বাংলা ভাষার সপ্তম স্বরবর্ণ হলো ঋ। এর উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা।চলুন তাহলে ঋ নিয়ে বিস্তারিত এবং ঋ” কার দিয়ে শব্দ গঠন সম্পর্কে বিস্তারিত জেনে নেই। ধ্বনিবিজ্ঞান অনুসারে বাংলা ঋ এর উচ্চারণ দুভাবে হয়। এগুলো হলো –
- ঋ শব্দের প্রথমে কোন বর্ণের সাথে যুক্ত না হয়ে স্বাধীনভাবে ব্যবহৃত হলে ঋ এর উচ্চারণ “রি” (ঋণ, ঋষি) এর মত হয়।
- পড়ুন – শব্দ গঠন বলতে কি বোঝ? বাংলা ভাষায় নতুন শব্দ গঠনের উপায়
- আর যদি অন্য বর্ণের সাথে ঋ উচ্চারণ হয় তাহলে ঋ এর উচ্চারণ “র ফলার” মত হয়। যেমন – হৃদয় = হ্রিদয়।
ঋ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ঋ কার (ৃ)। ঋ কার ব্যঞ্জনবর্ণের নিচে যুক্ত হয়। যেমন – কৃষক, তৃণ, মৃদু ইত্যাদি।
“ঋ” কার(ৃ) দিয়ে শব্দ গঠন
ঋ কার(ৃ) দিয়ে কয়েকটি শব্দ গঠন ও বাক্য গঠন করা হলো –
পড়ুন – উদাহরণসহ “এ” ধ্বনি উচ্চারণের ৫ টি নিয়ম
শব্দ গঠন | বাক্য গঠন |
কৃষক | কৃষক আমাদের জন্য কষ্ট করে ফসল ফলায়। |
তৃতীয় | রাজিন তৃতীয় শ্রেণীতে পড়ে। |
দৃঢ় | নোমান ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। |
কৃষ্ণচূড়া | কৃষ্ণচূড়া ফুলের রং উজ্জ্বল লাল। |
কৃপণ | ইফাদ ভীষণ কৃপণ। |
গৃহ | বাড়ির গৃহগুলো খুবই সরু। |
বৃহৎ | তার বাড়িটি অনেক বৃহৎ। |
পৃথিবী | পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। |
পৃথক | পৃথক পৃথক জায়গায় জিনিসগুলো রাখো। |
আবৃত্তি | ইফাদ কবিতা আবৃত্তিতে সবসময় প্রথম হয়। |
আরও পড়ুন – ব্যাংক, বিসিএস ও ভর্তি পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কিছু বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ
তাহলে আজ এখানেই থাকলো। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।