Homeপ্রযুক্তিঅনলাইনে আয়ইউটিউব থেকে আয় করার A টু Z

ইউটিউব থেকে আয় করার A টু Z

ইউটিউব থেকে আয় এখন সবার জন্যই উন্মুক্ত। যেকেউ চাইলেই এখন ইউটিউব থেকে টাকা আয় করতে পারেন। তবে তার জন্য সবারই একটি প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। শুধু ভিডিও বানালেন আর আপলোড করলেন তাতেই আপনাকে ইউটিউব টাকা দিবে না। টাকা ইনকামের আগে আপনাকে অবশ্যই ইউটিউবের কিছু শর্ত পূরণ করতে হবে। আপনি যখন তাদের সকল শর্ত যথাযথ ভাবে পূরণ করতে পারবেন তখনই কেবল আপনি টাকা ইনকাম করতে পারবেন। আর একবার টাকা ইনকাম শুরু হয়ে গেলে আর পেছনে থাকতে হবে না। যত দিন যাবে আপনার ইনকামের হার ততই বাড়বে। তবে অবশ্যই সর্বদাই আপনাকে ইউটিউবের নিয়ম-নীতে মেনে চলতে হবে। আপনার চ্যানেল থেকে টাকা ইনকাম করা যায় তার মানে এই নয় যে আপনি তাদের সকল নিয়মের উর্ধ্বে চলে গেলেন। সর্বদাই তাদের নিয়ন-নীতে মেনে চলতে হবে, নয়তো যেকোন সময় আপনার চ্যানেল ব্যান হয়ে যেতে পারে।

ইউটিউব থেকে আয়

আজকে আমরা মূলত আলোচনা করবো কীভাবে একটি ইউটিউব চ্যানেল খুলে তার থেকে টাকা ইনকাম করা যায়। ইউটিউব থেকে আয় করার জন্য কি কি শর্ত পূরণ করতে হবে। তো, চলুন শুরু করা যাক,,,,,,,,!!!

টাকা ইনকাম করতে যা যা লাগবে

আপনি ইউটিউবে কি বিষয়বস্তু নিয়ে ভিডিও তৈরি করবেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছে। তবে অবশ্যই ভিডিও তৈরি করার আগে দেখে নিবেন ইউটিউবে কোন ধরনের ভিডিও আপলোড করা নিষিদ্ধ। ইউটিউবে নিষিদ্ধ নয় এমন যেকোন টপিকের উপর ভিডিও বানিয়ে আপলোড করতে পারেন।

কোন ধরনের ভিডিও বানাবেন, আইডিয়া পাচ্ছেন না? তবে দেখে নিন এই ব্লগটি-

১০ টি ব্রিলিয়েন্ট ইউটিউব চ্যানেল আইডিয়ায় লক্ষ টাকা ইনকাম করুন

আপনি কেমন ভিডিও বানাবেন তার উপর নির্ভর করে ক্যামেরা, অডিও রেকর্ডার বা অন্যান্য ডিভাইস লাগবে কিনা। তবে ভিডিও আপলোড করার জন্য আপনাকে অবশ্যই অল্প-স্বল্প ভিডিও ইডিটিং এর উপর জ্ঞান রাখতে হবে। এগুলো ছাড়াও সকল ইউটিউবারদের টাকা ইনকাম করার জন্য যা যা অবশ্যই লাগবে তা হলোঃ-

  • সর্বপ্রথম আপনার একটি ইউটিউব চ্যানেল থাকতে হবে।
  • আপনার ভিডিও গুলোর সর্বমোট ভিউ এক বছরের মধ্যে কমপক্ষে 4,000 ঘন্টা হতে হবে।
  • কমপক্ষে 1,000 বা 1k সাবস্ক্রাইবার থাকতে হবে।

এডসেন্স এর জন্য এপ্লাই করা

আপনার ইউটিউব চ্যানেলে যখন 4,000 ঘন্টার ভিডিও ভিউ এবং 1,000 সাবস্ক্রাইবার থাকবে তখন আপনি ভিডিও মনিটাইজেশনের (monetization) জন্য এপ্লাই করতে পারবেন। ইউটিউব ভিডিও মনিটাইজেশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে ইউটিউব আপনাকে টাকা দিবে। এখন প্রশ্ন হচ্ছে কীভাবে টাকা দিবে? এর উত্তর খুবই সহজ। আপনি ভিডিও তৈরি করতেছেন এবং মানুষজন ভিডিও গুলো ইউটিউবে দেখতেছে, তার জন্য আপনাকে ইউটিউব টাকা দিবে এমনটা না। আপনি যখন ইউটিউব মনিটাইজেশন করবেন তখন ইউটিউব কর্তৃপক্ষ আপনার ভিডিওতে বিভিন্ন কোম্পানির এড দিবে। এই এডের মাধ্যমে যে টাকা ইনকাম হবে তার কিছু টাকা ইউটিউব রেখে দিবে এবং বাকি টাকা আপনাকে দিবে। অর্থাৎ টাকা ইনকামটা শুরু হবে মনিটাইজেশনের পর থেকে। তখন প্রতিটা ভিউ এর জন্য আপনার একাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা হবে।

টাকা উত্তোলনের শর্ত সমূহ

আপনার চ্যানেল যখন ইউটিউব মনিটাইজেশন হয়ে যাবে তখন আপনার ভিডিওর প্রতিটা ভিউতে আপনার একাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা হতে থাকবে। এই টাকা সাধারণত প্রতিমাসের ২১ তারিখ বা আপনার যখন ইচ্ছে তখনই উত্তোলন করতে পারবেন। তবে টাকা উত্তোলন করার আগে আপনাকে ইউটিউবের কিছু নূন্যতম শর্ত পূরণ করতে হবে। শর্তগুলো হলো-

  • মনিটাইজেশনের মাধ্যমে এডসেন্স ক্রিয়েট করার পর আপনার একাউন্টে যখন
    *** QuickLaTeX cannot compile formula:
    10 ডলার জমা হবে (ভিডিও ভিউর মাধ্যমে) তখন এডসেন্স আপনাকে একটা কনফারমেশন ইমেইল পাঠাবে। আপনি এডসেন্স ক্রিয়েট করার সময় যে ইমেইল একাউন্ট দিয়েছিলেন তাতেই তারা মেইলটা পাঠাবে। ঐ ইমেইলে একটা পিন নম্বর থাকবে। তখন এই পিন নম্বর দিয়ে আপনার চ্যানেলটা ভেরিফিকেশন করতে হবে।</li></ul>
    <!-- /wp:list -->
    
    <!-- wp:list -->
    <ul><li>চ্যানেল ভেরিফিকেশনের সময় অনেক ক্ষেত্রে ন্যাশনাল আইডি কার্ড লাগতে পারবে। তখন তা দিয়ে আপনার চ্যানেলটি ভেরিফাই করে নিবেন।</li></ul>
    <!-- /wp:list -->
    
    <!-- wp:list -->
    <ul><li>ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর টাকা তুলার জন্য আপনার একাউন্টে অবশ্যই কমপক্ষে
    
    *** Error message:
    Unicode character ড (U+09A1)
    leading text: $10 ড
    Unicode character ল (U+09B2)
    leading text: $10 ডল
    Unicode character া (U+09BE)
    leading text: $10 ডলা
    Unicode character র (U+09B0)
    leading text: $10 ডলার
    Unicode character জ (U+099C)
    leading text: $10 ডলার জ
    Unicode character ম (U+09AE)
    leading text: $10 ডলার জম
    Unicode character া (U+09BE)
    leading text: $10 ডলার জমা
    Unicode character হ (U+09B9)
    leading text: $10 ডলার জমা হ
    Unicode character ব (U+09AC)
    leading text: $10 ডলার জমা হব
    Unicode character ে (U+09C7)
    leading text: $10 ডলার জমা হবে
    Unicode character ভ (U+09AD)
    leading text: $10 ডলার জমা হবে (ভ
    
    
    100 ডলার থাকতে হবে। সর্বনিম্ন $100 ডলার থেকে শুরু করে যত খুশি ডলার আপনি উত্তোলন করতে পারবেন। টাকা উত্তোলন আপনি যেকোন ব্যাংক একাউন্টের মাধ্যমে করতে পারবেন। অর্থাৎ আপনি যে ব্যাংক একাউন্ট এড করবেন তার মাধ্যমেই টাকা উত্তোলন করতে পারবেন।

টাকা ইনকামের অন্যান্য উপায়

এতোক্ষণ আমরা জানলাম কীভাবে এডের মাধ্যমে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। ইউটিউব থেকে টাকা ইনকামের মূলত এটাই প্রধান উপায়। তবে এছাড়াও আরো কিছু পদ্ধতিতে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। আপনার যখন একটা মান-সম্মত ইউটিউব চ্যানেল থাকবে, যার ভিডিওগুলো বেশ ভিউ হয় তখন আপনি দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির প্রডাক্টের, এপসের, ওয়েবসাইটের রিভিউ দিয়ে তাদের প্রডাক্ট প্রমোট করে তাদের কাছ থেকে টাকা ইনকাম করতে পারবেন। যা এডভারটাইজমেন্টের মাধ্যমে টাকা ইনকাম থেকে সম্পূর্ণ আলাদা। তখন এডের মাধ্যমে টাকা ইনকাম তো হবেই সাথে প্রডাক্ট রিভিউ দিয়েও ইনকাম হবে। অর্থাৎ ইনকাম বেড়ে হয়ে যাবে দ্বিগুণ। তাছাড়া আপনার নিজের যদি কোন ব্যবসা-প্রতিষ্ঠান থাকে তাহলে আপনার নিজের প্রডাক্ট প্রমোট করেও বৃদ্ধি করতে পারেন আপনার কাস্টমার সংখ্যা।

সর্বোপরি বলা যায়, ইউটিউব থেকে আয় সহজ তবে একটু সময় সাপেক্ষ। কারণ একদিনেই আপনার একাউন্ট ভেরিফাই হবে না। কারণ আপনার ইউটিউবে একটিভিটি দেখেই ইউটিউব কর্তৃপক্ষ আপনার একাউন্টটি যথার্থ হলেই কেবল ভেরিফাই করে এডসেন্স এপ্রোভ করে দিবেন। তার জন্য একটু সময় তো লাগবেই। তবে একবার এডসেন্স এপ্লাই করে যদি দেখেন আপনার একাউন্ট ভেরিফাই হচ্ছে না তখন হতাশ না হয়ে আপনার ভিডিও গুলো ইউটিউবের সকল নিয়ম-কানুনের মধ্যে আছে কিনা চেক করুন। ঠিক না থাকলে ঠিক করে আবার এডসেন্স এপ্লাই করুন, ভেরিফাই আজ না হয় কাল হবেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments