আমি এখন কোন জায়গায় আছি – এটা জানার জন্য আমরা যেকোনো সময় গুগলে আমাদের বর্তমান অবস্থান বা লোকেশন খুজে বের করি বা করার চেষ্টা করি।
বিশেষত আমরা যখন নতুন কোনো যায়গায় যাই বা যেতে যেতে পথ বা অবস্থান ভুলে যাই বা চিনতে কষ্ট হয় তখন ঐ যায়গার নাম খুজে পাবার জন্য “ami akhon kothay achi” এই লিখাটি ইন্টারনেটে সার্চ করি। গুগলে যথাযথ ভাবে সার্চ করা সত্ত্বেও আমরা আমাদের বর্তমান অবস্থান খুজে পাইনা। যার ফলে অনেক সময় নানান সমস্যার ভেতর পড়তে হয়। তাই আজকের আর্টিকেল টি” আমার লোকেশন কোথায়” এবং “ami akhon kothay achi” বা “গুগল আমি এখন কোথায় আছি” এর সমাধান নিয়ে সাজিয়েছি।
গুগল ম্যাপ
আমার বর্তমান লোকেশন খুজে বের করার জন্য সব থেকে সহজ উপায় হচ্ছে হাতে থাকা স্মার্ট ফোনটি তে গুগল ম্যাপ চালু করে সেখান থেকে বর্তমান লোকেশন জেনে নেয়া।এখানে আপনি শুধু আপনার অবস্থান দেখতেই পাবেন না সাথে জায়গার সকল ঠিকানা সহ দেখতে পাবেন এবং নিকটতম লোকেশন গুলো ও দেখতে পারবেন।সঠিক ভাবে লোকেশন দেখতে যা যা করতে হবে-
১.ইন্টারনেট সংযোগ
লোকেশন জানতে প্রথমে ফোনে Data on করতে হবে। ডেটা কানেকশন করার পর নিচের ধাপগুলো অনুসরণ করুন।
২.লোকেশন (Location)
আপনি এখন কোথায় আছেন সেটা জানার জন্য সর্বপ্রথম আপনাকে লোকেশন চালু করতে হবে। যা আপনি আপনার ফোনের নোটিফিকেশন বার থেকে স্ক্রল করেই চালু করতে পারবেন।
৩.গুগল ম্যাপ(Google Map)
লোকেশন চালু করার পর আপনি সরাসরি আপনার ফোনের গুগল ম্যাপ(Google Map) অ্যাপ্লিকেশন টি চালু করুন। চালু করতেই আপনি গুগল ম্যাপ এর ড্যাসবোর্ড দেখতে পাবেন।
সেখান থেকে আপনি চিত্রে দেখানো এই অপশনটিতে ক্লিক করে দিন।
অপশন টি ক্লিক করার আগে বা ক্লিক করার সাথে সাথে আপনার সামনে চিত্রের মত গোল ব্লু আইকন আসবে।
আইকোন টিতে টাচ করলে নিচের দিকে “Your location” আসবে। এই পেজটিকে স্ক্রল করে ওপরে তুললেই, আপনি বর্তমান লোকেশন এর সকল address দেখতে পাবেন। এবং আপনি বর্তমানে কোন জায়গায় রয়েছেন, সেই সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। সেই সাথে আরো বিস্তারিত জানতে আপনি ডিসপ্লে তে আসা লোকেশন টি ডানে বামে সরিয়ে নিকটস্থ জায়গা গুলো সমন্ধে ধারনা পেয়ে যাবেন।
ঠিক এইভাবে আপনি খুব সহজেই আপনার বর্তমান লোকেশন খুজে বের করতে পারবেন।
আজকের আর্টিকেল টিতে “আমি এখন কোথায় আছি” বা “Ami akhon kothay achi” নিয়ে আলোচনা করা হলো। আশা করি আজকের আর্টিকেলটি পড়ার পর আপনি যেকোনো যায়গায় যেয়ে ঐ যায়গার লোকেশন খুব সহজেই খুজে বের করতে পারবেন।
আমাদের আর্টিকেল টি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।
aa