বর্তমানে ইউটিউব থেকে প্রচুর ইনকাম করা যায়। কারণ অনলাইন ট্রাফিকের একটা বিশাল অংশ এখন ভিডিও কনটেন্ট থেকে আসে। প্রত্যেকদিন মিলিয়ন মিলিয়ন YouTube ভিডিও দেখা হয়। তাই ইউটিউব চ্যানেল খুলে আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন। ইউটিউব চ্যানেল খোলা একদম সহজ।
কিন্তু অনেকেই YouTube চ্যানেল খুলতে পারে না। তাই আজ আমি ইউটিউব চ্যানেল খোলার নিয়ম নিয়ে আলোচনা করব। আপনি যদি YouTube চ্যানেল খুলতে চান তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
YouTube কি?
YouTube হচ্ছে আমেরিকান অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। একে সার্চ ইঞ্জিনও বলা হয়। গুগল হলো প্রথম এবং সবচেয়ে বেশি ব্যবহৃত সার্চ ইঞ্জিন আর ইউটিউব হলো দ্বিতীয় সবচেয়ে বেশি ব্যবহৃত সার্চ ইঞ্জিন।
২০০৫ সালে ৩ জন পেপাল কর্মচারী চেড হার্লি, স্টিভ চেন এবং বাংলাদেশী বংশোদ্ভূত জাওয়েদ করিম মিলে YouTube তৈরি করেন। ইউটিউবের জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকায় ২০০৬ সালের নভেম্বর মাসে ১.৬৫ বিলিয়ন ডলারের বিনিময়ে গুগল YouTube কিনে নেয়।
পড়ুন – ইউটিউব (YouTube) ডাউনলোড করব কীভাবে?
এই সার্চ ইঞ্জিন দ্বারা কোন কিছু সার্চ করলে ভিডিও এর মাধ্যমে তার সমাধান পাওয়া যায়। দিন দিন YouTube এর জনপ্রিয়তা বাড়ছে।
ইউটিউব চ্যানেল কি?
YouTube এ ভিডিও আপলোড করার জন্য যে প্রফাইল তৈরি করা হয় তাকেই YouTube চ্যানেল বলে।
অর্থাৎ, আপনি যদি YouTube এ ভিডিও আপলোড করতে চান তাহলে সেখানে ফেসবুকের মতো আপনার একটি একাউন্ট খুলে প্রোফাইল তৈরি করতে হবে। তাহলেই আপনি ভিডিও আপলোড করতে পারবেন।
YouTube চ্যানেল খুলতে কি কি প্রয়োজন?
- ইন্টারনেট কানেকশন
- জিমেইল একাউন্ট বা গুগল একাউন্ট
- ফোন নাম্বার ( চ্যানেল ভেরিফাই করে আরও নতুন নতুন ফিচার পেতে প্রয়োজন)
ইউটিউব একাউন্টের প্রকারভেদ
YouTube একাউন্ট দুই প্রকার। এগুলো হলো –
- পার্সোনাল চ্যানেল
- ব্র্যান্ড চ্যানেল
পার্সোনাল চ্যানেলঃ যেসব চ্যানেল বেশিরভাগ সময়ে একজন ব্যক্তি নিয়ন্ত্রণ করে থাকে সেগুলো হলো পার্সোনাল চ্যানেল।
ব্র্যান্ড চ্যানেলঃ এ চ্যানেল কোন টিম বা প্রতিষ্ঠানের আওতায় থাকে। এ চ্যানেলগুলো দেখতে বেশি প্রফেশনাল হয়ে থাকে।
পড়ুন – ইউটিউব থেকে ইনকাম করার সহজ ৩ উপায় !
যেমন ধরুন, আপনার চ্যানেলে আপনি কোন পাখির ভিডিও পোস্ট করলেন, তাহলে সেটি হলো আপনার পার্সোনাল চ্যানেল। আর যে চ্যানেলে পাখি সম্পর্কিত অন্যান্য বিভিন্ন বিষয় (পাখির খাবার, ঔষধ, রোগ, যত্ন ইত্যাদি) ভিডিও এর মাধ্যমে বিক্রির উদ্দেশ্যে চ্যানেলে প্রদর্শন করে তারা হলো ব্র্যান্ড চ্যানেল।
তবে আপনি যে চ্যানেলই খুলেন না কেন ভিডিও পোস্ট করায় হলো এর মূল উদ্দেশ্য।
মোবাইল / কম্পিউটার দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম
আপনার যদি YouTube চ্যানেল খোলা না থাকে তাহলে নিম্নোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি মোবাইল বা কম্পিউটার দিয়ে খুব সহজেই YouTube চ্যানেল খুলতে পারবেন। মোবাইল থেকে YouTube চ্যানেল খুলতে –
- প্রথমে প্লে স্টোর থেকে YouTube অ্যাপ ডাউনলোড করুন। কম্পিউটারের ক্ষেত্রে ক্রোম ব্রাউজার দিয়ে ইউটিউবে প্রবেশ করুন। অথবা ডাউনলোড করতে নিম্নের লিঙ্কে ক্লিক করুন –
- YouTube অ্যাপে প্রবেশ করে টপ রাইট কর্নার থেকে আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করুন।
- পরে My Channel অপশন সিলেক্ট করুন।
- এরপর চ্যানেলের একটি নাম ও ছবি দিয়ে Create Channel এ ক্লিক করুন। ব্যাস আপনার চ্যানেল তৈরি করা হয়ে গেছে।
আপনার ফোনে বা কম্পিউটারে যদি আগে থেকেই YouTube চ্যানেল খোলা থাকে তবুও আপনি যদি নতুন আরেকটি চ্যানেল খুলতে চান তাহলে নিম্নের ধাপগুলি অনুসরণ করুন। ???
- Chrome Browser ওপেন করুন।
- থ্রি ডট মেন্যু থেকে ডেক্সটপ মোড ওপেন করুন।
- পরে youtube.com/account এ প্রবেশ করুন।
- জিমেইল একাউন্ট সাইন ইন করুন (সাইন ইন করা না থাকলে)
- Add বা Manage Your Channel এ ক্লিক করুন।
- এরপর Create a Channel এ ক্লিক করুন।
- পরে যে নামে চ্যানেলটি খুলতে চান তা লিখে Create এ চাপুন। ব্যাস হয়ে গেল।
উপরের ধাপগুলি অনুসরণ করে আপনি খুব সহজেই YouTube চ্যানেল তৈরি করতে পারবেন।
পড়ুন – ইউটিউব থেকে আয় করার A টু Z
YouTube চ্যানেল ভেরিফাই করব কীভাবে?
ইউটিউব চ্যানেল খোলা ত শিখে গেলেন। এবার চলুন চ্যালেন ভেরিফাই করা সম্পর্কে জেনে নেই। চ্যানেল খুলার পর ফোন নাম্বার দিয়ে ভেরিফাই না করা পর্যন্ত কিছু ফিচার লক করা থাকে। এগুলো হলো –
- কাস্টম থাম্বনেইল
- লাইভস্ট্রিমিং
- ১৫ মিনিটের চেয়ে বড় ভিডিও আপলোড
- Content আইডি ক্লেইম আপিল ইত্যাদি।
YouTube চ্যানেল ভেরিফাই করার জন্য একটি এক্টিভ ফোন নাম্বার প্রয়োজন। চ্যানেল ভেরিফাই করতে নিম্নের ধাপগুলি অনুসরণ করুনঃ-
- ক্রোম ব্রাউজার দিয়ে studio.youtube.com (ফোনের ক্ষেত্রে ডেক্সটপ মোড অন করুন) এ প্রবেশ করুন।
- চ্যানেল লগইন করা না থাকলে লগইন করে নিন।
- বামদিকের মেন্যুবার থেকে Settings এ ক্লিক করুন।
- নতুন একটি পেইজ ওপেন হবে। সেখান থেকে Channel এ ট্যাপ করে Feature Eligibility সিলেক্ট করুন।
- এবার Varify Phone Number এ ক্লিক করুন।
- এরপর Text me the verification code সিলেক্ট করুন।
- পরে Select your country থেকে দেশ সিলেক্ট করুন।
- তারপর What is your phone number? বক্সে ফোন নাম্বার দিয়ে Get Code এ ক্লিক করুন।
- এবার আপনার ফোনে ৬ ডিজিটের একটি কোড পাবেন। সেটি বসিয়ে Submit করে দিন।
উপরের পদ্ধতিগুলো সঠিকভাবে অনুসরণ করলে আপনার ইউটিউব চ্যানেল ভেরিফাই হয়ে যাবে এবং আপনি সব ফিচার উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন – ইউটিউবে ইনকাম শুরুর আগে আপনাকে যা জানতেই হবে
ত বন্ধুরা আজ এখানেই থাকলো। আমার এ আর্টিকেলটি পড়ে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এ সম্পর্কে কোন সমস্যা বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।