Homeইসলামআকাইদ / আকাঈদ শব্দের অর্থ কি? আকাইদ কি বা কাকে বলে?

আকাইদ / আকাঈদ শব্দের অর্থ কি? আকাইদ কি বা কাকে বলে?

আকাইদ আরবি শব্দ। এটি বহুবচন। এর অর্থ হচ্ছে বিশ্বাসমালা। এর একবচন হলো আকিদাহ, যার অর্থ বিশ্বাস।

আাকাইদ কি বা কাকে বলে?

ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসকেই আকাইদ বলে। যেমন – আল্লাহ, নবী-রাসূল, ফেরেশতা, আসমান কিতাব, আখিরাত, তকদির ইত্যাদির প্রতি বিশ্বাস স্থাপন করা।

পড়ুন – তায়াম্মুম কি ? তায়াম্মুমের ফরজ ও ভঙ্গের কারণ

মোটকথা, ইসলামের মৌলিক বিষয়গুলোকে মনে প্রাণে বিশ্বাস করা এবং তদনুযায়ী চলাকে আকাইদ বলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments