Homeঅন্যান্যইতিহাসআগরতলা ষড়যন্ত্র মামলা কি? এ মামলার আসামি কয়জন?

আগরতলা ষড়যন্ত্র মামলা কি? এ মামলার আসামি কয়জন?

১৯৬৮ সালের জানুয়ারি মাসল পাকিস্তান সরকার ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে সেনাবাহিনীর কিছু কর্মরত ও প্রাক্তন সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি অফিসারদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার যে মামলা দায়ের করে তা আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত।

১৮ জানুয়ারি এ মামলার জন্য মুজিবকে গ্রেফতার করার পর সরকারি প্রেস নোটে বলা হয় যে – ” শেখ মুজিবসহ গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ঢাকাস্থ ভারতীয় ডেপুটি হাইকমিশনের সাথে যোগাযোগ রক্ষা করে আসছিল এবং পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে সঙ্ঘবদ্ধ হচ্ছিলো। শেখ মুজিবুর রহমান ও তার সহযোগীরা ভারতের আগরতলায় গোপন বৈঠকে বসে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার ষড়যন্ত্র করেছিলো।”

পড়ুন – বঙ্গভঙ্গ কি বা কাকে বলে ? কত সালে বঙ্গভঙ্গ হয়?

এ মামলার মোট আসামি ছিল ৩৫ জন। মামলার শিরোনাম ছিল “রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য”। এ মামলার খবর ফাঁস করেন আমীর হোসেন। ভারতের ত্রিপুরার আগরতলা শহরে ভারতীয় পক্ষ ও আসামীপক্ষদের মধ্যে এ ষড়যন্ত্রের পরিকল্পনা হয়েছিল বলে একে আগরতলা ষড়যন্ত্র মামলা বলা হয়।

আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে এই মামলা এবং এ মামলার প্রতিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। পূর্ব পাকিস্তানের জনগণের তীব্র আন্দোলনের মুখে পাকিস্তান সরকার এ মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়।

পড়ুন – বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জীবনী ইতিহাস

আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কয়জন?

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ৩৫ জন। এরা হলো –

ক্রমিক নং নাম
০১বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
০২কমান্ডার মোয়াজ্জেম হোসেন
০৩স্টুয়ার্ড মুজিবুর রহমান
০৪প্রাক্তন এল.এস সুলতান উদ্দিন আহমেদ
০৫সিডিআই নূর মোহাম্মদ
০৬আহমেদ ফজলুর রহমান সিএসপি
০৭ফ্লাইট সার্জেন্ট মাহফিজউল্লাহ
০৮প্রাক্তন কর্পোরাল আবুল বাশার
০৯রুহুল কুদ্দুস সিএসপি
১০প্রাক্তন হাবিলদার দলিল উদ্দিন
১১মোহাম্মদ আবদুস সামাদ
১২ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক
১৩ভূপতিভুষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী
১৪বিধানকৃষ্ণ সেন
১৫সুবেদার আব দুর রাজ্জাক
১৬প্রাক্তন হাবিলদার ক্লার্ক মুজিবুর রহমান
১৭প্রাক্তন ফ্লাইট সার্জেন্ট মো. আবদুর রাজ্জাক
১৮সার্জেন্ট জহুরুল হক
১৯ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক
২০ভূপতিভুষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী
২১ক্যাপ্টেন খুরশিদ উদ্দিন আহমেদ এএমসি
২২খান মোহাম্মদ শামসুর রহমান সিএসপি
২৩হাবিলদার আজিজুল হক
২৪মাহফুজুল বারী
২৫সার্জেন্ট শামসুল হক
২৬মোহাম্মদ আলী রেজা
২৭প্রাক্তন সুবেদার এ.কে.এম তাজুল ইসলাম
২৮লে. এস.এম.এম রহমান
২৯মো. মাহবুব উদ্দিন চৌধুরী
৩০সার্জেন্ট আবদুল জলিল
৩১ক্যাপ্টেন এ.এন.এম নুরুজ্জামান
৩২ক্যাপ্টেন খন্দকার নাজমুল হুদা এএমসি
৩৩ক্যাপ্টেন এ শওকত আলী মিয়া
৩৪ক্যাপ্টেন মো. আবদুল মোতালেব
৩৫শামসুল আলম এএমসি

ত আজ এখানেই শেষ করছি। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments