম্পিউটারে টাইপিং স্পিড কীভাবে দ্রুত করা যায় আজ আমি এ আর্টিকেলে সেটি নিয়ে আলোচনা করব। যার মাধ্যমে আপনি ১ মাসের মধ্যে খুব দ্রুত টাইপ করতে পারবেন।

কম্পিউটারে কীভাবে টাইপ স্পিড দ্রুত করবেন ?

আপনার যদি কম্পিউটারে ভালো জ্ঞান এবং দ্রুত টাইপ করার দক্ষতা থাকে, তাহলে এ দক্ষতা আপনার জীবনে ও ক্যারিয়ারে প্রতি পদে পদে কাজে আসবে।কিবোর্ড টাইপ করার সঠিক নিময় ব্যবহার করে যারা দ্রুত টাইপ করতে পারে তারা যেকোনো জবের (যেমন-Corporate office, Bank office বা Government job ইত্যাদি) ক্ষেত্রে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকবে।

তাই জব খুঁজার আগে দেরি না করে, কীবোর্ড টাইপিং এর সঠিক নিয়ম এবং কীভাবে দ্রুত টাইপিং করবেন এ বিষয়গুলো শিখে রাখুন।

তাই আজ আমি টাইপিং স্পিড দ্রুত করার কিছু কৌশল সম্পর্কে আলোচনা করব। এগুলো হলো-

  • টাইপিংয়ের জন্য সঠিক পজিশনে বসা
  • কিবোর্ডের লেআউট মুখস্থ করা
  • সঠিক পজিশনে আঙুল রাখা
  • শর্টকাট ব্যবহার করা
  • টাইপিং দ্রুত করার সফটওয়্যার ব্যবহার করা
  • নিয়মিত প্রেকটিস করা
  • সঠিক কীবোর্ড ব্যবহার করা
  • স্ক্রিনে দেখে টাইপ করা
  • নিজের প্রতি খেয়াল রাখুন

তাহলে আর দেরি না চলুন,এসব কৌশল/ টিপস বা টেকনিক সম্পর্কে জেনে নেই। যেগুলো ব্যবহার করে আমরা Typing Speed Improve করতে পারি।

টাইপিংয়ের জন্য সঠিক পজিশনে বসা

সঠিকভাবে টাইপিং এর জন্য বসারও কিছু অঙ্গ ভঙ্গি আছে। যা টাইপিং স্পিড দ্রুত করতে সাহায্য করে। এগুলো হলো –

টাইপিং পজিশন
  • সোজা হয়ে বসুন এবং আপনার পিছনের দিক সবসময় সোজা রাখার কথা খেয়াল রাখবেন।
  • আপনার কনুইটি ডান কোণে বাঁকান।
  • আপনার মাথাটি সামান্য সামনের দিকে কাত করে স্ক্রিনের মুখোমুখি হোন।
  • আপনার চোখ এবং স্ক্রিনের মধ্যে কমপক্ষে 45 – 70 সেমি দূরত্ব রাখুন।
  • কাঁধ, বাহু এবং কব্জির পেশীগুলি কমপক্ষে সম্ভাব্য স্ট্রেনে প্রকাশ করুন। কব্জিটি কীবোর্ডের সামনে ট্যাবলেটটপটি স্পর্শ করতে পারে। আপনার দেহের ওজনকে কব্জি থেকে বিশ্রামের মাধ্যমে কখনই স্থানান্তর করবেন না।

কিবোর্ডের লেআউট মুখস্থ করা

সকল কীবোর্ডই “QWERTY” লেআউটের। এই লেআউটের কোন জায়গায় কোন অক্ষর আছে তার A – Z মুখস্থ করে ফেলুন যাতে টাইপ করার সময় কিবোর্ডের দিকে তাকাতে না হয়।

বাংলা টাইপিং এর ক্ষেত্রে অভ্র/ বিজয়/ নিকষ যেটা দিয়ে লিখতে আপনার ভালো লাগবে সেটার লেআউট মুখস্থ করে ফেলুন। অভ্রতে টাইপ করার সময় আলাদা করে লেআউট মুখস্থ করতে হবে না কিন্তু বিজয়ে টাইপ করার জন্য আপনাকে আলাদা লেআউট মুখস্থ করে নিতে হবে।

সঠিক পজিশনে আঙুল রাখা

টাইপিং স্পিড

টাইপিং স্পিড দ্রুত করার জন্য আপনার প্রথম কাজ হচ্ছে সঠিক নিয়ম ব্যবহার করে টাইপ করা। আপনার Start Position বা Home Position অর্থাৎ কিবোর্ডের কোন জায়গায় কোন আঙুল বসাতে হবে তা শিখে নিতে হবে।

বৃদ্ধা আঙুল দুটি স্পেস বারে এবং বাম হাতের বাকি চারটি আঙুল হাতের শেষের আঙুল থেকে যথাক্রমে “A, S, D, F” রেখে ডান হাতের প্রথম চারটি আঙুল হাতের শুরুর থেকে “J, K, L, ;“বাটনে রেখে টাইপ করতে হবে।

টাইপিং স্পিড

A quick brown fox jumps over the lazy dog এই বাক্যে ইংরেজি ২৬ টি অক্ষরই আছে এটি টাইপ করার চেষ্টা করুন কারণ এটি টাইপ করতে পারলে কিবোর্ডের সব অক্ষর টাইপ করা হবে।

এ কৌশল অবলম্বন করলে আপনি কুব সহজেই বাটনগুলি খুঁজে পাবেন এবং টাইপিং স্পিড বেড়ে যাবে।

শর্টকাট ব্যবহার করা

উইন্ডোজ এবং Mac OS এর অনেক কীবোর্ড শর্টকাট রয়েছে তাতে অবাক হওয়ার কিছু নেই। যেহেতু আপনার উভয় হাত ইতিমধ্যে কীবোর্ডে রয়েছে, কেন নেভিগেট করতে মাউস ব্যবহার করে সময় ব্যয় করবেন? তাছাড়া কীবোর্ডের শর্টকাট কোড (keyboard shortcut) জানা থাকে, যেকোনো Presentation তৈরি বা লেখালেখি করার সময় আপনার অনেক সাহায্য হবে।

নীচের সাধারণ শর্টকাটগুলি বেশিরভাগ ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামগুলিতে ব্যবহৃত হয়:

ShortcutsDescriptions
Ctrl + CCopy করতে ব্যবহৃত হয়।
Ctrl + XCut করার জন্য
Ctrl + VPaste করার জন্য
Ctrl + ZUndo করতে
Ctrl + SSave করতে ব্যবহার করা হয়
Ctrl + Fওয়ার্ড Search করতে ব্যবহৃত হয়
Ctrl + AHighlight everything
Shift + Left Arrow or Right Arrowপরবর্তী letter হাইলাইট করতে ব্যবহৃত হয়
Ctrl + Shift + Left Arrow or Right Arrowপরবর্তী word হাইলাইট করার জন্য ব্যবহৃত হয়
Ctrl + Left Arrow or Right ArrowNavigate text cursor to next word without highlight
Homeলাইনের প্রথমে যাওয়ার জন্য
Endলাইনের শেষে যেতে ব্যবহৃত হয়
Page Upপেইজের উপরে যাওয়ার জন্য
Page Downপেইজের নিচে যাওয়ার জন্য

ওয়েব ব্রাউজ করার সময়ও আপনি শর্টকাট কীগুলি ব্যবহার করতে পারেন। ওয়েব ব্রাউজারগুলিতে নেভিগেট করতে আপনি ব্যবহার করতে পারেন এমন কিছু শর্টকাট রয়েছে।এগুলো হলো –

ShortcutsDescriptions
Ctrl + Tabপরবর্তী ট্যাবে স্যুইচ করতে
Ctrl + Shift + Tabপূর্ববর্তী ট্যাবে স্যুইচ
Ctrl + Tনতুন ট্যাব ওপেন করতে
Ctrl + Wবর্তমান ট্যাব ক্লোজ করতে
Ctrl + Shift + Tপূর্বতর্তী ক্লোজ ট্যাব ওপেন করতে
Ctrl + Rবর্তমান ওয়েবপেইজ রিফ্রেশ করতে
Ctrl + Nনতুন ওয়েব browser window ওপেন করতে
BackspaceGo back one page
Shift + BackspaceGo forward one page

এছাড়াও আরও সাধারণ (উইন্ডোজ) নেভিগেশনের জন্য কিছু সাধারণ কীবোর্ড শর্টকাট রয়েছে। এগুলো হলো-

ShortcutsDescriptions
Alt + TabSwitch to next opened window
Alt + Shift + TabSwitch to previous opened window
Alt + F4Close current window

এই শর্টকাট কীগুলি ব্যবহার করতে সামান্য আঙুলের প্রচুর পরিমাণ প্রয়োজন হবে। কারণ Ctrl, Alt এবং Shift এর মতো অনেকগুলি পরিবর্তনকারী কী আপনার ছোট আঙুলের নিকটে রয়েছে।

টাইপিং দ্রুত করার সফটওয়্যার ব্যবহার করা

টাইপিং স্পিড দ্রুত করতে অনলাইনে অনেক ফ্রি সফটওয়্যার ও অনলাইন টুল রয়েছে। এগুলো ব্যবহার করে আপনি আপনার টাইপিং এর স্পিড দ্রুত Improv করতে পারবেন।

এসব সফটওয়্যার বা অনলাইন টুল বিভিন্ন রকমের টাইপিং এর কাজ, test আপনাদের দিবে। তাছাড়া টাইপ করার জন্য আপনাকে নির্দিষ্ট সময় দেওয়া হবে যাতে আপনি বুঝতে পারেন কতটা দ্রুত কাজটি শেষ করতে পারছেন।

এসব Typing Work ও Test গুলি নিয়মিত ভালোভাবে Practice করলে, আপনার টাইপিং করার ক্ষমতা বাড়বে।

Online Typing Practice Tool বা Website গুলির মধ্যে সেরা টুল হচ্ছে speedtypingonline.com। এই টুল ব্যবহার করে আপনারা কিবোর্ড টাইপিং এর সঠিক নিয়ম ব্যবহার করে খুব সহজে Practice করতে পারবেন। এককথায় এসব অনলাইন টুুুলস ব্যবহার করলে টাইপিং স্পিড দ্রুত করার সব অপশন পাবেন।

ইংরেজি ও বাংলা অনলাইন টাইপিং ওয়েবসাইটগুলো আলাদা আলাদা। ইংরেজি অনলাইন টাইপিং ওয়েবসাইটগুলো হলো –

  • Typing Club
  • The Typing Cat
  • Typingmaster
  • Typing.com ইত্যাদি।

ইংরেজি অনলাইন টাইপিং ওয়েবসাইটগুলো হলো-

  • Kundefine
  • First – typing
  • Keyhero
  • 10fastfingers ইত্যাদি।

নিয়মিত প্রেকটিস করা।

নিয়মিত প্রেকটিস ছাড়া কোন কিছুতেই সফল হওয়া যায় না। তাই আপনি যদি নিজের টাইপিং স্পিড দ্রুত করতে চান তাহলে নিয়মিত বড় বড় ওয়ার্ড, বাক্য টাইপ করে প্রেকটিস করবেন। কারণ প্রেকটিস ছাড়া পৃথিবীর যত টিপসই অনুসরণ করেন না কেন সফল হতে পারবেন না।

বড় বড় ওয়ার্ড, বাক্য টাইপ করলে কিবোর্ডের কোথায় কোন বর্ণ রয়েছে সে সম্পর্কে অভিজ্ঞ হয়ে হয়ে উঠবেন,এবং টাইপ করার সময় সহজে খুঁজে পাবেন। আর যত দ্রুত বর্ণ খুঁজে পাবেন টাইপিং স্পিড তত বৃদ্ধি পাবে। তাই যতটা সম্ভব বেশি বেশি প্রেকটিস করুন।

সঠিক কীবোর্ড ব্যবহার করা

বাজারে বিভিন্ন ব্যান্ডের হাজার হাজার কিবোর্ড পাওয়া যায় । আপনার উদ্দেশ্য যদি টাইপিং স্পিড বাড়ানোর জন্য হয়ে থাকে তবে ভালো মানের কিবোর্ড ব্যবহার করতে হবে।

কিবোর্ড টাইপিং করার সময় আপনার নজর কিবোর্ডের দিকে না রেখে সবসময় কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনের দিকে রাখতে হবে৷ এতে টাইপিং স্পিড বাড়বে।

স্ক্রিনে দেখে টাইপ করা

তই দ্রুত টাইপিং এর জন্য মনিটরের স্ক্রিনের দিকে তাকিয়ে টাইপ করার অভ্যাস করুন। প্রথম অবস্থায় অনেক ভুল হবে তবুও হাল ছাড়া যাবে না।

এভাবে মনিটরের স্ক্রিনের দিকে তাকিয়ে টাইপ করার অভ্যাস করে ফেলতে পারলে আপনার টাইপিং স্পিড অবশ্যই দ্রুত হবে।

নিজের প্রতি খেয়াল রাখুন

আপনি যদি মনে করেন যে আপনি সহজেই বিভ্রান্ত হয়ে পড়েছেন এবং প্রচুর ভুল করছেন তাহলে তখন টাইপ করা বন্ধ করে দিন। পরে সতেজতা বোধ করলে আবার ফিরে আসার চেষ্টা করুন।

আরও পড়ুনঃ

এন্ড্রয়েড ফোনের স্পিড বাড়াবেন কীভাবে?

দ্রুত মোবাইল চার্জ করার কার্যকরী উপায় জেনে নিন

স্মার্টফোন কেনার আগে যে ৯ টি জিনিস অবশ্যই দেখবেন


আজ এখানেই শেষ করছি। আশা করি টাইপিং স্পিড সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি।তাই হতাশ না হয়ে আপনি যদি উপরের পদ্ধতিগুলো অবলম্বন করেন তবে ১ মাসের মধ্যেই আপনার টাইপিং স্পিড ফাস্ট হয়ে যাবে। পোস্টটি পড়ে ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।

পড়েদেখুনঃ

কিবোর্ড কি? কি বোর্ড কত প্রকার ও কি? কি-বোর্ডের বিভিন্ন অংশ

10 months ago
768

ROM এর পূর্ণরূপ কি? রম কাকে বলে? Rom কত প্রকার ও কি কি?

10 months ago
551

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Trending Now

দুরুদ শরীফ বাংলা উচ্চারণ আরবি সহ অর্থ এবং ফযিলত

1 year ago
109.2k

তাহাজ্জুদ নামাজের নিয়ম – বাংলা উচ্চারণ সহ নিয়ত, দোয়া এবং পড়ার ফজিলত

2 years ago
100.6k

৭ / সাত দিনের নাম (বাংলা + ইংরেজি + আরবি)

1 year ago
66.6k

পদ কাকে বলে? পদ কত প্রকার ও কি কি?

2 years ago
46.6k

বল কাকে বলে? বল কত প্রকার ও কি কি?

2 years ago
38.1k

ধ্বনি কাকে বলে? ধ্বনি, স্বরধ্বনি,ও ব্যঞ্জনধ্বনির প্রকারভেদ

2 years ago
32.9k
  • Disclaimer
  • Contact Us
  • Privacy Policy

© 2022 No Problem

  • Login
No Result
View All Result
  • Home
  • একাডেমিক
    • বিজ্ঞান
    • বাংলা
    • আইসিটি (ICT)
    • ইঞ্জিনিয়ারিং
    • গণিত
    • জীববিজ্ঞান
    • পদার্থবিজ্ঞান
    • রসায়ন
  • লাইফ স্টাইল
  • প্রযুক্তি
  • Other Sites
    • English Site
    • QNA Site

© 2022 No Problem

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In