Homeবাংলাবাংলা ব্যাকরণউদাহরণসহ "এ" ধ্বনি উচ্চারণের ৫ টি নিয়ম

উদাহরণসহ “এ” ধ্বনি উচ্চারণের ৫ টি নিয়ম

বাংলা ভাষায় “এ” কার লিখিতরূপে একটি হলেও এর উচ্চারণরূপ দুইটি। “এ” এবং “অ্যা”। নিম্নে উদাহরণসহ “এ” ধ্বনি উচ্চারণের ৫ টি নিয়ম আলোচনা করা হলো –

নিয়ম – ০১

শব্দের আদিতে/প্রথমে/শুরুতে যদি “এ” কার থাকে এবং তারপরে “ই” “ঈ” “উ” “ঊ” “এ” “ও” “য়” “র” “ল” “শ” এবং “হ” থাকলে “এ” এর উচ্চারণ অবিকৃতভাবে উচ্চারিত হয়। যেমন –

প্রদত্ত শব্দ উচ্চারণ
একিএকি
দেখিদেখি
শেষশেষ
মেয়ে মেয়ে

পড়ুন- উদাহরণসহ “অ” ধ্বনি উচ্চারণের ৫ টি নিয়ম

নিয়ম – ০২

আদ্য “এ” এর পরে “অ” বা “আ” কার থাকলে সেই “এ” এর সাধারণত “অ্যা” রূপে উচ্চারিত হয়। যেমন –

প্রদত্ত শব্দউচ্চারণ
একঅ্যাক্
একাঅ্যাকা
তেমনত্যামোন্
হেনহ্যানো

আরও পড়ুন – শব্দ কাকে বলে? উৎপত্তি বা উৎস, গঠন ও অর্থানুসারে শব্দের শ্রেণীবিভাগ

নিয়ম – ০৩

আদ্য “এ” এর পরে “অ” “আ” “ঙ” ইত্যাদি থাকে এবং তারপর যদি “ই” বা “উ” কার থাকে তাহলে “এ” এর উচ্চারণ অবিকৃত থাকে। যেমন –

প্রদত্ত শব্দউচ্চারণ
একটিএক্ টি
তেমনিতেম্ নি
ভেঙচিভেঙ্ চি
বেঙ্গমিবেঙ্ গোমি

আরও পড়ুন – বাংলা ব্যাকরণ কি বা কাকে বলে?

নিয়ম – ০৪

আদ্য “এ” কার এর পর যদি “ংং” “ঙ” বা “ঙ্গ” থাকে এবং এরপর যদি “ই”, “উ” অনুপস্থিত থাকে তবে সেক্ষেত্রে “এ” এর উচ্চারণ “অ্যা” কারে রূপান্তরিত হয়। যেমন –

প্রদত্ত শব্দউচ্চারণ
বেঙ্গমাব্যাঙ্ গোমা
টেংরাট্যাঙ্ রা

আরও পড়ুন – ব্যাকরণ কি বা কাকে বলে? ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা

নিয়ম – ০৫

“এ” কার যুক্ত একাক্ষর ধাতুর সঙ্গে “আ” প্রত্যয় যুক্ত হলে, সেই “এ” কার এর উচ্চারণ “অ্যা” এর মতো হয়।

প্রদত্ত শব্দউচ্চারণ
দেখাদ্যাখা
খেলাখ্যালা
বেচাব্যাচা
ঠেলাঠ্যালা

আরও পড়ুন – বাবা কোন ভাষার শব্দ?পরীক্ষায় আসতে পারে এমন কয়েকটি তুর্কি শব্দ

তাহলে আজ এখানেই থাকলো। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments