১৯৬৮ সালের জানুয়ারি মাসল পাকিস্তান সরকার ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে সেনাবাহিনীর কিছু কর্মরত ও প্রাক্তন সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি অফিসারদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার যে মামলা দায়ের করে তা আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত।
১৮ জানুয়ারি এ মামলার জন্য মুজিবকে গ্রেফতার করার পর সরকারি প্রেস নোটে বলা হয় যে – ” শেখ মুজিবসহ গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ঢাকাস্থ ভারতীয় ডেপুটি হাইকমিশনের সাথে যোগাযোগ রক্ষা করে আসছিল এবং পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে সঙ্ঘবদ্ধ হচ্ছিলো। শেখ মুজিবুর রহমান ও তার সহযোগীরা ভারতের আগরতলায় গোপন বৈঠকে বসে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার ষড়যন্ত্র করেছিলো।”
পড়ুন – বঙ্গভঙ্গ কি বা কাকে বলে ? কত সালে বঙ্গভঙ্গ হয়?
এ মামলার মোট আসামি ছিল ৩৫ জন। মামলার শিরোনাম ছিল “রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য”। এ মামলার খবর ফাঁস করেন আমীর হোসেন। ভারতের ত্রিপুরার আগরতলা শহরে ভারতীয় পক্ষ ও আসামীপক্ষদের মধ্যে এ ষড়যন্ত্রের পরিকল্পনা হয়েছিল বলে একে আগরতলা ষড়যন্ত্র মামলা বলা হয়।
আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে এই মামলা এবং এ মামলার প্রতিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। পূর্ব পাকিস্তানের জনগণের তীব্র আন্দোলনের মুখে পাকিস্তান সরকার এ মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়।
পড়ুন – বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জীবনী ইতিহাস
আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কয়জন?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ৩৫ জন। এরা হলো –
ক্রমিক নং | নাম |
০১ | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান |
০২ | কমান্ডার মোয়াজ্জেম হোসেন |
০৩ | স্টুয়ার্ড মুজিবুর রহমান |
০৪ | প্রাক্তন এল.এস সুলতান উদ্দিন আহমেদ |
০৫ | সিডিআই নূর মোহাম্মদ |
০৬ | আহমেদ ফজলুর রহমান সিএসপি |
০৭ | ফ্লাইট সার্জেন্ট মাহফিজউল্লাহ |
০৮ | প্রাক্তন কর্পোরাল আবুল বাশার |
০৯ | রুহুল কুদ্দুস সিএসপি |
১০ | প্রাক্তন হাবিলদার দলিল উদ্দিন |
১১ | মোহাম্মদ আবদুস সামাদ |
১২ | ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক |
১৩ | ভূপতিভুষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী |
১৪ | বিধানকৃষ্ণ সেন |
১৫ | সুবেদার আব দুর রাজ্জাক |
১৬ | প্রাক্তন হাবিলদার ক্লার্ক মুজিবুর রহমান |
১৭ | প্রাক্তন ফ্লাইট সার্জেন্ট মো. আবদুর রাজ্জাক |
১৮ | সার্জেন্ট জহুরুল হক |
১৯ | ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক |
২০ | ভূপতিভুষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী |
২১ | ক্যাপ্টেন খুরশিদ উদ্দিন আহমেদ এএমসি |
২২ | খান মোহাম্মদ শামসুর রহমান সিএসপি |
২৩ | হাবিলদার আজিজুল হক |
২৪ | মাহফুজুল বারী |
২৫ | সার্জেন্ট শামসুল হক |
২৬ | মোহাম্মদ আলী রেজা |
২৭ | প্রাক্তন সুবেদার এ.কে.এম তাজুল ইসলাম |
২৮ | লে. এস.এম.এম রহমান |
২৯ | মো. মাহবুব উদ্দিন চৌধুরী |
৩০ | সার্জেন্ট আবদুল জলিল |
৩১ | ক্যাপ্টেন এ.এন.এম নুরুজ্জামান |
৩২ | ক্যাপ্টেন খন্দকার নাজমুল হুদা এএমসি |
৩৩ | ক্যাপ্টেন এ শওকত আলী মিয়া |
৩৪ | ক্যাপ্টেন মো. আবদুল মোতালেব |
৩৫ | শামসুল আলম এএমসি |
ত আজ এখানেই শেষ করছি। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।