ইউটিউব এমন একটি প্লাটফর্ম যেখানে কাজ করে আপনি টাকা ইনকামের পাশাপাশি রীতিমতো সেলিব্রিটিও বনে যেতে পারেন।
যেকোনো মানুষেরই ইউটিউব চ্যানেল খোলার পেছনে টাকা ইনকাম এবং সেলিব্রিটি হওয়ার একটা ধ্যান-ধারণা থাকে। এটি এমনি একটি প্লাটফর্ম যেখানে আপনি মানুষকে শিখিয়ে, হাসিয়ে ইনকাম করতে পারেন লাক্ষ লাক্ষ টাকা। তবে শুধু টাকা ইনকাম আর সেলিব্রিটি হওয়ার ইচ্ছেই মানুষকে তার প্রাপ্য স্তরে নিয়ে যায় না, সেখান পর্যন্ত যেতে হলে কঠোর পরিশ্রমও করতে হয়।
আজ যারা ইউটিউব থেকে ইনকাম করছেন এবং সেলিব্রিটি হয়েছেন তাদের পেছনের গল্পটা কষ্টেরই ছিল। একে-দুইয়ে করতে করতেই মানুষ সামনে এগিয়ে যায়। আর যারা হাল ছেড়ে দেয় তারা পরাজিত হয়ে শূন্যে হারিয়ে যায়।
তবে এই পথে আপনি যত পরিশ্রম করবেন এবং যত ক্রিয়েটিভ ভিডিও তৈরি করতে পারবেন আপনার সফলতা তত বেশি হবে। আপনাকে অবশ্যই সব সময় খেয়াল রাখতে হবে আপনার দর্শকরা কি চায়, আপনি তাদের চাওয়া ঠিকমতো পূরণ করতে পারছেন কিনা।
ইউটিউব থেকে আসলে কি পরিমাণ টাকা ইনকাম করা যায় সেটা অনুমান করার জন্য আমি আপনাদের একজন সফল ইউটিউবারের ইনকামের চিত্রটি জানাতে পারি।
ব্যক্তিগতভাবে সফল ইউটিউব চ্যানেলের মধ্যে পিউডিপাই (PewDiePie) অন্যতম।
বিভিন্ন সময়ে তার ইনকাম রিপোর্টের তালিকাঃ
1. ২০১৩ সালে তার মোট ইনকাম ৪ মিলিয়নের বেশি
2. ২০১৪ সালের ইনকাম ৭.৫ মিলিয়নের বেশি
এভাবে তার ইনকাম বাড়তেই থাকে। ২০২০ সালে তার মোট ইনকামের পরিমাণ প্রায় ২০ মিলিয়ন ডলার। তাহলে বুঝায় যাচ্ছে ইউটিউবে ভালভাবে কাজ করতে পারলে ইনকাম নিয়ে আপনার চিন্তা করতে হবে না। তবে এই ইনকামই কয়েকগুণ বেড়ে যায় যখন কেউ সঠিক পদ্ধতিতে সামনে আগায়৷ সঠিক পদ্ধতিতে সামনে আগাতে হলে আপনার প্রথমেই জানতে হবে কোন কোন পদ্ধতিতে আসলে সামনে আগানো যায়৷ তার পর এগুলোর মধ্য থেকে আপনার জন্য কোনটি সঠিক সেই পথ ধরে আগানো।
তো, আজ আমরা মূলত আলোচনা করবো সহজ উপায়ে কিভাবে ইউটিউব থেকে ইনকাম বাড়ানো যায়।
আজকের আলোচ্য তিনটি উপায়ই ইউটিউব থেকে ইনকাম এর জন্য সহজ এবং সর্বোত্তম উপায়।
আপনি এখান থেকে কোনগুলো বেছে নিবেন সেটা আপনার কাজের ধরনের উপর নির্ভর করবে।
তো চলুন, জেনে নেওয়া যাক সহজ তিনটি উপায় সম্পর্কে…..!
এডভারটাইজমেন্টের মাধ্যমে টাকা ইনকামঃ
ইউটিউব থেকে ইনকাম করার সবচেয়ে সহজ উপায় হলো এডের মাধ্যমে টাকা ইনকাম করা।
অর্থাৎ, এ প্রক্রিয়ায় আপনি আপনার ইউটিউব চ্যানেলে যেকোন ধরনের ভিডিও বানিয়ে আপলোড করবেন। তারপর উক্ত ভিডিওগুলোকে উউটিউব মনিটাইজ করবেন।
ফলে যখনই কেউ আপনার ভিডিও দেখবে তখন তারা ভিডিওর মাঝে কিছু বিজ্ঞাপন ও দেখতে পাবে। তাতে ইউটিউব কৃর্তিপক্ষ তথা গুগল আপনাকে একটি নির্দিষ্ট হারে টাকা দিবে। যা আপনার একাউন্টে জমা হবে।
তবে এই টাকার পরিমাণ নির্ভর করে আপনার ভিডিও কতজন মানুষ দেখলো এবং কতজন মানুষ আপনার ভিডিওতে থাকা বিজ্ঞাপনে ক্লিক করলো।
যত বেশি ভিডিও ভিউ হবে এবং যত বেশি বিজ্ঞাপনে ক্লিক হবে আপনার ইনকাম তত বেশি হবে।
পণ্য বিক্রয়ের মাধ্যমে ইনকামঃ
বর্তমানে পৃথিবীর অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। এসব চ্যানেলে মূলত তারা তাদের তৈরিকৃত বিভিন্ন পণ্যের বৈশিষ্ট্য ও গুণাগুণ তুলে ধরে তাদের গ্রাহক বৃদ্ধি করেন।
তাই আপনার যদি কোন ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান থাকে তাহলে আপনার জন্য ইউটিউব একটি উত্তম প্লাটফর্ম। আপনার না থাকলেও আপনি অন্য কারো পণ্যের রিভিউ ভিডিও বানিয়ে তাদের থেকে কিছুটা পার্সেন্টেজ নিতে পারেন।
তবে আপনার নিজস্ব ব্যবসা থাকলেই এই পদ্ধতিটা সবচেয়ে ভাল। তার জন্য আপনি মূলত একটা ভালমানের ক্যামেরার সাহায্যে আপনার বিক্রয়যোগ্য পণ্যের সকল বৈশিষ্ট্য ও গুণাগুণ তুলে ধরতে পারেন। তাতে দর্শকরা আপনার ভিডিও দেখে আপনার দেওয়া ঠিকানায় গিয়ে বা কুরিয়ারের মাধ্যমে আপনার পণ্য ক্রয় করবেন।
তবে মনে রাখবেন, আপনি যত আকর্ষনীয় ভাবে আপনার পণ্য তুলে ধরতে পারবেন আপনার পণ্যের ক্রেতা সংখ্যা তত বেশি হবে।
পণ্যের রিভিউ ভিডিও বানিয়ে ইনকামঃ
বিভিন্ন পণ্যের রিভিউ ভিডিও বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার এই পদ্ধতিটি সহজ এবং বিস্তৃত। কারণ, এখানে কন্টেন্ট নিয়ে আপনার এতো ভাবতে হবে না। আপনার ভিডিও বানানোর জন্য এখানে হাজার হাজার কন্টেন্ট আছে। ইনকামের পরিমাণটাও যথেষ্ট ভাল।
এই পদ্ধতিতে মূলত আপনি যেকোন বড় পণ্য বিক্রেতা কম্পানি বা ওয়েবসাইটের সাথে চুক্তিবদ্ধ হয়ে তাদের পণ্যের রিভিউ তৈরি করবেন। আকর্ষনীয় উপস্থাপনার মাধ্যমে আপনি দর্শকদের উৎসাহিত করবেন ঐ পণ্য ক্রয় করতে। তবে অবশ্যই তাদের অনুরোধ করবেন ডেস্ক্রিপশনে আপনার দেওয়া লিংকের মাধ্যমে ঐ বিক্রেতা ওয়েবসাইটে গিয়ে যেন তারা পণ্য ক্রয় করে।
তার ফলে যতজন ক্রেতা আপনার দেওয়া লিংকের মাধ্যমে গিয়ে পণ্য ক্রয় করবেন আপনি তার থেকে নির্দিষ্ট হারে কিছু টাকা পাবেন।
তাছাড়া উক্ত ভিডিওতে তো ১ নং এ বর্ণিত এডভারটাইজমেন্ট ব্যবস্থা থাকছেই।
ফলে উভয় জায়গা থেকেই চাইলে আপনি ইনকাম করতে পারছেন।
আশা করি আলোচ্য তিনটি বিষয়ের যেকোন একটি আপনার ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকামের পথ আরো সহজ করবে। তবে অবশ্যই এখানে ইনকামের জন্য সৃজনশীলতার বিকল্প নেই।
নতুন নতুন আইডিয়ার মাধ্যমে হাস-রসাত্নকভাবে যেকোন জিনিস তুলে ধরুন। সফলতা একদিন আসবেই। ভিডিও বানিয়ে আপলোড করার আগে ভিডিওটি ভালভাবে ইডিট করুন, প্রয়োজনে নিজে কয়েকবার দেখে যাচাই করুন আপনার ভিডিও মান-সম্মত হয়েছে কিনা।
মান-সম্মত হলেই কেবল ইউটিউবে আপলোড করুন। অন্যথায় লাভের চেয়ে লসই বেশি হবে।
কারণ, শুরুর দিকে এতো কষ্ট করে একটি ভিডিও বানিয়ে যদি আপনি কাঙ্ক্ষিত রেসপন্স না পান তাহলে আপনার ভিডিও বানানোর ইচ্ছেটাই মরে যেতে পারে। সময় নিয়ে, সুস্থ মস্তিষ্কে কাজ করুন, তাহলে সফলতা একদিন আপনার জানালায় উঁকি দিবেই ।
আরো পড়ুনঃ