Homeএকাডেমিকআইসিটি (ICT)ইউনিকোড কি? ইউনিকোডের বৈশিষ্ট্য বা সুবিধা

ইউনিকোড কি? ইউনিকোডের বৈশিষ্ট্য বা সুবিধা

আজ আমরা যে বিষয়টি নিয়ে জানব তা হল – ইউনিকোড কি এবং ইউনিকোডের বৈশিষ্ট্য এবং সুবধা।

ইউনিকোড

ইউনিকোড কি

ইউনিকোড এর পূর্ণরূপ হলো – Universal Code. বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো একটি মান তৈরি করেছেন যাকে ইউনিকোড বলা হয়। একে সার্বজনীন কোডও বলা যায় । বর্তমানে পৃথিবীব্যাপী প্রচলিত আসকি কোডের পাশাপাশি ইউনিকোড সিস্টেম চালু হয়েছে। এটি ১৬ বিট কোড।

বিভিন্ন ধরণের ক্যারেক্টার ও টেক্সটকে প্রকাশ করার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়। এর মাধ্যমে ২১৬ = ৬৫৫৩৬ টি অদ্ববিতীয় চিহ্নকে নির্দদিষ্ট করা যায়। ১৯৯১ সালে অ্যাপল কম্পিউটার কর্পোরেশন এবং Xerox Corporation এর একদল কম্পিউটার প্রকৌশলী পৃথিবীর সব ভাষাভাষীর জন্য তাদের ভাষায় কম্পিউটিং করা সহজ করার লক্ষ্যে যৌথভাবে ইউনিকোড উদ্ভাবন করেন। Unicode Consortium এর সদস্য হয়ে বাংলা ভাষাও ইউনিকোডভুক্ত হয়েছে।

আরও পড়ুন – কোড (Code) কি? বহুল ব্যবহৃত কয়েকটি কোড

ইউনিকোডের বৈশিষ্ট্য বা সুবিধা

ইউনিকোডের কয়েকটি বৈশিষ্ট্য বা সুবিধা হলো –

  • এটি ১৬ বিট বিশিষ্ট কোড, একারণে এর সাহায্যে 216 বা ৬৫৫৩৬ টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।
  • ছোট বড় পৃথিবীর যেকোনো ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা যায়।
  • ক্যারেক্টারকে কোড করার জন্য ১৬ টি বিটই ব্যবহার করা হয়।
  • বিশ্বের শত শত ভাষার হাজার হাজার বর্ণ, চিহ্নের জন্য এ কোড ব্যবহৃত হয়।
  • এর দায়িত্বে ইউনিকোড কনসোর্টিয়াম নামক একটি অলাভজনক প্রতিষ্ঠান রয়েছে।
  • বেশি মেমোরির প্রয়োজন হয়।
  • এর প্রথম ২৫৬ টি কোড অ্যাসকি ২৫৬ টি কোডের অনুরূপ।
  • এটি থেকে অন্যান্য স্ট্যান্ডার্ড কোডে পরিবর্তন করা যায়।
  • Example – A= \u0041 ইত্যাদি ।

পড়ুন – মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (ম্যান / MAN) কি? এর বৈশিষ্ট্য/ সুবিধা

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments