Homeবাংলাবাংলা ব্যাকরণউদাহরণসহ "অ" ধ্বনি উচ্চারণের ৫ টি নিয়ম

উদাহরণসহ “অ” ধ্বনি উচ্চারণের ৫ টি নিয়ম

বাংলা লিখিত ভাষায় ব্যবহৃত “অ” এর উচ্চারণ দুরকম। একটি “অ” (বিবৃত স্বরধ্বনি), অন্যটি “ও” (সংবৃত বা ও কারের মতো)। অ ধ্বনি স্বাধীনভাবে কিংবা ব্যঞ্জনে যুক্ত হয়েও তার বৈশিষ্ট্য বজায় রাখতে পারে। আবার শব্দের শুরু,শেষে বা মাঝেও ব্যবহৃত হতে পারে। শুরুতে থাকলে তাকে আদ্য অ, মাঝে থাকলে মধ্য অ এবং শেষে থাকলে অন্ত অ হিসেবে গণ্য হয়। নিম্নে উদাহরণসহ “অ” ধ্বনি উচ্চারণের ৫ টি নিয়ম আলোচনা করা হলো।

উদাহরণসহ “অ” ধ্বনি উচ্চারণের ৫ টি নিয়ম

নিয়ম – ০১

শব্দের আদিতে/ প্রথমে / শুরুতে যদি “অ” থাকে এবং তরপর যদি “ই” কার বা “উ” কার থাকে, তবে সেই “অ” এর উচ্চারণ সংবৃত বা “ও” কারের মতো হয়। যেমন –

প্রদত্ত শব্দউচ্চারণ
ছবিছোবি
অভিমানওভিমান্
গতিগোতি
নদীনোদি

আরও পড়ুন- শব্দ কাকে বলে? উৎপত্তি বা উৎস, গঠন ও অর্থানুসারে শব্দের শ্রেণীবিভাগ

নিয়ম – ০২

মধ্য “অ” এর পরে যদি “ই” কার বা “উ” কার থাকে, তবে সেই “অ” এর উচ্চারণ সংবৃত বা “ও” কারের মতো হয়। যেমন –

প্রদত্ত শব্দউচ্চারণ
কাকলিকাকোলি
তরণীতরোনি
জলধিজলোধি
বিরতিবিরোতি

পড়ুন – বাংলা ব্যাকরণ কি বা কাকে বলে?

নিয়ম – ০৩

শব্দের আদ্য “অ” এর পর “ক্ষ” (শব্দের আদিতে কেবল এবং শেষে বা মধ্যে ক্ খ এর মতো) “জ্ঞ” (জ্ + ঞ = গঁ, শব্দের আদিতে “গঁ” এবং মধ্য ও অন্তে গ্ গঁ এর মতো) থাকলে “অ” এর উচ্চারণ সাধারণত “ও” কারের মতো হয়। যেমন –

প্রদত্ত শব্দউচ্চারণ
অক্ষওক্ খো
যক্ষজোক্ খো
বক্ষবোক্ খো
কক্ষকোক্ খো

পড়ুন- পারিভাষিক শব্দ বা পরিভাষা কি? এর প্রয়োজনীয়তা ও নিত্যপ্রয়োজনীয় ২০০ পারিভাষিক শব্দ

ব্যাতিক্রমঃ লক্ষ্মণ => লক্ খোঁন, যক্ষ্মা => জক্ খাঁ

নিয়ম – ০৪

মধ্য “অ” এর আগে অ, আ, এ, ও এই চারটি স্বরধ্বনির যেকোন একটি থাকলে সেই “অ” এর উচ্চারণ “ও” কারের মতো হয়। যেমন –

প্রদত্ত শব্দউচ্চারণ
কমলকমোল্
বেতববেতোন্
ওজনওজোন্
ছাগলছাগোল্

পড়ুন- ব্যাকরণ কি বা কাকে বলে? ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা

নিয়ম – ০৫

১১ থেকে ১৮ পর্যন্ত পর্যন্ত সংখ্যাবাচক শব্দের শেষ “অ” রক্ষিত এবং “ও” কারান্ত উচ্চারিত হয়ে থাকে। যেমন –

প্রদত্ত শব্দউচ্চারণ
এগারএ্যাগারো
বারবারো
তেরত্যারো
আঠারআঠারো

পড়ুন- বাবা কোন ভাষার শব্দ?পরীক্ষায় আসতে পারে এমন কয়েকটি তুর্কি শব্দ

তাহলে আজ এখানেই থাকলো। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।

5 COMMENTS

  1. নিয়ম-৩ এ ব্যাতিক্রম হিসেবে লক্ষণ ,যক্ষা এই দুইটা বলা হয়েছে। কিন্তু কেথাও কোথাও লক্ষণ বানানের উচ্চারণ (লোক্ খোন) এমন দেওয়া আছে।এখন কোনটা ব্যবহার করবো?
    তেমনি ভক্ষণ,অণুবীক্ষণ, শিক্ষণ এগুলে উচ্চারণ জানালে উপকৃত হতাম।

  2. নিয়ম-৩ এ ব্যাতিক্রম হিসেবে লক্ষণ ,যক্ষা এই দুইটা বলা হয়েছে। কিন্তু কেথাও কোথাও লক্ষণ বানানের উচ্চারণ (লোক্ খোন) এমন দেওয়া আছে।এখন কোনটা ব্যবহার করবো?
    তেমনি ভক্ষণ,অণুবীক্ষণ, শিক্ষণ এগুলোর উচ্চারণ জানালে উপকৃত হতাম।

  3. করব, বসব, আসব হবে নাকি করবো, বসবো, আসবো হবে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments