HomeUncategorizedইউটিউব (YouTube) ডাউনলোড করব কীভাবে?

ইউটিউব (YouTube) ডাউনলোড করব কীভাবে?

ইউটিউব একটি অনলাইন ওয়েবসাইট। এখানে ভিডিও ডাউনলোড করে শেয়ার করা হয়। এটি গুগল দ্বারা নিয়ন্ত্রিত হয়। গুগল সার্চ ইঞ্জিনের মতো YouTube কেও সার্চ ইঞ্জিন বলা হয়। কারণ এর ওয়েবসাইটেও গুগলের মতোই “Search Box” রয়েছে।

এ সার্চ বক্সে যখন কিছু লিখে সার্চ করা হয় তখন সে ওয়ার্ড বা বাক্য অনুযায়ী সে সম্পর্কিত ভিডিও আসে। সেখান থেকে আমরা ইচ্ছে অনুযায়ী ভিডিও দেখতে পারি। কিন্তু অনেকেই জানে না ইউটিউব ডাউনলোড কীভাবে করবে। তাই চলুন আজ ইউটিউব ডাউনলোড সম্পর্কে জেনে নেই।

ইউটিউব (YouTube) ডাউনলোড করব কীভাবে?

ইউটিউব ডাউনলোড করতে নিম্নের ধাপগুলি অনুসরণ করুন।

পড়ুন – ফেসবুক এপস / ফেসবুক লাইট ডাউনলোড করব কীভাবে?

ধাপ – ০১

প্রথমে Google Play Store থেকে YouTube লিখে সার্চ করুন। সার্চ করার পর ইউটিউব অপশন দেখতে পাবেন। সেখানে প্রবেশ করে ইউটিউব ডাউনলোড করে ইনস্টল করুন।

অথবা নিম্নের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করুন।

ধাপ – ০২

এবার আপনার ডাউনলোড করা YouTube টি Open করুন।

ধাপ – ০৩

Open করার পর আপনি ইউটিউবের হোমস্ক্রিন দেখতে পাবেন। সেখান থেকে সার্চ করে আপনি ইচ্ছে মত ভিডিও দেখতে পাবেন। ব্যাস হয়ে গেল।


আরও পড়ুন – ফেসবুক মেসেঞ্জার ডাউনলোড করব কীভাবে?

হোয়াটসঅ্যাপ ডাউনলোড করব কীভাবে?

ত আজ এখানেই থাকলো। আমার এ আর্টিকেলটি পড়ে ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments