Homeইসলামআযানের দোয়া | অর্থসহ বাংলা উচ্চারণ

আযানের দোয়া | অর্থসহ বাংলা উচ্চারণ

আযান শব্দের অর্থ হলো ডাকা, আহ্বান করা, সাড়া দেওয়া ইত্যাদি। প্রত্যেক ফরজ নামাজের আগে আযান দেওয়া সুন্নাতে মোয়াক্কাদা। আমরা প্রতিদিন পাঁচবার আযান শুনতে পাই। আযান দেওয়ার ও শুনবার সময় আমাদের কিছু আদব রক্ষা করা জরুরি। এ সময় কথা বলা নিষেধ। এ সময় দুনিয়ায় কোন কথা বললে ৪০ বছরের নেকী নষ্ট হয়ে যায়। তাই আমাদের উচিত আযান সম্পর্কে জানা ও সে অনুযায়ী আমল করা। তাহলে আর দেরি না করে চলুন আযানের দোয়া সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

আযানের দোয়া কি?

আযানের দোয়া হলো মুসেমানদের জন্য মসজিদে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের সময় আযান দেওয়া হয়। আযান যখন দেওয়া হয় তার শেষে একটি দোয়া পড়তে হয়, যাকে আযানের দোয়া বলে। নিম্নে আযানের দোয়া, অর্থসহ বাংলা উচ্চারণ দেওয়া হলো।

আযানের দোয়া

ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺭَﺏَّ ﻫَﺬِﻩِ ﺍﻟﺪَّﻋْﻮَﺓِ ﺍﻟﺘَّﺎﻣَّﺔِ، ﻭَﺍﻟﺼَّﻼَﺓِ ﺍﻟْﻘَﺎﺋِﻤَﺔِ، ﺁﺕِ ﻣُﺤَﻤَّﺪﺍً ﺍﻟْﻮَﺳِﻴﻠَﺔَ
ﻭَﺍﻟْﻔَﻀِﻴﻠَﺔَ، ﻭَﺍﺑْﻌَﺜْﻪُ ﻣَﻘَﺎﻣَﺎً ﻣَﺤﻤُﻮﺩﺍً ﺍﻟَّﺬِﻱ ﻭَﻋَﺪْﺗَﻪُ، ‏[ﺇِﻧَّﻚَ ﻟَﺎ ﺗُﺨْﻠِﻒُ ﺍﻟْﻤِﻴﻌَﺎﺩَ ]

বাংলা উচ্চারণ   

আল্লা-হুম্মা রববা হা-যিহিদ্ দা‘ওয়াতিত্ তা-ম্মাতি ওয়াস সালা-তিল ক্বা-’ইমাতি আ-তি মুহাম্মাদানিল ওয়াসীলাতা ওয়াল ফাদীলাতা ওয়াব্‘আছহু মাক্বা-মাম মাহমূদানিল্লাযী ওয়া‘আদতাহ, ইন্নাকালা তুখলিফুল মী‘আদ।

বাংলা অর্থ বা অনুবাদ

“হে আল্লাহ ! এই পরিপূর্ণ আহ্বান এবং প্রতিষ্ঠিত সালাতের রব্ব! মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)কে ওসীলা তথা জান্নাতের একটি স্তর এবং ফযীলত তথা সকল সৃষ্টির উপর অতিরিক্ত মর্যাদা দান করুন। আর তাঁকে মাকামে মাহমূদে  পৌঁছে দিন, যার প্রতিশ্রুতি আপনি তাঁকে দিয়েছেন নিশ্চয় আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।” [বুখারী ১/২৫২, নং ৬১৪]

আযানের জবাব

আযান শুধু শুনলেই হয় না। এর জবাবও দিতে হয়। এ নিয়ে কয়েকটি হাদিস হলো –

হাদিসে এসেছে, ‘মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে যে ব্যক্তি আজানের শব্দগুলো বলবে, সে জান্নাতে যাবে।’ (আবু দাউদ, মেশকাত)

আজানের জবাব দেয়ার বিবরণ ও প্রাপ্তি সম্পর্কে হাদিসের এক বর্ণনায় এসেছে-

হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ যদি মুয়াজ্জিনের– ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’-এর জাওয়াবে ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’ বলে এবং- ‘আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ’-এর জওয়াবে ‘আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ’ বলে এবং- ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ’-এর জওয়াবে ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ বলে তারপর – ‘হাইয়্যা আলাস্-সলাহ’-এর জওয়াবে ‘লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ’ বলে, তারপর- ‘হাইয়্যা আলাল-ফালাহ’-এর জওয়াবে ‘লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ’ বলে, তারপর- ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’-এর জওয়াবে ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’ এবং- ‘লা-ইলাহা ইল্লল্লাহ’-এর জওয়াবে ‘লা-ইলাহা ইল্লল্লাহ’ বলে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে।’ (আবু দাউদ, মুসলিম)

তাই আমাদের উচিত দৈনিক পাঁচবার মনোযোগ সহকারে আযান শোনা, জবাব দেওয়া এবং এর পর পরই আযানের দোয়া পাঠ করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments