আসল / অরিজিনাল শাওমি (MI) ফোন চিনবো কিভাবে?

বর্তমান বাজারের বেশ জনপ্রিয় একটি ফোন কোম্পানি হচ্ছে শাওমি। এ কোম্পানি একের পর এক ভালো স্মার্টফোন বাজারে লঞ্চ করে মার্কেটকে নতুন করে সাজিয়েছে। তবে দুঃখের বিষয় হল জনপ্রিয়তার সাথে সাথে এ কোম্পানির অনেক ফোন রয়েছে যেগুলো নকল। তাই কেনার সময় অবশ্যই দেখে নেওয়া উচিত ফোনটি সেকেন্ড হ্যান্ড কি না। চলুন তাহলে, আসল ও নকল শাওমি ফোন চেনার ৭ টি উপায় জেনে নেই।

আসল ও নকল শাওমি ফোন চেনার উপায়

এ পোস্টে আমি এমন কিছু উপায় সম্পর্কে বলব যেকোনো জানলে আপনি খুব সহজেই আসল নকল শাওমি ফোন চিনতে পারবেন। আসল শাওমি ফোন চেনার কয়েকটি উপায় হলো –

  • এমআই (MI) ভেরিফিকেশন অ্যাপ
  • সিরিয়াল নাম্বার দিয়ে ফোন ভেরিফাই
  • MIUI ROM ভার্সন
  • ফোনের বেঞ্চমার্ক টেস্ট
  • ইনবক্স এসেসরিজ
  • দামের পার্থক্য
  • AnTuTu Officer App

এমআই (MI) ভেরিফিকেশন অ্যাপ

বর্তমান মার্কেটে প্রচুর নকল ফোন রয়েছে। তাই শাওমি নকল শাওমি ফোন নিয়ে খুবই সচেতন। তাই শাওমি মোবাইল কোম্পানি তাদের মোবাইলের জন্য অফিশিয়ালি একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে। অ্যাপটি হলো MI Verification App. যার মাধ্যমে আসল ও নকল শাওমি ফোন চিহ্নিত করা যায়।

MI Verification App এর মাধ্যমে আসল ও নকল শাওমি ফোন যাচাই করতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন –

  • প্রথমে MI Verification App ডাউনলোড করুন
  • অ্যাপটি ওপেন করুন
  • এরপর Turn On Performance Mode অপশন চালু করুন
  • Scan & Verify অপশন সিলেক্ট করুন
  • অন্য একটি মোবাইল বা কম্পিউটার দিয়ে এই লিংকে প্রবেশ করে কিউআর (QR) কোড স্ক্যান করুন
  • এরপর অ্যাপটি আপনার ফোন আসল না নকল তা জানার জন্য কিছু টেস্ট করবে
  • কিছুক্ষণ পর ভেরিফিকেশন নোটিফিকেশন দেখতে পাবেন। এভাবে আপনি আপনার শাওমি ফোন পরীক্ষা করে দেখতে পারেন।

বিশেষ দ্রষ্টব্য: কিছু শাওমি ফোন ব্যবহারকারী রিপোর্ট করেছে যে, তাদের স্মার্টফোনে অ্যাপটি ঠিকমতো কাজ করছে না। আপনার ফোনেও যদি সমস্যা হয় তবে অন্য উপায় গুলো অনুসরণ করতে পারেন।

সিরিয়াল নাম্বার দিয়ে ফোন ভেরিফাই

শাওমি ফোনের বক্সের পেছনে একটা প্রোডাক্ট লেভেল থাকে। কিন্তু আপনি যদি থার্ড পার্টি স্টোর এর কাছ থেকে ফোন কেনেন তবে এই লেবেলটি নাও থাকতে পারে।

আপনার ফোনের বক্সের পিছনে যদি অথেনটিকেশন লেবেল থাকে তাহলে সেখানে একটি কোড থাকবে। আপনি সে কোডটি নিয়ে http://www.mi.com/verify/ লিঙ্কে গিয়ে প্রবেশ করালেই জেনে যাবেন আপনার ফোনটি আসল নাকি নকল।

MIUI ROM ভার্সন

নকল শাওমি ফোনে কাস্টম এন্ড্রয়েড স্কিন ইনস্টল করা থাকে। আপনার ফোনের Settings এ গিয়ে About Phone অপশনে প্রবেশ করুন। ওখানে আপনার ফোনের MIUI ভার্সন দেওয়া থাকে।

গুগল থেকে জেনে নিন আপনার ফোনে কোন ভার্সন থাকা উচিত। তারপর আপনার ফোনের সাথে মিলিয়ে দেখে নিন আপনার ফোনটি আসল না নকল।

ফোনের বেঞ্চমার্ক টেস্ট

আপনার ফোনের বেঞ্চমার্ক পরীক্ষা করে দেখতে পারেন। পরীক্ষা করে যদি কাঙ্খিত ফলাফল না পান, তাহলে ধরে নিবেন আপনার ফোনটি নকল। পরীক্ষা করতে নিচের উপায় অবলম্বন করুন –

প্রথমে AnTuTu benchmarking অ্যাপটি ইন্সটল করুন। এরপর আপনার ফোনের বেঞ্চমার্ক পরীক্ষা করুন। পরীক্ষা করে প্রাপ্ত স্কোর নোট করে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। যদি স্কোরে খুব বেশি পার্থক্যয থাকে তাহলে বুঝে নিবেন আপনার ফোনটি নকল।

ইনবক্স এসেসরিজ

আপনি নতুন শাওমি ফোন কেনার সময় বক্সের সাথে যেসব এসেসরিজ দেওয়ার কথা, সেগুলো ঠিকমত পাচ্ছেন কিনা সেটা চেক করুন।তাছাড়া বক্সটি অথেনটিক কিনা কেনার আগে সেটিও শিওর হয়ে নিন।

দামের পার্থক্য

ফোন কেনার সময় দামের বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন।ফোনটি সেকেন্ড হ্যান্ড বা নতুন যেটাই হোক না কেন কিনার আগে সিওর হয়ে নিন যে আপনি ন্যায্য দামেই ফোনটি কিনছেন।

যদি অতিরিক্ত মূল্য ছাড় ফোনটি দিতে চায়, তাহলে বুঝবেন ফোনটিতে ঝামেলা আছে। তাই ফোন কেনার সময় অবশ্যই ফোনের দাম বিবেচনা করুন।

AnTuTu Officer App

আপনার ফোনে AnTuTu Officer অ্যাপটি ডাউনলোড করুন। এটা MI অথেন্টিকেশন অ্যাপের মতোই কাজ করে। এই অ্যাপটি স্ক্যানিং এর মাধ্যমে ফোনের মডেলের সাথে মিলিয়ে আপনার ফোনে যে অরজিনাল হার্ডওয়ার থাকার কথা তা নিশ্চিত করার মাধ্যমে ফোনের আসল নকল নির্ধারণ করে।


তাহলে আজকের মতো এখানেই থাকল। আপনি উপরের পদ্ধতিগুলোর অনুসরণ করে শাওমি ফোনের আসল- নকল নির্ধারণ করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *