এক বছরে ৩৬৫ দিন। আবার এ এক বছরে ১২ টি মাস। আর এমন অনেকেই আছে যারা এ ১২ টি মাসের নাম ইংরেজিতে ভালোভাবে জানে না। তাই আপনি যদি ইংরেজি ১২ (বারো) মাসের নাম না জেনে থাকেন তাহলে নিচের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। কারণ এ আর্টিকেলে আমি ইংরেজি ১২ মাসের নাম নিয়ে আলোচনা করব। তাহলে আর দেরি না করে চলুন জেনে নেই –
ইংরেজি ১২ (বারো) মাসের নাম
বাংলা মাসের মতো ইংরেজিতেও ১২ টি মাস রয়েছে। এগুলো হলো –
- January
- February
- March
- April
- May
- June
- July
- August
- September
- October
- November
- December
ইংরেজি ১২ (বারো) মাসের নাম বাংলায়
নিম্নে ইংরেজি মাসের নামগুলি বাংলায় দেওয়া হলো।
- জানুয়ারি
- ফেব্রুয়ারি
- মার্চ
- এপ্রিল
- মে
- জুন
- জুলাই
- আগস্ট
- সেপ্টেম্বর
- অক্টোবর
- নভেম্বর
- ডিসেম্বর
ইংরেজি মাসের নাম (বাংলা + ইংরেজিতে)
আপনাদের সবার সুবিধার্থে নিচে ইংরেজি + বাংলা মাসের নামগুলো একসাথে দেওয়া হলো।
- January – জানুয়ারি
- February – ফেব্রুয়ারি
- March – মার্চ
- April – এপ্রিল
- May – মে
- June – জুন
- July – জুলাই
- August – আগস্ট
- September – সেপ্টেম্বর
- October – অক্টোবর
- November – নভেম্বর
- December – ডিসেম্বর
ইংরেজি কি কি মাসে বাংলা মাসগুলো থাকে?
- বৈশাখ – এপ্রিল ও মে
- জ্যৈষ্ঠ – মে ও জুন
- আষাঢ় – জুন ও জুলাই
- শ্রাবণ – জুলাই ও আগস্ট
- ভাদ্র – আগস্ট ও সেপ্টেম্বর
- আশ্বিন – সেপ্টেম্বর ও অক্টোবর
- কার্তিক – অক্টোবর ও নভেম্বর
- অগ্রহায়ণ – নভেম্বর ও ডিসেম্বর
- পৌষ – ডিসেম্বর ও জানুয়ারি
- মাঘ – জানুয়ারি ও ফেব্রুয়ারি
- ফাল্গুন – ফেব্রুয়ারি ও মার্চ
- চৈত্র – মার্চ ও এপ্রিল
কিভাবে এলো এই ইংরেজি মাসের নাম?
জানুয়ারি
প্রাচীন রোমে ‘জানুস’ নামক একজন দেবতা ছিল। রোমবাসীরা সবাই তাকে সূচনার দেবতা বলে মানতো। তারা যখনই কিছু করত তখন এই দেবতার নাম স্মরণ করতো। এজন্য বছরের প্রথম নামটিও তার নামে রাখা হয়।
অন্য তথ্য অনুযায়ী, ‘জানুস’-এর ছিল দুটি মুখ। একটি হলো সামনে, অপরটি পেছনে। এর একটি মুখ তাকিয়ে আছে অনাগত ভবিষ্যতের দিকে, অন্যটি বিদায়ী অতীত পানে। আর তাই তার সাথে মিল রেখে জানুয়ারিকে বছরের প্রথম মাস করা হয়।
ফেব্রুয়ারি
যিশুখ্রিস্টের জন্মের ৪৫০ বছর পূর্বে দ্বিতীয় মাস হিসেবে ফেব্রুয়ারির প্রচলন ছিল। তখনকার সময় রোমানরা ‘ফেব্রুয়া’ নামে চিত্তশুদ্ধির উৎসব পালন করতো। ‘ফেব্রুয়া’ মানে হলো পবিত্র। রোমানরা তাই এই মাসটিকে পবিত্র মাস বলে মনে করে।
মার্চ
রোমান যুদ্ধ দেবতা ‘মারস’-এর নামানুসারে রোমানরা মার্চ মাসের নামকরণ করেন।
এপ্রিল
বসন্তের দ্বার খুলে দেওয়াই হলো এপ্রিলের কাজ। তাই অনেকে মনে করেন ল্যাটিন শব্দ ‘এপিরিবি’ থেকে এপ্রিল এসেছে। এপিরিবি অর্থ খুলে দেওয়া।
মে
রোমানদের আলোকে দেবী ‘মেইয়ার’ নামানুসারে এ মাসটির নাম রাখা হয় মে।
জুন
রোমানদের নারী, চাঁদ ও শিকারের দেবী ছিলেন ‘জুনো’। আর জুনোর নামেই জুনের নামকরণ করেন তারা।
জুলাই
জুলিয়াস সিজারের নামানুসারে জুলাই মাসের নামকরণ করা হয় । মজার কথা হচ্ছে, বছরের প্রথমে জানুয়ারি ও ফেব্রুয়ারিকে স্থান দিয়ে তিনি নিজেই নিজেকে দূরে সরিয়ে দেন।
আগস্ট
জুলিয়াস সিজারের পর রোমের সম্রাট হয় তার ভাইয়ের ছেলে অগাস্টাস সিজার। তার ভাইয়ের ছেলের নামানুসারে এই মাসটির নামকরণ করা হয় ‘আগস্ট’।
সেপ্টেম্বর
সেপ্টেম্বর শব্দের শাব্দিক অর্থ সপ্তম। কিন্তু সিজারের বর্ষ পরিবর্তনের পর তা এসে দাঁড়ায় নবম মাসে। তারপর এটা কেউ পরিবর্তন করে নি।
অক্টোবর
‘অক্টোবর’ শব্দটির অর্থ অষ্টম। সেই মতে এটা অষ্টম মাস হওয়ার কথা। কিন্তু সেই অষ্টম মাস আমাদের ক্যালেন্ডারের এখন স্থান পেয়েছে দশম মাসে।
নভেম্বর
‘নভেম’ শব্দের অর্থ নয়। সেই অর্থানুযায়ী তখন নভেম্বর ছিল নবম মাস। জুলিয়াস সিজারের কারণে আজ নভেম্বরের স্থান এগারো তম মাসে।
ডিসেম্বর
ল্যাটিন শব্দ ‘ডিসেম’ অর্থ দশম। সিজারের বর্ষ পরিবর্তনের আগে অর্থানুযায়ী এটি ছিল দশম মাস। কিন্তু আজ আমাদের কাছে এ মাসের অবস্থান ক্যালেন্ডারের শেষ মাসে।
তো আজ এ পর্যন্তই থাকলো। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এ সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।