মনিটাইজেশন মানে হচ্ছে এড দেখিয়ে টাকা আয়। ইউটিউবে টাকা ইনকাম করা এখন খুবই সহজ। তবে একটু সময় সাপেক্ষ। আবার অনেকেই অল্প সময়েই অনেক টাকা ইনকাম করছেন। কিন্তু আমরা অনেকেই জানি না ইউটিউবে কোন কোন পদ্ধতিতে অধিক টাকা ইনকাম করা যায়। ফলে যারা ইউটিউবে নতুন চ্যানেল খুলবেন বা খুলেছেন তারা অনেকেই ইউটিউবে ইনকামের জন্য মাত্র একটি পদ্ধতি অর্থাৎ এডসেন্স সম্পর্কে যানেন। যার ফলে নতুনদের জন্য টাকা ইনকাম করা কঠিন হয়ে যাচ্ছে। কারণ, নতুন চ্যানেল তাই ১০০০ সাবসক্রাইবার আর ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম ও হচ্ছে না, ফলে ইউটিউব থেকে কোন টাকাও পাচ্ছেন না। নতুনদের এই সমস্যার শতভাগ সমাধান দিতেই আমার আজকের আলোচনা।
(প্রসঙ্গগতঃ মনিটাইজেশন কি? মনিটাইজেশন হলো এমন একটি পদ্ধতি, যে পদ্ধতি ইউটিউব ইউটিউবারদের টাকা প্রদান করে। অর্থাৎ ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য তাদের শর্ত সমূহ পূরণ করার পর একজন ইউটিউবার মনিটাউজেশন বা এডসন্সের জন্য আবেদন করতে পারেন। আবেদনের প্রেক্ষিতে ইউটিউব কর্তৃপক্ষ তার চ্যানেলটিতে মনিটাইজেশন চালু করে দিবেন। ফলে ঐ ইউটিউবার যখনই কোন ভিডিও আপলোড করবেন তখন গুগল তার ভিডিওতে কিছু এড দেখাবে। এই এড থেকেই ইউটিউবার মাধ্যমে টাকা পান।) ইউটিউব থেকে ভিডিও মনিটাইজেশন ছাড়াও টাকা ইনকামের বেশ কয়েকটি পদ্ধতি আছে। যে পদ্ধতিগুলো এপ্লাই করলে যেকেউ মনিটাইজেশনের চেয়েও অধিক টাকা ইনকাম করতে পারবেন। তাছাড়া, ঐ পদ্ধতিগুলো এপ্লাই করলেও আপনার চ্যানেল যখন ভিডিও মনিটাইজেশনের সকল শর্ত (1k সাবস্ক্রাইবার এবং 4k ঘন্টা ওয়াচ টাইম) পূরণ করবে তখন আপনি এডসেন্স থেকেও টাকা ইনকাম করতে পারবেন। অর্থাৎ তখন একাধিক ভাবে আপনার ইনকাম হবে। ফলে আপনার ইনকাম ও ২ থেকে ৩ গুণ বেড়ে যাবে। তো, চলুন জেনে নেওয়া যাক “মনিটাইজেশন ছাড়াও ইউটিউব থেকে টাকা ইনকাম করার বেশ কয়েকটি পদ্ধতি সম্পর্কে”,,,,,,,,!!!!!
আরো জেনে নিতে পারেন-
ইউটিউব থেকে টাকা আয় করার A টু Z
মনিটাইজেশন ছাড়া ইনকামের পদ্ধতি গুলো
মনিটাইজেশন ছাড়া টাকা ইনকামের যে পদ্ধতিটা রয়েছে, তাকে আমি দুইভাগে ভাগ করেছি।
- লং টাইম ইনকাম
- শর্ট টাইম ইনকাম
লং টাইম পদ্ধতিতে যদি আপনি ইনকাম করেন তাহলে সেটা আপনি অনেক দিন যাবত করতে পারবেন। কিন্তু আপনি যদি শর্ট টাইমে ইনকাম করতে চান তাহলে সেটা হবে কিছু দিনের জন্য। তার জন্য আমি আপনাদেরকে বলবো লং টাইম ইনকামের দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে।
লং টাইম ইনকাম পদ্ধতি
লং টাইম পদ্ধতিতে ইনকামের জন্য আপনার প্রথমেই যা লাগবে তা হলো ভিডিও ভিউ। অর্থাৎ আপনার যদি ভিডিও ভিউ না থাকে, মানে কোন অডিয়েন্স না থাকে তাহলে আপনি এমনিতেই কোন টাকা ইনকাম করতে পারবেন না। কিন্তু আপনার যদি অডিয়েন্স বা ভিডিও ভিউ থাকে তাহলে আপনার ইনকামের অনেকগুলো রাস্তা খুলে যাবে।
প্রথম পদ্ধতি
প্রথম যে ইনকাম পদ্ধতিটা রয়েছে তা হচ্ছে ই-বুক। অর্থাৎ যাদের ইডুকেশনাল ইউটিউব চ্যানেল রয়েছে বা নতুন চ্যানেল খুলবেন ভাবছেন তারা এটা করতে পারেন। আপনি কোন একটা টপিক নিয়ে আলোচনা করে তার একটা শিট তৈরি করলেন বা প্রশ্নের সমাধানের একটা শিট তৈরি করে পিডিএফ আকারে ই-বুক তৈরি করলেন। এবার যারা আপনার ভিডিওটি দেখবে তাদের বলবেন, ডিসক্রিপশনে দেওয়া লিংক থেকে গিয়ে যেন তারা আপনার ই-বুকটি কিনে। আপনি যদি প্রতি শিটের জন্য ১০ টাকা করেও নেন, তাহলে ১০০০ মানুষ ভিডিওটি দেখে যদি তার মধ্যে ১০০ জন্য আপনার শিটটি নেয়, তাহলে আপনি ১০*১০০ = ১০০০ টাকা পেয়ে যাচ্ছেন। আপনার ভিডিও যত ভাল হবে এবং ভিউ যত বেশি হবে, আপনার ই-বুক ও তত বেশি বিক্রি হবে। ইডুকেশনাল ইউটিউবারদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে।
দ্বিতীয় পদ্ধতি
যারা বিউটি টিপসের ভিডিও বানান বা বিভিন্ন রকম প্রডাক্টের রিভিউ ভিডিও বানান তারা এই পদ্ধতিটা এপ্লাই করতে পারেন। আপনি কোন একটা প্রডাক্টের ভাল করে রিভিউ ভিডিও তৈরি ইউটিউবে আপলোড করলেন এবং ঐ প্রডাক্টটি ক্রয় করার জন্য ভিডিও ডিসক্রিপশনে কোন ওয়েবসাইটের লিংক দিয়ে দিলেন। যারা আপনার ভিডিওটি দেখবে তাদের বলবেন যাতে তারা প্রডাক্টি আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে গিয়ে কিনে। তাতে কি হবে যখনই কেউ আপনার লিংক থেকে গিয়ে ঐ ওয়েবসাইট থেকে কোন প্রডাক্ট কিনবে তখন আপনি ঐ ওয়েবসাইট থেকে কিছু টাকার একটা কমিশন পাবেন। এভাবে আপনি একটা বেশ ভাল পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে প্রডাক্ট ক্রয়ের ওয়েবসাইট লিংক দেওয়ার আগে অবশ্যই ঐ ওয়েবসাইটের সাথে আপনি কথা বলে একটা কমিশন রেট ঠিক করে নিবেন।
তৃতীয় পদ্ধতি
তৃতীয় যে ইনকাম পদ্ধতিটা রয়েছে তা হচ্ছে স্পন্সরশিপ। দেখুন, ছোট ছোট যেসকল কোম্পানি বা অনলাইন বিজনেস গুলো রয়েছে তারা কিন্তু ছোট ছোট ইউটিউবারদেরকেই খোঁজে। কারণ, ছোট ছোট ইউটিউবারদের মাধ্যমে তারা অল্প টাকায় তাদের পণ্যের বিজ্ঞাপণটি অনেক মানুষের কাছে পৌছে দিতে পারে। মনিটাইজেশন ছাড়া ইনকাম করার জন্য এটা আর একটা বেস্ট পদ্ধতি। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন আপনি কোন ধরনের বিজনেসের স্পন্সর করছেন। আপনার এমন বিজ্ঞাপণে আপনার অডিয়েন্সরা বিরক্ত হলো কিনা।
চতুর্থ পদ্ধতি
ইনকামের জন্য চতুর্থ পদ্ধতিটা হচ্ছে যারা মার্কেটিং ব্লগিং করেন তাদের জন্য। অর্থাৎ, অনেকেই আছে যারা কোন মার্কেটে কম দামে জিনিস পত্র পাওয়া যায় বা কোন দোকানের জিনিস পত্র ভালো এগুলো নিয়ে ভিডিও বানান। তো, আপনি যখন এরকম টাইপের ভালভাবে ৩-৪ টা ভিডিও তৈরি করবেন, আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন তখন আপনি কোন না কোন দোকানদারের নজরে পরে যাবেন। তাতে হবে কি, ঐ দোকানদার তখন আপনাকে তার দোকানের প্রডাক্টের উপর একটা ব্লগ বানাতে বলবে। ফলে আপনার কিছু টাকাও ইনকাম হয়ে গেল এবং নতুন একটা ব্লগ বানানোর কন্টেন্ট ও হয়ে গেল।
আরো জেনে নিতে পারেন-
১০ টি ব্রিলিয়েন্ট ইউটিউব চ্যানেল আইডিয়ায় লক্ষ টাকা ইনকাম করুন
তো, এভাবে আপনারা মনিটাইজেশন ছাড়া ইনকাম করতে পারেন। তাছাড়া, যখন আপনার এডসেন্স চালু হয়ে যাবে তখন এডসেন্স থেকেও তো টাকা পাবেন। এগুলো তো আমি লং টাইম ইনকামের কথা বললাম, এবার চলুন শর্ট টাইম ইনকাম পদ্ধতিগুলো সম্পর্কে যেনে নেওয়া যাক,,,,,,!!!
শর্ট টাইম ইনকাম পদ্ধতি
অনেক গেইম কোম্পানি রয়েছে যারা তাদের গেইমকে প্রমোট করার জন্য অনেক ইউটিউবারদের অফার করে। তো, আপনি যখন কোন একটা গেইমের রিভিউ করে বললেন এই গেইম খেলে অনেক টাকা ইনকাম করা যাবে। এই রিভিউ এর মাধ্যমে আপনি সাময়িক একটা বড় এমাউন্টের টাকা ইনকাম করতে পারবেন কিন্তু যখন আপনার কথা শুনে আপনার অডিয়েন্সরা গেইমটি ডাউনলোড দিলো কিন্তু এই গেইমগুলো থেকে অধিকাংশ সময়ই কোন টাকা ইনকাম করা যায় না। আপনার কথা বিশ্বাস করে আপনার অডিয়েন্সা এই কাজটি করে যখন কোন টাকা ইনকাম করতে পারবে না তখন আপনার সাথে অডিয়েন্সদের একটা দূরত্ব তৈরি হবে। ফলে আপনি এভাবে বেশি দিন ইউটিউবে ঠিকে থাকতে পারবেন না। আবার অনেক এপ্লিকেশন আছে যখন মার্কেটে নতুন আসে তখন তারা একটা অপশন রাখে যে আপনি যদি কাউকে ইনভাইট করেন তাহলে ২০ টাকা বা ৫০ টাকা করে ইনকাম করতে পারবেন। কোম্পানিগুলো আসলে ফ্রিতে এডভারটাইজ করার জন্য এটা করে। কারণ, এটা করলে অনেক ইউটিউবার আছে যারা ভিডিও বানিয়ে অডিয়েন্সদের ডিসক্রিপশনে দেওয়া লিংকের মাধ্যমে গিয়ে তার রেফার আইডির মাধ্যমে একাউন্ট খুলতে বলে। ফলে ইউটিউবাররা হয়তো কিছু একটা এমাউন্টের টাকা ইনকাম করতে পারে কিন্তু অডিয়েন্স যারা ঢুকে কাজ করতে যায় তাদের অধিকাংশই কোন টাকা ইনকাম করতে পারে না। ফলে তখন অডিয়েন্সরা ইউটিউবারের প্রতি বিরক্ত হয়। অর্থাৎ এভাবে অল্প কয়েকদিন টাকা ইনকাম করা গেলেও বেশি দিন ইনকাম করা যায় না। তাই, আপনারা তাড়াতাড়ি অধিক টাকা ইনকামের দিকে নজর না দিয়ে লং টাইম ইনকামের দিকে নজর দিন। আজ অল্প টাকা করে ইনকাম করলেও একটা সময় আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। কারণ, আপনি যখন লং টাইম ইনকামের চিন্তা করবেন তখন আপনার চ্যানেলটি ধীরে ধীরে বড় হতে থাকবে। ফলে আপনার ইনকামও বাড়তে থাকবে। মনিটাইজেশন ছাড়া যেহেতু লং টাইম ইনকামও করা যায়, তাই আপনারা অহেতুক শর্ট টাইম ইনমাকের দিকে ঝুঁকবেন না। অডিয়েন্সদের ভাল কিছু ভিডিও দেন, টাকা ইনকাম করতে সময় লাগবে না।