Homeইসলামঈমান কি বা কাকে বলে? ঈমানের মূল বিষয়বস্তু কয়টি ও কি কি?

ঈমান কি বা কাকে বলে? ঈমানের মূল বিষয়বস্তু কয়টি ও কি কি?

আল্লাহর প্রতি বিশ্বাস এবং নৈতিক চরিত্রের উন্নয়ন ও উৎকর্ষ সাধনে ইসলামের মৌলিক বিষয়াবলী মধ্যে ঈমানের প্রাধান্য অনস্বিকার্য। মূলতঃ আল্লাহকে স্বীকার করার সাথে সাথে তার বিধি-বিধান এর পূর্ণাঙ্গ আনুগত্য করার নামই হচ্ছে ঈমান।

ঈমান কি?

ঈমান এমনই একটি শক্তি যা মানুষের কর্ম চেতনায় উজ্জীবিত করে, দৈনিক জীবনাচরণের প্রতিষ্ঠিত বিশ্বাসের প্রতিফলন ঘটায়। নিম্নমানের আভিধানিক ও পারিভাষিক অর্থ উপস্থাপন করা হলো:

ঈমানের শাব্দিক অর্থ

ঈমানের কয়েকটি শাব্দিক অর্থ রয়েছে। সেগুলো হলো: আত্মিক স্বীকৃতি, স্বীকৃতি দেয়া, দৃঢ় বিশ্বাস, সত্যায়ন করা।

ঈমান নিয়ে আরও জানতে এটি পড়ুন: ঈমান কি এবং কি কি বিষয়ে ঈমান আনা জরুরি

ঈমানের মূল বিষয়বস্তু কয়টি ও কি কি?

আল্লাহ তাআলা যেসব বিষয়ে বিশ্বাস পোষণ করার আদেশ দিয়েছেন সেগুলোতে বিশ্বাস স্থাপন করা এবং যে কাজগুলো করার আদেশ দিয়েছেন তা সম্পাদন করার নামই হলো ঈমান। ঈমানের মূল বিষয়বস্তু হচ্ছে সাতটি। এগুলো হলো:

  1. এক আল্লাহকে বিশ্বাস
  2. ফেরেশতাদের প্রতি বিশ্বাস
  3. আল্লাহর কিতাব সমূহ বিশ্বাস
  4. নবী রাসূলগণের প্রতি বিশ্বাস
  5. আখিরাত বা পরকালে বিশ্বাস
  6. তাকদীর বা ভাগ্যে বিশ্বাস
  7. মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস

ভবিষ্যতে উপরোক্ত সাতটি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। ধন্যবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments