মানুষের মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম হলো ভাষা। পৃথিবীতে প্রায় ৬৫০০ ভাষা রয়েছে। বাংলা, হিন্দি, আরবি, চীনা, রুশ, পর্তুগিজ, ফারসি, পালি, জাপানি ইত্যাদি সহ আরও হাজার হাজার ভাষা রয়েছে। এগুলোর মাঝে আরবি পঞ্চম। খুব সহজেই আরবি ভাষা শিখা যায়। তাই আরবি ভাষা শিখার জন্য আরবি হরফের সাথে পরিচিতি হতে হবে। এজন্য আজকের আর্টিকেলে আমরা আরবি হরফ পরিচিতি বাংলা উচ্চারণ সহ | Arabic Letters নিয়ে বিস্তারিত আলোচনা করব।
আমরা সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে সবচেয়ে বেশি স্বাচ্ছ্যন্দ বোধ করি। কারণ মাতৃভাষায় খুব সহজে যেভাবে মনের ভাব প্রকাশ করা যায় পৃথিবীর অন্য কোন ভাষাতে তা সম্ভব হয় না। তবে মাতৃভাষা ছাড়াও অনেকে অন্য ভাষা চর্চা করে থাকে। আরবি ভাষা তার মাঝে অন্যতম। পৃথিবীতে প্রায় ৪০০ মিলিয়ন মানুষ আরবি ভাষায় কথা বলে। এটি আবার ২৭ টি দেশের দাপ্তরিক ভাষা। এ থেকেই বুঝা যাচ্ছে আরবি ভাষার গুরুত্ব কতটা।
যেকোন ভাষা শেখার জন্য তার বর্ণমালা আগে জেনে নিতে হয় এবং উচ্চারণ সঠিকভাবে জানতে হয়। উচ্চারণ জানা থাকলে সে ভাষা শিখতে সহজ হয়। তেমনি আরবি ভাষা শিখতে হলে আরবি হরফ বা বর্ণমালা ভালোভাবে জানতে হবে।
আরবি হরফ পরিচিতি বাংলা উচ্চারণ সহ
আরবি হরফ | উচ্চারণ | আরবি হরফ | উচ্চারণ |
---|---|---|---|
ا | আলিফ | ط | ত্ব |
ب | বা | ظ | জ্ব |
ت | তা | ع | আইন |
ث | ছা | غ | গাইন |
ج | জীম | ف | ফা |
ح | হা | ق | ক্বফ |
خ | খা | ك | কাফ |
د | দাল | ل | লাম |
ذ | যাল | م | মীম |
ر | রা | ن | নূন |
ز | যা | و | ওয়াও |
س | সীন | ه | হা |
ش | শীন | ء | হামযাহ্ |
ص | ছ্বদ | ي | ইয়া |
ض | দ্বদ |
আরবি হরফ / বর্ণমালা উচ্চারণ করার নিয়ম
আরবি হরফ | বাংলা উচ্চারণ | উচ্চারণ করার নিয়ম |
---|---|---|
ا | আলিফ | এটি উচ্চারণ করতে উপরের দাঁতের আগা নিচের ঠোঁটের পেটে লাগবে ।এক ঠোঁট আরেক ঠোঁটের সাথে লাগবেনা।*বা(ب)-স্বাভাবিক অবস্থায় মিলানো ঠোঁট খোলে দিয়ে ‘বা’ উচ্চারণ করতে হয়। |
ب | বা | স্বাভাবিক অবস্থায় মিলানো ঠোঁট খোলে দিয়ে ‘বা’ উচ্চারণ করতে হয়। |
ت | তা | এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে |
ث | ছা | এক আলিফ পরিমাণ লম্বা করে পাতলা আওয়াজ করে পড়তে হবে। |
ج | জীম | চার আলিফ পরিমাণ লম্বা হবে। শক্ত আওয়াজে পড়তে হবে। |
ح | হা | এক আলিফ পরিমাণ লম্বা হবে।কণ্ঠনালীর মাঝখান থেকে গরম বাতাসের সাহায্যে উচ্চারিত হবে ।উচ্চারণে বাংলা আকার প্রকাশ পাবে। |
خ | খা | এই হরফ মোটা উচ্চারিত হবে। বাংলা ‘খ’ এর সাথে আকার প্রকাশ পাবে না। |
د | দাল | চার আলিফ লম্বা হবে এবং স্বাভাবিক উচ্চারণ হবে। |
ذ | যাল | চার আলিফ লম্বা হবে এবং নরম উচ্চারণ হবে। |
ر | রা | এই হরফ মোটা উচ্চারিত হবে। ‘র’ এর সাথে আকার প্রকাশ পাবে না |
ز | যা | এক আলিফ পরিমাণ লম্বা হবে। |
س | সীন | চার আলিফ পরিমাণ লম্বা হবে। |
ش | শীন | চার আলিফ পরিমাণ লম্বা হবে।শুরুতে শীশ দিয়ে আওয়াজ হবে। |
ص | ছ্বদ | চার আলিফ পরিমাণ লম্বা হবে।মোটা আওয়াজে পড়তে হবে। |
ض | দ্বদ | চার আলিফ পরিমাণ লম্বা হবে।মোটা আওয়াজে পড়তে হবে। |
আরবি হরফ | বাংলা উচ্চারণ | উচ্চারণ করার নিয়ম |
---|---|---|
ط | ত্ব | এক আলিফ পরিমাণ লম্বা হবে। জিহবার আগা উপরের দাঁতের গোঁড়ায় ভিতর দিয়ে ধাক্কা দিয়ে মুখ খুলে দিবে। |
ظ | জ্ব | এক আলিফ পরিমাণ লম্বা হবে।মোটা ও নরম উচ্চারণ হবে। |
ع | আইন | চার আলিফ পরিমাণ লম্বা হবে। |
غ | গাইন | চার আলিফ পরিমাণ লম্বা হবে।মোটা আওয়াজে হবে। বাংলা ‘গ’ এর সাথে আকার প্রকাশ পাবে না। |
ف | ফা | এক আলিফ পরিমাণ লম্বা হবে। |
ق | ক্বফ | ক্ত করে বলতে হয়। |
ك | কাফ | চার আলিফ পরিমাণ লম্বা হবে। স্বাভাবিক উচ্চারণ হবে। |
ل | লাম | চার আলিফ পরিমাণ লম্বা হবে। |
م | মীম | চার আলিফ পরিমাণ লম্বা হবে। |
ن | নূন | চার আলিফ পরিমাণ লম্বা হবে। |
و | ওয়াও | চার আলিফ পরিমাণ লম্বা হবে। |
ه | হা | স্বাভাবিক উচ্চারণ হবে। এক আলিফ পরিমাণ লম্বা হবে। |
ء | হামযাহ্ | বাংলা ‘য’ এর সাথে আকার দিয়ে পরে ‘হ’ হসন্ত যোগ হবে। |
ي | ইয়া | চার আলিফ পরিমাণ লম্বা হবে। |
সহজে আরবি ভাষা শিখার উপায়
১. আরবি হরফ / বর্ণমালা ডাউনলোড
আপনি যদি সহজে আরবি ভাষা শিখতে চান তাহলে প্রথমে আরবি বর্ণমালা ডাউনলোড করে নিতে হবে। গুগল থেকে সার্চ দিয়ে একটি বেসিক বর্ণমালার তালিকা ডাউনলোড করুন।
এবার আপনি নিয়ম করে প্রতিদিন ২৫/৩০ মিনিট দুটি বা তিনটি করে বর্ণ শিখা শুরু করুন। এভাবে পড়লে এক মাসের মাঝে আপনি আরবি হরফগুলো সুন্দরভাবে শিখতে পারবেন। তাছাড়া বর্তমানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি অন্য একটি তালিকা প্রকাশ করেছে, এ তালিকা থেকে শিখা যাবে কীভাবে আরবি হরফগুলো লিখা যায়।
তাছড়া বর্তমানে ইউটিউবে বিভিন্ন ভিডিও কোর্স রয়েছে। এগুলো থেকেও আপনি খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন।
২. আরবি হরফের পরিবর্তন খেয়াল করা
অনেক আরবি হরফ আছে যেগুলো স্থানভেদে ভিন্ন ভিন্ন উচ্চারণ হয়। আরবি হরফে হরকত সমূহ যেমন – যের, যবর ও পেশ থাকার কারণে হরফ শুরুর দিকে থাকলে বা মাঝে থাকলে বা শেষের দিকে থাকলে এদের উচ্চারণ আলাদা হয়। তাই এসব বিষয় ভালোভাবে খেয়াল রাখতে হবে।
৩. আরবি ভাষাভাষী মানুষের সাথে কথা বলা
কোনো ভাষার সঠিক উচ্চারণ জানতে ও শিখতে হলে, সেই ভাষাভাষী মানুষের কাছ থেকে শেখা ও জানা সবচেয়ে ভালো। তাই আরবি ভাষা শিখার জন্য ও আরবি ভাষা যাদের মাতৃভাষা তাদের সাথে কথা বলা উচিত। দরকার হলে তার সামনেই উচ্চারণগুলো রিপিট করা উচিত।
৪. আরবি হরফে ভাওয়েল ও অন্যান্য চিহ্নের সাথে পরিচিত হওয়া
আরবি হরফে কিছু বৈশিষ্ট্যসূচক চিহ্ন আছে যেগুলা কোরআন বা অন্য ইসলাম বিষয়ক বইতে পাওয়া যাবে। এই চিহ্নের সাহায্যে কোন শব্দ কোন স্থানে কিভাবে উচ্চারিত হবে বা কোথায় থামতে হবে বা কতটুকু থামতে হবে বা কোথায় থামা যাবেনা তা জানা যায়।
উপরের নিয়মগুলো অনুসরণ করলেই খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন।
সহজে আরবি ভাষা শিক্ষার জন্য অনলাইন কোর্স
১. আরবি ভাষার উৎস ডাউনলোড করা
আরবি ভাষা শিখার জন্য বর্তমানে অনলাইনে অনেক অনেক কোর্স রয়েছে যার সাহায্যে সহজেই আরবি ভাষা শিখা যায়। কিন্তু এগুলোর মাঝে আবার কোনটা ফ্রি আবার কোনটাতে ফি দিতে হয়। আপনার সুবিধা অনুয়ায়ী আপনি যেকোনটা শিখতে পারেন।
২. মোবাইল ফোনে আরবি শিক্ষার অ্যাপ ডাউনলোড করা
ডিজিটাল যুগে প্রায় সবার হাতেই স্মার্টফোন রয়েছে। আর এখন অনেক মোবাইল অ্যাপ রয়েছে যার মাধ্যমে খেলার ছলে সহজেই আরবি ভাষা শিখা যাবে। নিম্নে কয়েকটি জনপ্রিয় অ্যাপসের নাম দেওয়া হলো –
- Tinycards
- Duolingo
- Memrise
- Clozemaster
- Learn Arabic. Speak Arabic
- Learn Arabic for Beginners
এগুলোর মাঝে কিছু কিছু আছে ফ্রি। আবার কিছু কিছু ফি দিতে হয়। এসব অ্যাপ দিয়ে আবার দ্রুত ইংরেজিও শেখা যায়।
৩. আরবি সাবটাইটেল সম্পর্কিত TED ( Technology, Entertainment, Design ) talk দেখা
নিজ ভাষায় বলা বাক্যকে আরবিতে ট্রান্সলেট করার চেষ্টা করতে হবে। এরপর সেগুলোকে মিলিয়ে দেখতে হবে সঠিক হলো কিনা। তাছাড়া আরবি ভাষাভাষী লোকদের কথা, কাজ খেয়াল করতে হবে, তাহলে তাদের ভাষা, সংস্কৃতি সম্পর্কে সহজেই ধারণা পাওয়া যাবে।
৪. আরবি ভাষাভাষীর সাথে অনলাইন আলোচনা
কোন ভাষা শিখার জন্য সেই দেশের লোকদের কাছ থেকে শিখা উচিত। তাই সে দেশের লোকদের সাথে বন্ধুত্ব করা উচিত এবং নিয়মিত তাদের ভাষায় কথা বলা উচিত। তাছাড়া নিয়মিত অনুশীলন করলে আস্তে আস্তে দক্ষতা বাড়বে।
কিছু ওয়েবসাইট আছে যেখান থেকে আরবি ভাষার লোকের সাথে যোগাযোগ করা যাবে সহজেই। যেমন –
- Lang-8
- MyLanguageExchange.com
- Italki
৫. অনলাইনে টেস্ট দেয়া
অনলাইনে অনেক ভাষা শিখার সফটওয়্যার আছে এবং অনেক স্কুল ও আছে যারা সেই দেশের ভাষা শিক্ষার জন্য ফ্রি কিছু টেস্ট নেয়। আরবি ভাষা শিখা শুরু করার পর এইসব টেস্ট দেয়ার মাধ্যমে নিজের উন্নতি যাচাই করতে পারবেন।
ভাষা শিক্ষায় নিজেকে নিমজ্জিত করা
১. আরবি গান শোনা
আরবি গান শোনার মাধ্যমে আরবি ভাষা চর্চা করা যাবে। এতে খারাপও লাগবে না আবার আরবি চর্চাও হবে। আরবি গান শোনার জন্য বিভিন্ন ধরণের আরবি চ্যানেল রয়েছে। এছাড়াও যদি আরবি কোন গায়কের নাম জানা থাকে তাহলে তার গানগুলো ও শোনা যেতে পারে।
২. আরবি মুভি দেখা
বর্তমানে টেলিভিশনের আরবি চ্যানেলে বিভিন্ন শো বা মুভি দেখানো হয়। এগুলো বেশি বেশি দেখতে হবে। তাছাড়া এখন অনেক মুভিই আরবিতে ডাবিং হয়ে থাকে। তেমন কোন মুভির নাম জানা থাকলে সেগুলো দেখতে হবে।
৩. বাচ্চাদের আরবি বই পাঠ করা
ছোট বাচ্চাদের বই এ আরবি হরফগুলোর উচ্চারণ খুব সুন্দরভাবে দেয়া থাকে। সেগুলো দেখলেও আরবি ভাষা জানা যাবে।
৪. বাসায় রান্নাঘরে ব্যবহৃত বিভিন্ন কৌটার উপর আরবি নাম লিখা
বাড়িতে মসলার বা অন্যান্য কাজে ব্যবহৃত বিভিন্ন কৌটার উপর সে জিনিসের আরবি নাম লিখে রাখতে পারেন। এতে করে প্রতিদিন যখন সেসব নাম দেখবেন তখন আপনা আপনি সেগুলো মেমোরিতে স্থায়ী হয়ে যাবে।
৫. আল জাজিরার সাথে পড়া ও শোনার অনুশীলন করা
আল জাজিরাতে একটি ওয়েবসাইট আছে, যেখানে তারা বেসিক লার্নিং এর উপর কিছু গল্প বা ভিডিও দিয়ে থাকে সেগুলো দেখে দেখে অনুশীলন করবেন।
৬. এরাবিয়ান বিভিন্ন দেশে ঘুরতে যাওয়া
অবশেষে আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে ঘুরতে যেতে পারেন। যেকোন দেশের ভাষা পুরোপুরি আয়ত্ব করার জন্য সে দেশের মানুষদের সাথে মিশা খুব দরকার।
তাই বলা যায় আপনি যদি উপরের সব ধাপ নিয়মিত অনুসরণ করেন তাহলে খুব সহজেই আরবি ভাষা শিখতে পারবেন।
Jazakallahu khairan