ইন্টারনেট স্পিড টেস্ট / চেক করার ৩ টি সহজ উপায়?

ইন্টারনেট ব্যবহার করে না এমন লোক খুঁজে পাওয়া খুব দুষ্কর। অনেকে হাই স্পিড ব্রডব্যান্ড ইন্টারনেট বা 4G নেটওয়ার্ক ব্যবহার করে থাকেন। কিন্তু আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার ইন্টারনেটের ডাউনলোড ও আপলোড স্পিড কত !!! কোম্পানির প্রতিশ্রুতি অনুযায়ী আপনি সত্যিকারের স্পিড পাচ্ছেন কিনা তা কি কখনো টেস্ট/ চেক করে দেখেছেন?

যদি টেস্ট করে না থাকেন তাহলে কোন সমস্যা নেই। কারণ অনলাইনে অনেক টুল বা সফটওয়্যার রয়েছে যার মাধ্যমে মুহূর্তের মাঝে ইন্টারনেট স্পিড চেক করা যায়। তবে সব টুলই সঠিক রেজাল্ট দেয় না। কিছু কিছু টুলস আছে যারা মাঝে মধ্যে ভুল তথ্য দেয়। তাই আজ আমি আপনাদের এমন ৩ টি টুলসের সাথে পরিচয় করিয়ে দিব যারা শতভাগ সঠিক রেজাল্ট দেয় এবং তাদের সাহায্যে খুব সহজে Internet Speed Test করা যায়। তাহলে আর দেরি না করে চলুন এ টুলসগুলো সম্পর্কে জেনে নেই।

পড়ুন – এন্ড্রয়েড ফোনের স্পিড বাড়াবেন কীভাবে?

ইন্টারনেট স্পিড টেস্ট / চেক করার অনলাইন টুলস

ইন্টারনেট স্পিড টেস্ট করার জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন না থাকলে চেক করা যাবে না। কারণ এসব টুলস অনলাইনেই কাজ করে। এমন ৩ টি টুলস হলো –

  • Fast.com
  • Testmy.com
  • Speedtest.net

Fast.com দিয়ে ইন্টারনেট স্পিড টেস্ট / চেক করার উপায়

এক ক্লিকেই Internet Speed Test করার জন্য Fast.com একটি সেরা টুলস। আপনি যদি এক ক্লিকে স্পিড টেস্ট করতে চান তাহলে এই টুল ব্যবহার করতে পারেন। এই অনলাইন টুলের কোন ক্যাটাগরি বা সাবক্যাটাগরি নেই।

এ ওয়েবসাইটে প্রবেশ করে নেট স্পিড করার জন্য আপনাকে কোন ক্লিক করতে হবে না। সাইটটিতে ভিজিট করার সাথে সাথেই এটি স্পিড চেক করা শুরু করে দেয়। চেক করা শেষ হয়ে গেলে বোল্ড ফন্টে আপনার কম্পিউটার বা স্মার্টফোনে ব্যবহার করা ইন্টারনেট স্পিডের চূড়ান্ত রেজাল্ট দেখতে পাবেন।

Testmy.com দিয়ে ইন্টারনেট স্পিড টেস্ট / চেক করার উপায়

আরেকটি নির্ভরযোগ্য অনলাইন ইন্টারনেট স্পিড চেকিং টুল হলো Testmy.com। ফাস্ট ডট কমের মত এটা দিয়ে এক ক্লিকেই ইন্টারনেট চেক করা যায় না। এটাতে একাধিক ক্লিক করে কাজ করতে হবে।

এই টুল দিয়ে স্পিড চেক করতে প্রথমে টুলটি ভিজিট করুন। ভিজিট করলে হোম পেইজে আপনি ৩ টি অপশন দেখতে পাবেন। এগুলো হলো –

  1. ডাউনলোড স্পিড টেস্ট
  2. আপলোড স্পিড টেস্ট
  3. অটোমেটিক স্পিড টেস্ট

এবার আপনি যেটা টেস্ট করতে চান সেটিতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে নতুন একটি পেইজে নিয়ে যাবে। সেখানে আপনাকে আরেকটি ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে স্পিড চেক করা শুরু হয়ে যাবে। একটু সময় অপেক্ষা করুন। অপেক্ষা করার পর আপনি ফাইনাল রেজাল্ট দেখতে পাবেন।

Speedtest.net দিয়ে ইন্টারনেট স্পিড টেস্ট / চেক করার উপায়

ইন্টারনেট স্পিড টেস্ট করার জনপ্রিয় আরেকটু টুল হলো Speedtest.net। ফাস্ট ডট কমের মত এর সাহায্যেও এক ক্লিকেই Internet Speed Test করা যায়।

আরও পড়ুন – ইন্টারনেট কি? ইন্টারনেটের সুবিধা

এর সাহায্যে স্পিড চেক করতে প্রথমে টুলটিতে প্রবেশ করুন। টুলটির হোম পেইজে প্রবেশ করলে হলুদ রঙের একটি গোলাকার বৃত্তের মাঝে Go লিখা বাটম দেখতে পাবেন। Go তে ক্লিক করলেই স্পিড চেক করা শুরু হয়ে যাবে। কিছুক্ষণের মাঝেই আপনি ফাইনাল রেজাল্ট দেখতে পাবেন। ব্যাস হয়ে গেল।

এই ৩ টি ছাড়াও ইন্টারনেট স্পিড টেস্ট / চেক করার আরও অনেক অনেক টুল আছে। তার মাঝে উপরে বর্ণিত এই ৩ টিই সেরা। এগুলো সিম্পল এবং ব্যবহার করা খুব সহজ। আপনি আপনার পছন্দ মতো যেকোনো একটি টুল দিয়ে স্পিড চেক করতে পারেন। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *