HomeUncategorizedআবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য

আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য

আবহাওয়া ও জলবায়ু একে অপরের পরিপূরক। এরা হলো জলবায়ু বিদ্যার দুটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। কিন্তু এই আবহাওয়া ও জলবায়ুর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। নিম্নে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য দেওয়া হলো –

পড়ুন – জলবায়ু কাকে বলে? জলবায়ু পরিবর্তনের প্রভাব

বিষয়বস্তুআবহাওয়াজলবায়ু
সঙ্গাকোন স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। সাধারণত ৩০-৪০ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলে।
পরিবর্তন-শীলতাআবহাওয়া প্রতিদিন, এমনকি প্রতি ঘন্টায় পরিবর্তন হয়। অপরদিকে কোন স্থানের জলবায়ু পরিবর্তন হতে দীর্ঘ সময় লাগে।
বিস্তারএটি স্বল্প পরিসরে বিস্তার লাভ করে। এটি বিশাল পরিসরে বিস্তার লাভ করে।
উপাদানপ্রধান উপাদান হলো উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুরচাপ, বায়ু প্রবাহ ইত্যাদি। এর প্রধান দুটি উপাদান হলো তাপমাত্রা ও বৃষ্টিপাত।
প্রভাব দৈনন্দিন জীবনের উপর প্রভাব ফেলে। মানুষের জীবন প্রণালী,কৃষিকাজ, অর্থনৈতি,মানুষের স্বাস্থ্য ইত্যাদির উপর প্রভাব ফেলে।
অধ্যয়নআবহাওয়া সম্পর্কে অধ্যয়নকে আবহাওয়া বিদ্যা (Meteorology) বলে। অপরদিকে জলবায়ু সম্পর্কে অধ্যয়নকে জলবায়ু বিদ্যা ( Climatology) বলে।

এগুলো ছাড়াও আরও অনেক পার্থক্য রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments