আমরা সবাই কমবেশি IMEI নম্বরের কথা শুনেছি। এই আইএমইআই(IMEI) এর পূর্নরূপ হলো International Mobile Equipment Identity। এটি ফোনের একটা আইডেন্টিটি। কারণ পৃথিবীতে হাজার হাজার স্মার্টফোন তৈরি হয়ে থাকে। বাইরে থেকে সব ফোন দেখতে একইরকম লাগে। তাই প্রত্যেকটি স্মার্টফোনকে আলাদাভাবে চিহ্নিত করার জন্য প্রতিটি ফোনের একটি করে নাম্বার থাকে। আর এ নাম্বারকে বলা হয় ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি অর্থাৎ IMEI.
আর এ ফোন প্রস্তুতকারক কোম্পানির কাছে আপনার ফোনের যাবতীয় তথ্য এই আইএমইআই (IMEI) নাম্বারের মাধ্যমে সংরক্ষিত থাকে। এ কারণে আপনি যখন আপনার ফোন সার্ভিসিং এ নিয়ে যান তখন তারা আপনার ফোনটি খুলে IMEI নাম্বার চেক করে ফোনের সব ডাটা চেক করে। যেমন – ওয়ারেন্টি আছে কি না? কবে কেনা হয়েছিল ইত্যাদি ইত্যাদি। তাছাড়া কোনো কারণে আপনার ফোনটি যদি হারিয়ে যাই তখন এই IMEI নাম্বার দিয়েই খুঁজে পাওয়া সম্ভব।
অবশ্যই পড়ুন –
এন্ড্রয়েড ফোনের স্পিড বাড়াবেন কীভাবে?
IMEI নাম্বার কিভাবে দেখবেন?
অনেক উপায়ে IMEI নাম্বার দেখতে পারবেন। আপনার ফোনটি কেনার সময় যে বাক্সের মধ্যে প্যাক করা থাকে তার মধ্যেই এই IMEI নাম্বারটি দেখতে পাবেন। তবে আপনি যদি বক্সটি হারিয়ে ফেলেন তাহলে টেনশনের কিছু নেই। আপনি *#০৬# ডয়াল করলেই আপনার ফোনের IMEI নাম্বারটি দেখতে পাবেন।
আবার আপনার যদি এন্ড্রয়েড ডিভাইস থাকে তাহলে নিম্নলিখিত উপায় এ নাম্বারটা দেখতে পাবেন।
Settings > About > Phone > Status এ গিয়ে আপনার IMEI নম্বরটি দেখতে পারবেন।
অ্যাপেল ইউজাররা Settings > General > About এ গিয়ে IMEI নম্বর দেখতে পারবেন। তবে যাই হোক যেখান থেকে দেখেন না কেন অবশ্যই এই নম্বরটি নোট করে রাখবেন।
ফোনে দুটি IMEI নম্বর থাকে কেন?
আপনার মোবাইল ফোনটি যদি ডুয়াল সিম সাপোর্ট করে তাহলে দুটো সিমের জন্য আলাদা আলাদা IMEI নাম্বার থাকতে পারে। একটি সিম এর জন্য একটি IMEI নাম্বার থাকে। তবে এটি সিম কার্ড বা UICC নম্বর থেকে এটি আলাদা। আপনি আপনার ফোনে যে সিম কার্ড ভরুন না কেন এই নাম্বার একই থাকবে।
IMEI নাম্বার কী পরিবর্তন করা যায়?
আপনার ফোনটি চুরি হয়ে গেলে কেউ আপনার ফোনের IMEI নম্বর পরিবর্তন করে দিতে পারে।ফ্ল্যাশার নামক ডিভাইসের সাহায্যে চুরেরা IMEI নাম্বার পরিবর্তন করে ফেলতে পারে।
এটা একটা দন্ডনীয় অপরাধ। এই আইএমইআই নম্বরের সাহায্যে যেকোনো ফোন ট্র্যাক করা যায়। তাই কেউ এই আইনত অপরাধ করলে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়।
IMEI নাম্বার ব্লক করবেন কিভাবে?
আপনার ফোনটি হারিয়ে গেলে আপনি চাইলে আপনার ফোনের IMEI নাম্বার ব্লক করতে পারবেন। এতে করে সে ফোনটি আর কেউ ব্যবহার করতে পারবে না।
IMEI নাম্বার ব্লক করার উপায় –
- প্রথমে আপনাকে https://ceir.gov.in/Request/CeirUserBlockRequestDirect.jsp সাইটে যেতে হবে।
- এরপর এখানে আপনাকে আপনার হারিয়ে যাওয়া ফোনের মোবাইল নাম্বার, IMEI নাম্বার, ফোনের মডেল, ফোন কেনার রশিদ ইত্যাদি দিতে হবে।
- এরপর ফর্মটি সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনাকে একটি রিকোয়েস্ট আইডি দেয়া হবে।
- একবার এই রিকোয়েস্ট আইডি দিয়ে আপনার রিকুয়েস্ট স্ট্যাটাস চেক করতে পারবেন। ব্যাস কাজ শেষ।
তাহলে বন্ধুরা আজ এখানেই থাকলো। আশা করি, আর্টিকেলটি দিয়ে অল্প কিছু হলেও ধারনা দিতে পেরেছি। আর আর্টিকেলটি পড়ে ভালো লাগলে অবশ্যই পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না।