Homeবাংলাবাংলা ব্যাকরণঋ কার (ৃ) দিয়ে শব্দ গঠন

ঋ কার (ৃ) দিয়ে শব্দ গঠন

বাংলা ভাষার সপ্তম স্বরবর্ণ হলো ঋ। এর উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা।চলুন তাহলে ঋ নিয়ে বিস্তারিত এবং ঋ” কার দিয়ে শব্দ গঠন সম্পর্কে বিস্তারিত জেনে নেই। ধ্বনিবিজ্ঞান অনুসারে বাংলা ঋ এর উচ্চারণ দুভাবে হয়। এগুলো হলো –

ঋ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ঋ কার (ৃ)। ঋ কার ব্যঞ্জনবর্ণের নিচে যুক্ত হয়। যেমন – কৃষক, তৃণ, মৃদু ইত্যাদি।

“ঋ” কার(ৃ) দিয়ে শব্দ গঠন

ঋ কার(ৃ) দিয়ে কয়েকটি শব্দ গঠন ও বাক্য গঠন করা হলো –

পড়ুন – উদাহরণসহ “এ” ধ্বনি উচ্চারণের ৫ টি নিয়ম

শব্দ গঠনবাক্য গঠন
কৃষককৃষক আমাদের জন্য কষ্ট করে ফসল ফলায়।
তৃতীয়রাজিন তৃতীয় শ্রেণীতে পড়ে।
দৃঢ়নোমান ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ।
কৃষ্ণচূড়াকৃষ্ণচূড়া ফুলের রং উজ্জ্বল লাল। 
কৃপণইফাদ ভীষণ কৃপণ।
গৃহবাড়ির গৃহগুলো খুবই সরু।
বৃহৎতার বাড়িটি অনেক বৃহৎ।
পৃথিবীপৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে।
পৃথকপৃথক পৃথক জায়গায় জিনিসগুলো রাখো।
আবৃত্তিইফাদ কবিতা আবৃত্তিতে সবসময় প্রথম হয়।

আরও পড়ুন – ব্যাংক, বিসিএস ও ভর্তি পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কিছু বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ

তাহলে আজ এখানেই থাকলো। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments